রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?
A
১০ বছর
B
১২ বছর
C
১৪ বছর
D
১৬ বছর
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক হিসেবে চিহ্নিত করা হয়। তিনি মোট ১১৯টি ছোট গল্প রচনা করেছেন, যার মধ্যে তাঁর প্রথম গল্পটি হলো ভিখারিণী। এই গল্পটি ১৮৭৪ খ্রিষ্টাব্দে ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়।
জানা যায়, এটিই তাঁর প্রথম গল্প যা কোনো সাময়িকপত্রে প্রকাশিত হয়েছিল। মাত্র ষোলো বছর বয়সে এই প্রকাশের মাধ্যমে তিনি ছোট গল্পকার হিসেবে খ্যাতি লাভ করেন, যদিও নিজে কোনো গ্রন্থে এ গল্পটি অন্তর্ভুক্ত করেননি। রবীন্দ্রনাথের ছোট গল্প সংকলনের নাম হলো গল্পগুচ্ছ।
-
রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি অতিপ্রাকৃতিক গল্প:
• ক্ষুধিত পাষাণ
• নিশীতে
• মণিহার
• কঙ্কাল -
আধুনিক মনস্তত্ত্ব নিয়ে তাঁর ছোট গল্প:
• রবিবার
• শেষকথা
• ল্যাবরেটরি -
সমাজসমস্যামূলক ছোট গল্প:
• দেনাপাওনা
• রামকানাইয়ের নির্বুদ্ধিতা
• যজ্ঞেশ্বরের যজ্ঞ
• অনধিকার প্রবেশ

0
Updated: 1 day ago
'সঞ্চয়িতা' কার রচনা?
Created: 2 months ago
A
মাইকেল মধুসুদন দত্ত
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
কাজী নজরুল ইসলাম
D
জসীমউদ্দীন
'সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। তাঁর রচিত কাব্যগ্রন্থ: কবি কাহিনী, প্রভাতসঙ্গীত, সোনার তরী, চিত্রা, ক্ষণিকা, স্মরণ, বলাকা, পুরবী, পুনশ্চ, শেষলেখা, মানসী ইত্যাদি। আর সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম।

0
Updated: 2 months ago
নিম্নে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম?
Created: 1 month ago
A
অকপটচন্দ্র ভাস্কর
B
লীলাময় রায়
C
টেকচাঁদ ঠাকুর
D
হাবু শর্মা
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম:
-
রবীন্দ্রনাথ ঠাকুর নয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন:
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূন্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণ
-
ষষ্ঠীচরণ দেবশর্মা
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতী কনিষ্ঠা
-
শ্রীমতী মধ্যমা
-
অন্য সাহিত্যিকদের ছদ্মনাম:
-
অন্নদাশঙ্কর রায়: লীলাময় রায়
-
প্যারীচাঁদ মিত্র: টেকচাঁদ ঠাকুর
-
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়: হাবু শর্মা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ’দেনাপাওনা' ছোটগল্পের চরিত্র কোনটি?
Created: 1 month ago
A
চারুলতা
B
সুরবালা
C
নিরূপমা
D
মৃন্ময়ী
'দেনাপাওনা' ছোটগল্প
-
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সংকলিত
-
তৎকালীন হিন্দু সমাজে পণপ্রথার কুফল ও যৌতুকের নির্মম চিত্র তুলে ধরা হয়েছে
-
পণপ্রথার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি লক্ষ্য
-
প্রধান চরিত্র: নিরূপমা
রবীন্দ্রনাথের অন্যান্য ছোটগল্পের চরিত্র
-
'নষ্টনীড়' → চারুলতা
-
'একরাত্রি' → সুরবালা
-
'সমাপ্তি' → মৃন্ময়ী

0
Updated: 1 month ago