প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?
A
১৮৫৮ সালে
B
১৯৭৮ সালে
C
১৮৪৮ সালে
D
১৮৬৮ সালে
উত্তরের বিবরণ
প্যারীচাঁদ মিত্র ছিলেন উনবিংশ শতকের একজন বহুমুখী ব্যক্তিত্ব যিনি সাহিত্য, সাংবাদিকতা, সমাজসেবা এবং ব্যবসায় বিশেষ অবদান রেখেছিলেন। তাঁকে বাংলা উপন্যাসের পথিকৃৎ বলা হয়।
-
জন্ম: ২২ জুলাই ১৮১৪ সালে কলকাতায়।
-
শিক্ষা: ১৮২৭ সালে হিন্দু কলেজে ভর্তি হন এবং সেখানে হেনরি ডিরোজিওর অধীনে শিক্ষা লাভ করেন।
-
পেশা ও পরিচয়: লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী।
বাংলা সাহিত্যকর্ম:
-
আলালের ঘরের দুলাল
-
মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়
-
রামারঞ্জিকা
-
কৃষিপাঠ
-
ডেভিড হেয়ারের জীবনচরিত
-
বামাতোষিণী
English works:
-
A Biographical Sketch of David Hare
-
The Spiritual Stray Leaves
-
Stray Thought of Spiritualism
-
Life of Dewan Ramkamal Sen
-
Life of Coles Worthy Grant
আলালের ঘরের দুলাল বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে এক নতুন সূচনা করে।
-
এটি বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস।
-
রচয়িতা: প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪–১৮৮৩)।
-
রচনা: ১৮৫৭ সালে, প্রকাশ: ১৮৫৮ সালে।
-
মূল বিষয়বস্তু: কলকাতার সমকালীন সমাজচিত্র।
-
কাহিনি: উচ্চবিত্ত ঘরের আদুরে সন্তান মতিলালের উচ্ছৃঙ্খল জীবন।
-
আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র: ঠকচাচা।
-
লেখক কথ্যভঙ্গির গদ্য ব্যবহার করে উপন্যাসকে বাস্তবধর্মী করেছেন।
-
এখানে ব্যবহৃত চলিত ভাষা পরবর্তীকালে ‘আলালী ভাষা’ নামে পরিচিত হয়।
-
এর মাধ্যমে বাংলা ভাষার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়।
প্রধান চরিত্র:
-
মতিলাল
-
বাবুরাম
-
মোকাজান মিঞা বা ঠকচাচা
0
Updated: 1 month ago
মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়?
Created: 3 months ago
A
১৯২৬
B
১৯২৭
C
১৯২৮
D
১৯২৯
‘মাসিক মোহাম্মদী’ পত্রিকা
মোহাম্মদী একটি বাংলা ভাষার মাসিক পত্রিকা, যা প্রথম প্রকাশিত হয় ১৯০৩ সালের আগস্ট মাসে। কলকাতা থেকে মোহাম্মদ আকরম খাঁ এর সম্পাদনায় পত্রিকাটি চালু হয়। কিছুদিনের ব্যবধানে বন্ধ থাকলেও, ১৯২৭ থেকে ১৯৪৭ সালের মধ্যে এটি নিয়মিত প্রকাশিত হয়। এরপর দুই বছর বন্ধ থাকার পর, ১৯৪৯ সালের ডিসেম্বর থেকে পত্রিকাটি ঢাকা থেকে পুনরায় প্রকাশ শুরু হয় এবং ১৯৭০ সাল পর্যন্ত চলমান থাকে।
আকরম খাঁর পর মুজিবুর রহমান খাঁ ও বদরুল আনাম খাঁ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তরুণ সাংবাদিক ও সাহিত্যিক যেমন আবদুল গাফ্ফার চৌধুরী, আখতারুল আলম, আ. ন. ম. গোলাম মোস্তফা ও মোহাম্মদ মাহফুজউল্লাহ পত্রিকার সম্পাদনা ও সহযোগিতায় সক্রিয় ছিলেন।
সূত্র: বাংলাপিডিয়া
0
Updated: 3 months ago
কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
Created: 5 months ago
A
মেঘনাদবধ কাব্য
B
দুর্গেশ নন্দিনী
C
নীলদর্পণ
D
অগ্নিবীণা
নিলদর্পণ নাটক:
দীনবন্ধু মিত্রের প্রথম ও শ্রেষ্ঠ নাটক হলো নীলদর্পণ। এটি বাংলা সাহিত্যের একটি অন্যতম বিখ্যাত নাটক। ১৮৬০ সালে নাটকটি প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে। নীলদর্পণ ছিল ঢাকায় প্রকাশিত প্রথম নাটক এবং একই সঙ্গে ঢাকায় প্রথম মঞ্চস্থ নাটক। মাইকেল মধুসূদন দত্ত ‘A Native’ ছদ্মনামে নাটকটির ইংরেজি অনুবাদ করেন, যা ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror শিরোনামে প্রকাশ পায়।
অন্যদিকে,
মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদনের মহাকাব্য, যা দুখণ্ডে এবং নয় সর্গে রচিত। প্রথম খণ্ড ১৮৬১ সালের জানুয়ারিতে এবং দ্বিতীয় খণ্ড একই বছরের আগস্টে কলকাতা থেকে প্রকাশিত হয়।
বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাস হলো দুর্গেশনন্দিনী, যা রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি ১৮৬৫ সালে প্রকাশিত হয়।
অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের লেখা একটি কাব্যগ্রন্থ, যা ১৯২২ সালে প্রকাশিত। এতে মোট ১২টি কবিতা রয়েছে, যার মধ্যে প্রথম কবিতা ‘প্রলয়োল্লাস’।
দীনবন্ধু মিত্র সম্পর্কে:
দীনবন্ধু মিত্র ১৮৩০ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল গন্ধর্বনারায়ণ। ১৮৭১ সালে লুসাই যুদ্ধের সময় দীনবন্ধু কাছাড়ে ডাক বিভাগ সাফল্যের সঙ্গে পরিচালনা করেন এবং এজন্য সরকার তাকে ‘রায়বাহাদুর’ উপাধি প্রদান করে। তাঁর শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাই হলো নীলদর্পণ।
দীনবন্ধু মিত্র রচিত প্রহসনসমূহ:
-
সধবার একাদশী
-
বিয়ে পাগলা বুড়ো
-
জামাই বারিক
তার অন্যান্য নাটক:
-
লীলাবতী
-
নবীন তপস্বিনী
-
কমলে কামিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
ফররুখ আহমদের 'সাত সাগরের মাঝি' কত সালে প্রকাশিত হয়?
Created: 3 months ago
A
১৯০৫
B
১৯৪০
C
১৯৪৪
D
১৯৫৫
সঠিক উত্তর: গ) ১৯৪৪ সাল।
‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ
-
‘সাত সাগরের মাঝি’ ফররুখ আহমদের লেখা প্রথম এবং সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ।
-
এটি ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
-
এই কাব্যগ্রন্থে মোট ১৯টি কবিতা রয়েছে।
-
গ্রন্থের শেষে ‘সাত সাগরের মাঝি’ নামের একটি কবিতাও আছে।
-
এতে ‘সিন্দাবাদ’, ‘পাঞ্জেরি’, ‘লাশ’, ‘আউলাদ’, ‘দরিয়ার শেষরাত্রি’—এমন অনেক গুরুত্বপূর্ণ কবিতা অন্তর্ভুক্ত রয়েছে।
-
‘পাঞ্জেরি’ কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্যতম কবিতা।
ফররুখ আহমদ
-
কবি ফররুখ আহমদ জন্মগ্রহণ করেন ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।
-
তিনি ছিলেন একজন মুসলিম জাগরণের কবি।
-
১৯৪৪ সালে কলকাতায় দুর্ভিক্ষের পটভূমিতে লেখা ‘লাশ’ কবিতার মাধ্যমে তিনি প্রথম পরিচিতি পান।
-
তিনি বিখ্যাত কাব্য ‘হাতেমতায়ী’-র জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার পান।
-
একই বছর, শিশুদের জন্য লেখা ‘পাখির বাসা’ গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
-
এছাড়া, ‘মুহূর্তের কবিতা’ নামে তার একটি সনেট সংকলনও রয়েছে।
ফররুখ আহমদের লেখা কাব্যগ্রন্থের তালিকা:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুর কাহিনী
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 3 months ago