'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
A
শশাঙ্কদেবের
B
লক্ষ্মণ সেনের
C
যশোবর্মনের
D
হর্ষবর্ধনের
উত্তরের বিবরণ
জয়দেব ছিলেন বার’শ শতকের এক খ্যাতনামা সংস্কৃত ভাষার কবি। তাঁকে নিয়ে বিভিন্ন মত থাকলেও তাঁর সাহিত্যকীর্তি ও অবদান ভারতীয় সাহিত্যে বিশেষভাবে স্মরণীয়।
-
তাঁর জন্মস্থান নিয়ে বিতর্ক আছে। অধিকাংশের মতে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অজয়নদের তীরবর্তী কেন্দুবিল্ব বা কেঁদুলি গ্রামে জন্মগ্রহণ করেন। তবে কেউ কেউ তাঁকে মিথিলা বা উড়িষ্যার অধিবাসী বলেও মনে করেন।
-
তিনি বাংলার শেষ হিন্দু রাজা লক্ষ্মণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম সদস্য ছিলেন।
-
পঞ্চরত্নের অন্য চারজন কবি হলেন—
১. গোবর্ধন আচার্য
২. শরণ
৩. নধোয়ী
৪. উমাপতিধর -
অনেকের মতে, তিনি কিছু সময় উৎকলরাজের সভাপণ্ডিত হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
-
বাংলার সাহিত্য ইতিহাসে তাঁকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বলা হয়।
-
তাঁর শ্রেষ্ঠ কাব্য ‘গীতগোবিন্দম্’, যেখানে রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে পদ রচনা করা হয়েছে। এটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন হিসেবে স্বীকৃত।
-
এই কাব্যে মোট ১২ সর্গ, ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীত রয়েছে।

0
Updated: 1 day ago
'কাঁঠালপাড়া'য় জন্মগ্রহণ করেন কোন লেখক?
Created: 1 month ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
সুভাষ মুখোপাধ্যায়
C
কাজী ইমদাদুল হক
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
তিনি ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
বঙ্কিমচন্দ্র ছিলেন একজন ঔপন্যাসিক, সাংবাদিক এবং বাংলা নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
তাকে বাংলা উপন্যাসের পিতা বলা হয়।
-
তার প্রথম কাব্যগ্রন্থ ‘ললিতা তথা মানস’ ১৮৫৬ সালে প্রকাশিত হয়।
-
প্রথম উপন্যাস ‘রাজমোহনস ওয়াইফ’ ইংরেজিতে লিখিত।
-
বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ ১৮৬৫ সালে তিনি রচনা করেন।
-
তার বিখ্যাত ত্রয়ী উপন্যাস হলো — আনন্দমঠ, দেবী চৌধুরানী, এবং সীতারাম।
-
তিনি ১৮৯৪ সালে মারা যান।
তার অন্যান্য উপন্যাসের মধ্যে আছে:
কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ ইত্যাদি।
তার লেখা প্রবন্ধের কিছু নাম:
লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব অনুশীলন ইত্যাদি।
অন্য কিছু উল্লেখযোগ্য লেখক:
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।
-
সুভাষ মুখোপাধ্যায় (১৯১৯-২০০৩) কবি ও রাজনীতিবিদ, ১৯১৯ সালের ১২ ফেব্রুয়ারি নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্ম।
-
কাজী ইমদাদুল হক ১৮৮২ সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা'-
Created: 4 months ago
A
মহাকাব্য
B
পত্রকাব্য
C
গীতিকাব্য
D
আখ্যানকাব্য
‘বীরাঙ্গনা কাব্য’
-
মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা কাব্য’ একটি পত্রকাব্য, যা বাংলা সাহিত্যে এই ধরনের প্রথম রচনা।
-
এটি ১৮৬২ সালে প্রকাশিত হয়।
-
এই কাব্যগ্রন্থটি রোমান কবি ওভিড-এর ‘Heroides’ কাব্যের অনুসরণে রচিত হয়েছে।
-
এতে মোট ১১টি চিঠির আকারে কবিতা রয়েছে, যেখানে পৌরাণিক নারীরা আধুনিক চেতনায় নিজেদের প্রেম, আবেগ ও কামনার কথা ব্যক্ত করেছে।
মাইকেল মধুসূদন দত্ত
-
তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
-
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তক হিসেবে তিনি প্রসিদ্ধ।
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন তাঁর নাটক ‘পদ্মাবতী’-তে (দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্কে)।
-
অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ হলো ‘তিলোত্তমাসম্ভব কাব্য’।
-
তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘The Captive Lady’ (ইংরেজিতে রচিত)।
📖 তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলী
📚 উল্লেখযোগ্য গদ্য অনুবাদ:
-
‘হেক্টরবধ’ (গদ্যে রচিত অনুবাদ)
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া

0
Updated: 4 months ago
সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
Created: 3 weeks ago
A
শওকত আলী
B
সেলিনা হােসেন
C
আখতারুজ্জামান ইলিয়াস
D
সৈয়দ শামসুল হক
শওকত আলী: জন্ম ১৯৩৬; বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ১৯৬৮ সালে, বয়স ৩২ বছর।
-
সেলিনা হোসেন: জন্ম ১৯৪৭; বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ১৯৮০ সালে, বয়স ৩৩ বছর।
-
আখতারুজ্জামান ইলিয়াস: জন্ম ১৯৪৩; বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ১৯৮২ সালে, বয়স ৩৯ বছর।
-
সৈয়দ শামসুল হক: জন্ম ১৯৩৫; বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ১৯৬৬ সালে, বয়স ৩১ বছর।
নিষ্কর্ষ: এই তালিকা থেকে বোঝা যায়, সৈয়দ শামসুল হক সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।
উৎস: বাংলা একাডেমি ও বাংলা ভাষা ও সাহিত্যের তথ্যভান্ডার।

0
Updated: 3 weeks ago