"রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক" - এটি কার উক্তি?
A
কফি আনান
B
মহাত্মা গান্ধী
C
ইব্রাহিম গানবারি
D
মিশেল ক্যামডেসাস
উত্তরের বিবরণ
সুশাসন (Good Governance) সম্পর্কিত তাত্ত্বিক মন্তব্য ও ধারণা
-
মিশেল ক্যামডেসাস (Michel Camdessus) বলেছেন:
“রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক।”
অর্থাৎ, একটি দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য।
সুশাসনের মূল ধারণা:
-
বিশ্বব্যাংক ও UNDP অনুযায়ী, সুশাসনের মাধ্যমে নাগরিকরা তাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে এবং অধিকার ভোগ করতে সক্ষম হয়।
-
সুশাসন প্রতিষ্ঠিত হলে, রাষ্ট্রে টেকসই উন্নয়ন সাধিত হয়।
-
এটি সব ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থার বিকাশের জন্য প্রয়োজনীয়।
-
জাতিসংঘের আফ্রিকা অঞ্চলের বিশেষ উপদেষ্টা ইব্রাহিম গানবারি উল্লেখ করেছেন:
“যে সমস্ত রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, শুধুমাত্র সেই সমস্ত দেশেই ঋণ মওকুফ করা হবে।”
0
Updated: 1 month ago
বিশ্বব্যাংক কত সালে সর্বপ্রথম Good Governance প্রত্যয়টি ব্যবহার করে?
Created: 1 month ago
A
১৯৮৯ সালে
B
১৯৯৭ সালে
C
১৯৭৯ সালে
D
১৯৮৬ সালে
বিশ্বব্যাংক ও সুশাসন
-
'সুশাসন' ধারণাটি প্রথম বিশ্বব্যাংক উদ্ভাবন করে।
-
১৯৮৯ খ্রিস্টাব্দে বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় সর্বপ্রথম ‘সুশাসন’ (Good Governance) শব্দটি ব্যবহৃত হয়।
-
সমীক্ষায় উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করা হয় এবং বলা হয়, সুশাসনের অভাবেই অনুন্নয়ন ঘটে।
-
বিশ্বব্যাংক ও UNDP অনুযায়ী, সুশাসনের মাধ্যমে নাগরিকরা তাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে এবং অধিকার ভোগ করতে পারে।
-
১৯৯৪ সালে বিশ্বব্যাংকের সংজ্ঞা:
"সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভর্নেন্স।"
-
২০০০ সালে বিশ্বব্যাংক চারটি প্রধান স্তম্ভ ঘোষণা করে, যা সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসনের ভিত্তি:
১. দায়িত্বশীলতা (Accountability)
২. স্বচ্ছতা (Transparency)
৩. আইনি কাঠামো (Rule of Law)
৪. অংশগ্রহণ (Participation)
0
Updated: 1 month ago
আধুনিক বিশ্ব কোন মূল্যবোধের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়?
Created: 1 month ago
A
আধুনিক মূল্যবোধ
B
ব্যক্তিগত মূল্যবোধ
C
সাংস্কৃতিক মূল্যবোধ
D
অর্থনৈতিক মূল্যবোধ
ব্যক্তিগত মূল্যবোধ হলো সেই নৈতিক ও আচার-আচরণের মানদণ্ড যা একজন ব্যক্তির নিজের রুচি, বিশ্বাস, মনোভাব, ধারণা ও নীতি-নৈতিকতা থেকে উদ্ভূত হয় এবং তার ব্যক্তিগত জীবনকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে। আধুনিক বিশ্বে ব্যক্তিগত মূল্যবোধকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়, কারণ এটি ব্যক্তির স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণকে লালন করে।
-
ব্যক্তিগত মূল্যবোধ একজন ব্যক্তির আচার-আচরণ নিয়ন্ত্রণে সাহায্য করে।
-
প্রতিটি শিশুই ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে জন্মায় এবং পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে।
-
ব্যক্তির ব্যক্তিজীবন তার মূল্যবোধের মাধ্যমে প্রভাবিত হয়।
-
ব্যক্তিগত মূল্যবোধ ব্যক্তিকে নৈতিকভাবে দৃঢ় এবং সামাজিকভাবে দায়িত্বশীল করে তোলে।
0
Updated: 1 month ago
’Power: A New Social Analysis’ গ্রন্থটি কার?
Created: 1 month ago
A
এরিস্টটল
B
বার্ট্রান্ড রাসেল
C
জন লক
D
টমাস হবস
বার্ট্রান্ড রাসেল
বার্ট্রান্ড রাসেল ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
প্রথম বিশ্বযুদ্ধের সময় প্যাসিফিজমের কারণে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেন।
-
১৯১৮ সালে তিনি কারাগারে থাকাকালীন লিখেছেন Introduction to Mathematical Philosophy।
রাসেলের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
The Elements of Ethics
-
Human Society in Ethics and Politics
-
Moral and Others
-
Power: A New Social Analysis
-
Political Ideals
-
Introduction to Mathematical Philosophy
0
Updated: 1 month ago