বিশ্বব্যাংক কত সালে সর্বপ্রথম Good Governance প্রত্যয়টি ব্যবহার করে?
A
১৯৮৯ সালে
B
১৯৯৭ সালে
C
১৯৭৯ সালে
D
১৯৮৬ সালে
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক ও সুশাসন
-
'সুশাসন' ধারণাটি প্রথম বিশ্বব্যাংক উদ্ভাবন করে।
-
১৯৮৯ খ্রিস্টাব্দে বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় সর্বপ্রথম ‘সুশাসন’ (Good Governance) শব্দটি ব্যবহৃত হয়।
-
সমীক্ষায় উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করা হয় এবং বলা হয়, সুশাসনের অভাবেই অনুন্নয়ন ঘটে।
-
বিশ্বব্যাংক ও UNDP অনুযায়ী, সুশাসনের মাধ্যমে নাগরিকরা তাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে এবং অধিকার ভোগ করতে পারে।
-
১৯৯৪ সালে বিশ্বব্যাংকের সংজ্ঞা:
"সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভর্নেন্স।"
-
২০০০ সালে বিশ্বব্যাংক চারটি প্রধান স্তম্ভ ঘোষণা করে, যা সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসনের ভিত্তি:
১. দায়িত্বশীলতা (Accountability)
২. স্বচ্ছতা (Transparency)
৩. আইনি কাঠামো (Rule of Law)
৪. অংশগ্রহণ (Participation)
0
Updated: 1 month ago
’Power: A New Social Analysis’ গ্রন্থটি কার?
Created: 1 month ago
A
এরিস্টটল
B
বার্ট্রান্ড রাসেল
C
জন লক
D
টমাস হবস
বার্ট্রান্ড রাসেল
বার্ট্রান্ড রাসেল ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
প্রথম বিশ্বযুদ্ধের সময় প্যাসিফিজমের কারণে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেন।
-
১৯১৮ সালে তিনি কারাগারে থাকাকালীন লিখেছেন Introduction to Mathematical Philosophy।
রাসেলের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
The Elements of Ethics
-
Human Society in Ethics and Politics
-
Moral and Others
-
Power: A New Social Analysis
-
Political Ideals
-
Introduction to Mathematical Philosophy
0
Updated: 1 month ago
কোনটি নৈতিক অধিকারের বৈশিষ্ট্য?
Created: 1 month ago
A
সার্বভৌম কর্তৃত্ব দ্বারা নির্ধারিত
B
রাষ্ট্র কর্তৃক স্বীকৃত
C
আইনগত ভিত্তি নেই
D
ভঙ্গ করলে শাস্তির বিধান আছে
অধিকার ও তার শ্রেণিবিভাগ
অধিকার প্রধানত দুই প্রকার:
-
নৈতিক অধিকার (Moral Rights)
-
আইনগত অধিকার (Legal Rights)
১. নৈতিক অধিকার (Moral Rights):
-
নীতি এবং বিবেক দ্বারা জাগ্রত।
-
ন্যায়বোধ থেকে উদ্ভূত।
-
এর কোনো আইনগত ভিত্তি নেই।
-
উদাহরণ: ভিখারির ভিক্ষা পাওয়ার অধিকার।
২. আইনগত অধিকার (Legal Rights):
-
নাগরিকের জীবনধারণ ও বিকাশের জন্য অপরিহার্য।
-
রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত।
-
রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্ব এবং সংবিধান দ্বারা নির্ধারিত।
-
এই অধিকার লঙ্ঘন করলে রাষ্ট্র শাস্তি প্রদান করে।
-
উদাহরণ: জীবনধারণের অধিকার, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের অধিকার।
-
সমাজ বা রাষ্ট্রভেদে এ অধিকারের তারতম্য ঘটে না।
0
Updated: 1 month ago
আদর্শ আমলাতন্ত্রের প্রবক্তা কে?
Created: 1 month ago
A
ম্যাক্স ওয়েবার
B
গ্যাবিয়েল অ্যালমন্ড
C
জোনাথান হেইট
D
অধ্যাপক এস ই ফাইনার
আমলাতন্ত্র (Bureaucracy)
-
সংজ্ঞা ও উৎস:
আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Bureaucracy, যা ফরাসি ‘Bureau’ এবং গ্রিক ‘Kratos’ শব্দের সমন্বয়ে গঠিত।-
Bureau অর্থ ডেস্ক বা অফিস
-
Kratos অর্থ শাসন বা রাজনৈতিক ক্ষমতা
সুতরাং আক্ষরিক অর্থে আমলাতন্ত্র হলো ‘Desk Government’ বা ‘দাপ্তরিক সরকার’।
-
-
প্রকৃতি ও কার্যক্রম:
-
এটি বোঝায় প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারা পরিচালিত শাসন।
-
আমলারা পরস্পর সুশৃঙ্খলভাবে সংযুক্ত ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন।
-
এটি স্থায়ী, বেতনভুক্ত, দক্ষ, পেশাদারী এবং সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করে।
-
-
ইতিহাস ও তাত্ত্বিক দিক:
-
জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম Legal and Rational Model এর মাধ্যমে আমলাতন্ত্রকে উপস্থাপন করেন।
-
ম্যাক্স ওয়েবারকে বলা হয় আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক।
-
0
Updated: 1 month ago