বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
A
পেলে
B
জিদান
C
বেকেনবাওয়ার
D
ম্যারাডোনা
উত্তরের বিবরণ
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল।
- বিগত ৫০ বছরের সেরা ফুটবলার পেলে।
উল্লেখ্য,
- ২৫তম বিসিএস ২০০৪ সালে অনুষ্ঠিত হয়।
- তখন-এর সময় বিবেচনায় পেলে-কে উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
- তবে বর্তমানের প্রাসঙ্গিক হলে উত্তর হবে মেসি।
উৎস: Goal.com

0
Updated: 1 month ago
২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে -
Created: 2 weeks ago
A
দুবাই
B
সিউল
C
কাতার
D
বার্লিন
ফুটবল বিশ্বকাপ ২০২২
-
আয়োজক দেশ: কাতার
-
বিশ্বকাপের আসর: ২২তম
-
সময়কাল: ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২২
-
অংশগ্রহণকারী দেশ: ৩২টি
-
চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (তৃতীয়বারের মতো জয়)
-
রানার্স আপ: ফ্রান্স
-
গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): লিওনেল মেসি (আর্জেন্টিনা)
-
সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি গোল)
-
গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
-
সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
-
টুর্নামেন্টের সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিল বনাম সার্বিয়া)
-
বিশেষ ঘটনা: এই বিশ্বকাপে প্রথমবারের মতো নারী রেফারি মাঠে নেতৃত্ব দেন
উৎস:
FIFA ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
২০২৬ সালের FIFA বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কয়টি?
Created: 1 day ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
আন্তর্জাতিক বিষয়াবলি
Federation Cup, World Cup, All away International Trophy and Challenge Cup
FIFA
আন্তর্জাতিক বিষয়াবলী
ফুটবল -Football
সাধারণ জ্ঞান
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা।
- এখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়।
- ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ এই ২টি বিশ্বকাপের আসর বসেনি।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।

0
Updated: 1 day ago
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? [আগস্ট, ২০২৫]
Created: 6 days ago
A
নেপাল
B
ভারত
C
মালদ্বীপ
D
ভুটান
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫
• সময়কাল: ২০–৩১ আগস্ট ২০২৫
• স্থান: ভুটান, থিম্পু, Changlimithang Stadium
• অংশগ্রহণকারী দল: বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল
• টুর্নামেন্ট পদ্ধতি: রাউন্ড রবিন লিগ – সব দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে
• চ্যাম্পিয়ন নির্ধারণ: পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে
উল্লেখযোগ্য তথ্য:
• ২০২৩ সালের টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান: দ্বিতীয় স্থান
• টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র আমন্ত্রিত দল হিসেবে রাশিয়া শিরোপা জিতেছিল
সূত্র: পত্রিকা প্রতিবেদন

0
Updated: 6 days ago