চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
A
২২%
B
২৫%
C
২০%
D
৩০%
উত্তরের বিবরণ
প্রশ্ন: চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/১২৫ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২৫
= ৮০ টাকা
∴ঐ পরিবার চিনি খাওয়া কমালো (১০০ - ৮০) = ২০%
0
Updated: 5 months ago
A person sells an item for Tk. 7,600 and incurs a 5% loss. At what price should the item be sold to gain a 15% profit?
Created: 1 month ago
A
Tk. 9200
B
Tk. 8740
C
Tk. 9600
D
Tk. 9100
Question: A person sells an item for Tk. 7,600 and incurs a 5% loss. At what price should the item be sold to gain a 15% profit?
Solution:
5% ক্ষতিতে বিক্রয়মূল্য = 100 - 5 = 95 টাকা।
বিক্রয়মূল্য 95 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা।
∴ বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/95 টাকা।
∴ বিক্রয়মূল্য 7,600 টাকা হলে ক্রয়মূল্য (100/95) × 7,600 টাকা
= 8,000 টাকা।
আবার, 15% লাভে বিক্রয়মূল্য = 100 + 15 = 115 টাকা।
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 115 টাকা।
∴ ক্রয়মূল্য 1 টাকা হলে বিক্রয়মূল্য 115/100 টাকা।
∴ ক্রয়মূল্য 8,000 টাকা হলে বিক্রয়মূল্য (115/100) × 8,000 টাকা
= 9,200 টাকা।
∴ জিনিসটি 9,200 টাকায় বিক্রি করতে হবে।
0
Updated: 1 month ago
A and B share profits in the ratio 2 : 3. If 20% of the total profit is given to charity and B's share is Tk. 4800, find the total profit.
Created: 3 weeks ago
A
Tk. 8500
B
Tk. 9000
C
Tk. 10000
D
Tk. 12000
Solution:
ধরি, মোট লাভ = Tk. x
20% দাতব্য প্রতিষ্ঠানে দেওয়ার পর বাকি থাকে = 100% - 20% = 80% of x
= 80x/100
A এবং B এর লাভের অনুপাত 2 : 3।
অর্থাৎ, B এর অংশ = 80x/100 এর 3/(2 + 3)
= 80x/100 এর 3/5
প্রশ্নমতে,
80x/100 × (3/5) = 4800
⇒ 4x/5 × (3/5) = 4800
⇒ 12x = 4800 × 25
⇒ x = 120000/12
⇒ x = 10000
সুতরাং, মোট লাভ হলো Tk. 10000।
ধরি, মোট লাভ = Tk. x
20% দাতব্য প্রতিষ্ঠানে দেওয়ার পর বাকি থাকে = 100% - 20% = 80% of x
= 80x/100
A এবং B এর লাভের অনুপাত 2 : 3।
অর্থাৎ, B এর অংশ = 80x/100 এর 3/(2 + 3)
= 80x/100 এর 3/5
প্রশ্নমতে,
80x/100 × (3/5) = 4800
⇒ 4x/5 × (3/5) = 4800
⇒ 12x = 4800 × 25
⇒ x = 120000/12
⇒ x = 10000
সুতরাং, মোট লাভ হলো Tk. 10000।
0
Updated: 3 weeks ago
বার্ষিক ১৩% সরল মুনাফায় কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৫২০০ টাকা হবে?
Created: 1 month ago
A
৮ বছর
B
৪ বছর
C
৬ বছর
D
৩ বছর
সমাধান:
আসল, P = ১০০০০ টাকা
সুদ, I = ৫২০০ টাকা
সুদের হার, r = ১৩%
বছর, n = ?
আমরা জানি,
I = Pnr
⇒ n = I/pr
⇒ n = (৫২০০ × ১০০)/(১০০০০ × ১৩)
⇒ n = ৪ বছর
0
Updated: 1 month ago