উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
A
অ
B
আ
C
ও
D
এ
উত্তরের বিবরণ
স্বরধ্বনির উচ্চারণের ক্ষেত্রে, জিভের অবস্থান এবং ঠোঁটের আকার অনুযায়ী স্বরধ্বনিগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। উচ্চারণের সময় জিভের উচ্চতা এবং সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনির ধরন বোঝা যায়।
-
জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি:
-
উচ্চ স্বরধ্বনি: ই, উ
-
উচ্চ-মধ্য স্বরধ্বনি: এ, ও
-
নিম্ন-মধ্য স্বরধ্বনি: অ্যা, অ
-
নিম্ন স্বরধ্বনি: আ
-
-
জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি:
-
সম্মুখ স্বরধ্বনি: ই, এ, অ্যা
-
মধ্য স্বরধ্বনি: আ
-
পশ্চাৎ স্বরধ্বনি: অ, ও, উ
-
এই বিভাজন বাংলা ভাষার ব্যাকরণ অনুযায়ী নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।

0
Updated: 13 hours ago
নিচের কোনটি উচ্চ-মধ্য সম্মুখ স্বরধ্বনি?
Created: 2 weeks ago
A
এ
B
আ্যা
C
উ
D
অ
বাংলা ভাষায় স্বরধ্বনিগুলোকে উচ্চারণের ধরণ অনুযায়ী বিভিন্নভাবে ভাগ করা হয়। এগুলো মূলত জিভের উচ্চতা, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তির ওপর নির্ভর করে নির্ধারিত হয়।
-
জিভের উচ্চতা অনুযায়ী
-
উচ্চ = ই, উ
-
উচ্চ-মধ্য = এ, ও
-
নিম্ন-মধ্য = আ্যা, অ
-
নিম্ন = আ
-
-
জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী
-
সম্মুখ = ই, এ, আ্যা
-
মধ্য = আ
-
পশ্চাৎ = উ, ও, অ
-
উৎস:

0
Updated: 2 weeks ago
'যথোচিত' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
যথাঃ + উচিত
B
যথঃ + উচিত
C
যথা + উচিত
D
যথো + উচিত
স্বরসন্ধি (Vowel Sandhi) – ও-ধ্বনিতে রূপান্তর
নিয়ম:
-
প্রথম পদের শেষের অ-ধ্বনি / আ-ধ্বনি এবং দ্বিতীয় পদের প্রথম হয়-উ ধ্বনি / দীর্ঘ-ঊ ধ্বনি একত্রিত হলে ও-ধ্বনি হয়।
-
বানানে, এটি ও-কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।
উদাহরণসমূহ:
-
অ + উ = ও
-
সর্ব + উচ্চ → সর্বোচ্চ
-
সূর্য + উদয় → সূর্যোদয়
-
দীর্ঘ + উচ্চারণ → দীর্ঘোচ্চারণ
-
প্রশ্ন + উত্তর → প্রশ্নোত্তর
-
-
অ + ঊ = ও
-
নব + ঊঢ়া → নবোঢ়া
-
সর্ব + ঊর্ধ্ব → সর্বোর্ধ্ব
-
-
আ + উ = ও
-
যথা + উচিত → যথোচিত
-
কথা + উপকথন → কথোপকথন
-
যথা + উপযুক্ত → যথোপযুক্ত
-
-
আ + ঊ = ও
-
গঙ্গা + ঊর্মি → গঙ্গোর্মি
-
মহা + ঊর্মি → মহোর্মি
-
মহা + ঊর্ধ্ব → মহোর্ধ্ব
-
সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
মৌলিক স্বরধ্বনি নয় কোনটি?
Created: 1 month ago
A
ঊ
B
এ
C
ই
D
ও
মৌলিক স্বরধ্বনি নয় – ঊ
মৌলিক স্বরধ্বনি
-
যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে।
-
বাংলা ভাষায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
এর মধ্যে
-
মৌলিক স্বরধ্বনি: ৭টি — [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
-
মৌলিক ব্যঞ্জনধ্বনি: ৩০টি

0
Updated: 1 month ago