শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
A
শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
B
শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
C
শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
D
শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
উত্তরের বিবরণ
প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান নির্ধারণের জন্য শব্দগুলোর বিশ্লেষণ নিম্নরূপ: প্রথমে তিনটি শব্দ - শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন - আলাদাভাবে দেখা হলো।
• শিরশ্ছেদ (বিশেষ্য)
-
সঠিক উচ্চারণ: শিরোশ্ছেদ
-
অর্থ: দেহ থেকে মাথা ছিন্নকরণ
• দরিদ্রতা (বিশেষ্য)
-
অর্থ: অসচ্ছলতা, নির্ধনতা ইত্যাদি
-
এই শব্দটির অন্য শুদ্ধরূপ: দারিদ্র্য
-
ব্যাখ্যা: 'দারিদ্র্য' শব্দটির সঙ্গে 'তা' প্রত্যয় যোগ করা সঠিক নয়, কারণ মূল শব্দেই ইতিমধ্যে একটি প্রত্যয় ('য') রয়েছে। তাই 'দরিদ্রতা' বানানটি ভুল।
• সমীচীন (বিশেষণ)
-
উৎস: সংস্কৃত
-
অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম
• উপসংহার: অপশন ক) তে প্রদত্ত সব শব্দের বানান শুদ্ধ।
• অপশন খ) তে 'দারিদ্র্য' শুদ্ধ হলেও অন্যান্য দুটি শব্দ অশুদ্ধ।
• অপশন গ) তে 'দরিদ্রতা' শুদ্ধ হলেও বাকি দুটি অশুদ্ধ।
• অপশন ঘ) তে 'দরিদ্রতা' ও 'সমীচীন' শুদ্ধ হলেও 'শিরশ্ছেদ' অশুদ্ধ।

0
Updated: 13 hours ago
নিচের কোন শব্দটি শুদ্ধ?
Created: 1 month ago
A
কৌতুহল
B
কৌতূহল
C
কাংখিত
D
শ্রদ্ধাঞ্জলী
কৌতুহল শব্দের শুদ্ধ রুপ কৌতূহল, কাংখিত শব্দের শুদ্ধরুপ কাঙ্ক্ষিত, শ্রদ্ধাঞ্চলী শব্দের শুদ্ধ রুপ শ্রদ্ধাঞ্জলি।

0
Updated: 1 month ago
নিচের কোনটি সঠিক বাক্য?
Created: 1 month ago
A
এ কথা প্রমাণ হয়েছে।
B
ঘটনা বর্ণিত হয়েছে।
C
বিধি লঙ্ঘন হয়েছে।
D
তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• অশুদ্ধ বাক্য- এ কথা প্রমাণ হয়েছে।
• শুদ্ধ বাক্য- এ কথা প্রমাণিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘন হয়েছে।
• শুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• শুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি প্রমিত?
Created: 1 month ago
A
কল্যাণীয়াষু
B
সাতাঁর
C
ব্যূৎপত্তি
D
সর্বাঙ্গীণ
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান = সর্বাঙ্গীণ।
-----------------------------------------
- শব্দের অর্থ,
- সর্বাঙ্গব্যাপী।
- পূর্ণাঙ্গ,
- সম্পূর্ণ।
অন্যদিকে,
’কল্যাণীয়াষু’ শব্দের শুদ্ধ বানান = ‘কল্যাণীয়াসু।
’সাতাঁর’ শব্দের শুদ্ধ বানান = সাঁতারু।
’ব্যূৎপত্তি’ শব্দের শুদ্ধ বানান = ব্যুৎপত্তি।

0
Updated: 1 month ago