স্বরান্ত অক্ষরকে কী বলে?
A
একাক্ষর
B
মুক্তাক্ষর
C
বদ্ধাক্ষর
D
যুক্তাক্ষর
উত্তরের বিবরণ
অক্ষর (Syllable) হলো বাগযন্ত্রের ক্ষুদ্রতম ধ্বনি বা শব্দাংশ, যা এক বা একাধিক বর্ণ নিয়ে গঠিত। এটি মূলত দুই ধরনের: মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর।
-
মুক্তাক্ষর:
-
যখন একটি অক্ষরে কেবল একটি বর্ণ থাকে, তখন তাকে মুক্তাক্ষর বলে।
-
অযুগ্ন বা মুক্ত স্বরান্ত ধ্বনিকে মুক্তাক্ষর বলা হয়। একে স্বরান্ত অক্ষরও বলা হয়।
-
যেমন: ‘ভালোবাসো যদি বলিবে না কেন?’ এখানে (ভা) (লো) (বা) (সো) (য) (দি) (ব) (লি) (বে) (না) (কে) (ন) এই সবগুলো (১২টি) মুক্তাক্ষর।
-
মুক্তাক্ষর সাধারণত U চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়।
-
মুক্তাক্ষর উচ্চারণের শেষে মুখ খোলা থাকে, ফলে অক্ষরকে প্রয়োজনমতো দীর্ঘ করা যায়।
-
যেমন: অপরিচিত।
-
-
বদ্ধাক্ষর:
-
ব্যঞ্জনধ্বনি বা অর্ধস্বরধ্বনির মাধ্যমে যে অক্ষরের সমাপ্তি ঘটে, তাকে বদ্ধাক্ষর বলা হয়।
-
বদ্ধ অর্থাৎ যুগ্মাস্বরান্ত বা ব্যঞ্জনান্ত ধ্বনিকে বদ্ধাক্ষর বলে।
-
যেমন: ‘সোম বার দিনরাত হরতাল’। এখানে (সোম্) (বার্) (দিন্) (রাত) (হর্) (তাল্) এই সবগুলো (৬টি) বদ্ধাক্ষর।
-
বদ্ধাক্ষর সাধারণত – চিহ্ন দিয়ে বোঝানো হয়।
-
0
Updated: 1 month ago
’ঈষৎ কম্পিত’-এর এক কথায় প্রকাশ কী?
Created: 2 months ago
A
আধুত
B
স্মিত
C
নীলাভ
D
ধূসর
’ঈষৎ কম্পিত’-এর এককথায় প্রকাশ = আধুত।
এছাড়াও,
- ’ঈষৎ কৃষ্ণ’-এর এককথায় প্রকাশ = কালচে।
- ’ঈষৎ পণ্ডুবর্ণ’-এর এককথায় প্রকাশ = ধূসর।
- ’ঈষৎ নীলবর্ণ’-এর এককথায় প্রকাশ = নীলাভ।
- ’ঈষৎ হাস্য’-এর এককথায় প্রকাশ = স্মিত।
- ’ঈশ্বর বিষয়ক’-এর এককথায় প্রকাশ = ঐশ্বরিক।
- ’ঈষৎ মধুর’-এর এককথায় প্রকাশ = আমধুর।
0
Updated: 2 months ago
'বঙ্গদর্শন' - পত্রিকার প্রথম সম্পাদক কে?
Created: 1 month ago
A
অক্ষয়কুমার দত্ত
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
জোশুয়া মার্শম্যান
D
দোম আন্তোনিও
‘বঙ্গদর্শন’ হলো একটি মাসিক সাহিত্যপত্রিকা, যা ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রথম প্রকাশিত হয়। এটি উনিশ শতকের বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ প্রভাব ফেলেছে, বিশেষত বাংলা গদ্যের গঠনে। পত্রিকাটি ১৮৭৬ পর্যন্ত মাত্র চার বছর প্রকাশিত হয়েছিল।
-
ভাষা ও বিষয়বস্তু:
-
খুব উন্নত মানের সাধু বাংলা
-
সাহিত্য, সমাজ, বিজ্ঞান, রাজনীতি, ধর্মতত্ত্ব ও দর্শন সম্পর্কিত প্রবন্ধ
-
বিভিন্ন উপন্যাস প্রকাশিত হতো
-
-
সম্পাদনা ও নেতৃত্ব:
-
প্রতিষ্ঠার পর থেকে ১৮৭৬ সালের এপ্রিল পর্যন্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন সম্পাদক ও প্রধান লেখক।
-
উল্লেখযোগ্য:
-
অক্ষয়কুমার দত্ত সম্পাদিত পত্রিকা: তত্ত্ববোধিনী
উৎস:
0
Updated: 1 month ago
’গোরা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 2 months ago
A
ঠাণ্ডা
B
চাপল
C
কালা
D
পাতলা
• ’গোরা’ শব্দের অর্থ- ফরসা, শ্বেতাঙ্গ।
- ’গোরা’ শব্দের বিপরীত শব্দ- ’কালা’।
অন্যদিকে,
- ’পাতলা’ শব্দের বিপরীত শব্দ- গাঢ়।
- ’ঠাণ্ডা’ শব্দের বিপরীত শব্দ- গরম।
- ’চাপল’ শব্দের বিপরীত শব্দ- গম্ভীর।
0
Updated: 2 months ago