A
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
B
আটলান্টিক ও ভূমধ্যসাগর
C
ভারত ও প্রশান্ত মহাসাগর
D
প্রশান্ত ও ভূমধ্যসাগর
উত্তরের বিবরণ
পানামা খাল: দুই মহাসাগরের সেতুবন্ধন
পানামা খাল হলো একটি কৃত্রিম জলপথ যা পৃথিবীর দুই বিশাল মহাসাগর—আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খালটি নির্মিত হয় ১৯১৪ সালে, এবং এর নির্মাণকাজ পরিচালনা করেছিলো যুক্তরাষ্ট্র।
প্রায় ৮৫ বছর ধরে যুক্তরাষ্ট্র এই খালের মালিকানায় ছিল। পরবর্তীতে, ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর এটি আনুষ্ঠানিকভাবে পানামা সরকারের কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববাণিজ্যে এশিয়া ও আমেরিকার মধ্যকার নৌপথে দ্রুত সংযোগ স্থাপন করার কারণে পানামা খাল আজও এক গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর হিসেবে বিবেচিত।
তথ্যসূত্র: Britannica

0
Updated: 1 week ago