আবু গারিব বলতে কি বোঝায়?
A
একজন বিখ্যাত দার্শনিক
B
একটি যাদুঘর
C
একটি জেলখানা
D
একজন বৈজ্ঞানিক
উত্তরের বিবরণ
আবু গারিব
আবু গারিব একটি প্রখ্যাত কারাগার, যা ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিম প্রান্তে অবস্থিত।
বৈশিষ্ট্য ও ইতিহাস
-
এই কারাগারটি সাদ্দাম হোসেনের শাসনামলে (১৯৭৯–২০০৩) ব্যাপকভাবে ব্যবহৃত হতো রাজনৈতিক বিরোধীদের আটক ও নির্যাতনের জন্য।
-
সে সময় এটি মানবাধিকার লঙ্ঘনের এক ভয়াবহ প্রতীক হিসেবে কুখ্যাতি অর্জন করে।
-
২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রবাহিনী ইরাকে অভিযান চালানোর পর আগস্ট মাসে আবু গারিব পুনরায় চালু করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
তথ্যসূত্র: Britannica
0
Updated: 3 months ago
ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন?
Created: 6 days ago
A
সিরিয়া
B
ইরাক
C
ইরাক ও সিরিয়া
D
আন্তর্জাতিক
২০১৪ সালের জুন মাসে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায় সৃষ্টি করে আইএস (ইসলামিক স্টেট)। সংগঠনটি নিজেদের খিলাফত প্রতিষ্ঠার দাবি করে এবং দ্রুত ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয়, যা পরবর্তীতে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে ওঠে।
-
২০১৪ সালের জুনে আইএস ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে খিলাফতের ঘোষণা দেয়।
-
তারা সিরিয়ার রাকা শহরকে রাজধানী ঘোষণা করে এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচালনা শুরু করে।
-
পাশাপাশি ইরাকের মসুল শহরকে দ্বিতীয় রাজধানী ঘোষণা করা হয়, যা তাদের দখলকৃত অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।
-
আইএসের উত্থান দ্রুতই আন্তর্জাতিক হুমকিতে পরিণত হয়, কারণ তারা সহিংসতা, জঙ্গিবাদ ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে পরিচিতি পায়।
-
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতৃত্বে ৭৯টি দেশ যৌথভাবে বিমান হামলা চালায়, যাতে আইএসের দখলকৃত এলাকা সংকুচিত হতে থাকে।
-
পাশাপাশি সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণেও আইএস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
-
ক্রমাগত সামরিক চাপে আইএসের শক্ত ঘাঁটি রাকা ও মসুল পতিত হয়, ফলে তাদের তথাকথিত খিলাফত ভেঙে যায়।
-
বর্তমানে সংগঠনটি প্রভাব হারিয়ে ছড়িয়ে থাকা ক্ষুদ্র সন্ত্রাসী নেটওয়ার্কে পরিণত হয়েছে, যদিও এর আদর্শিক প্রভাব কিছু অঞ্চলে এখনও অব্যাহত।
0
Updated: 6 days ago