সোডিয়ামের ভর সংখ্যা কত?
A
২৩
B
১২
C
২২
D
১১
উত্তরের বিবরণ
পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা হলো মৌল ও পরমাণুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা মৌলের ধর্ম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পারমাণবিক সংখ্যা (Atomic Number)
-
কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যা হলো সেই মৌলের পারমাণবিক সংখ্যা।
-
মৌলের ধর্ম নির্ভর করে পারমাণবিক সংখ্যার উপর, তাই পারমাণবিক সংখ্যা মৌলের মৌলিক ধর্ম (Fundamental Property)।
-
পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনসমূহ বিভিন্ন শক্তিস্তরে নিজস্ব কক্ষপথে অবস্থান করে।
-
পারমাণবিক সংখ্যা Z দ্বারা প্রকাশ করা হয়।
-
উদাহরণ:
-
হাইড্রোজেন (H) পরমাণুর নিউক্লিয়াসে ১টি প্রোটন → পারমাণবিক সংখ্যা = ১
-
কার্বন (C) পরমাণুর নিউক্লিয়াসে ৬টি প্রোটন → পারমাণবিক সংখ্যা = ৬
-
ভর সংখ্যা (Mass Number)
-
কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা হলো ভর সংখ্যা।
-
ইলেকট্রনের ভর প্রায় শূন্য ধরা হয়।
-
উদাহরণ:
-
সোডিয়াম (Na) পরমাণুতে প্রোটন = ১১, নিউট্রন = ১২ → ভর সংখ্যা = ২৩
-
0
Updated: 1 month ago
বর্তনীতে কত ধরনের রোধ ব্যবহার করা হয়?
Created: 1 month ago
A
এক
B
দুই
C
তিন
D
চার
রোধ (Resistance)
-
কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধাগ্রস্থ করার ক্ষমতাকে রোধ বলা হয়।
-
বর্তনীতে সাধারণত দুই প্রকার রোধ ব্যবহার করা হয়:
১. স্থির রোধ (Fixed Resistance):
-
যার মান নির্দিষ্ট এবং পরিবর্তন করা যায় না।
২. পরিবর্তনশীল রোধ (Variable Resistance):
-
যার মান প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যায়।
-
বর্তনীতে তড়িৎ প্রবাহ বা বিভব পরিবর্তনের জন্য পরিবর্তনশীল রোধ ব্যবহার করা হয়।
উৎস:
0
Updated: 1 month ago
পিভিসি পাইপ তৈরির জন্য কোন ধরনের মনোমার ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
ফিনাইল ক্লোরাইড
B
নাইলন
C
ইথিলিন
D
ভিনাইল ক্লোরাইড
পলিমার হলো আমাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত একধরনের পদার্থ, যা অনেক ছোট ছোট মনোমার অণু একত্রে যুক্ত হয়ে তৈরি হয়। পলিমার দিয়ে তৈরি বস্তু যেমন—পলিথিন ব্যাগ, পিভিসি পাইপ, সুইচ বোর্ড, কাপড় ও রাবার আমাদের জীবনকে সহজ করেছে।
পলিমার সম্পর্কিত তথ্য
-
পলিমার (Polymer) শব্দটি এসেছে গ্রিক শব্দ পলি (Poly) অর্থাৎ “অনেক” এবং মেরোস (Meros) অর্থাৎ “অংশ” থেকে।
-
ছোট ছোট মনোমার অণু পরপর যুক্ত হয়ে বড় আকারের অণু গঠন করলে সেটিকে পলিমার বলা হয়।
-
যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয় তাকে মনোমার (Monomer) বলে।
-
পলিথিন ব্যাগ হলো ইথিলিন নামক মনোমার থেকে তৈরি এক ধরনের পলিমার।
-
পিভিসি পাইপ (PVC) তৈরি হয় ভিনাইল ক্লোরাইড মনোমার থেকে।
-
সব পলিমার একক মনোমার থেকে তৈরি হয় না; একাধিক মনোমার থেকেও পলিমার তৈরি হতে পারে।
-
উদাহরণ: বৈদ্যুতিক সুইচ বোর্ডে ব্যবহৃত ব্যাকেলাইট, যা গঠিত হয় ফেনল ও ফরমালডিহাইড নামক দুটি মনোমার থেকে।
-
একইভাবে, মেলামাইনের থালা-বাসন হলো মেলামাইন রেজিন নামক পলিমার, যা মেলামাইন ও ফরমালডিহাইড নামের দুটি মনোমার থেকে তৈরি হয়।
প্রাকৃতিক পলিমার
-
পাট, সিল্ক, সুতি কাপড়, রাবার ইত্যাদি প্রকৃতিতে পাওয়া যায় এবং এগুলোই হলো প্রাকৃতিক পলিমার।
কৃত্রিম পলিমার
-
মেলামাইন, রেজিন, ব্যাকেলাইট, পিভিসি, পলিথিন প্রভৃতি প্রকৃতিতে পাওয়া যায় না; এগুলো শিল্পকারখানায় কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়।
0
Updated: 1 month ago
খনিজ পদার্থের মধ্যে ধাতব পদার্থের উদাহরণ কোনটি?
Created: 1 month ago
A
মাইকা
B
লোহা
C
কোয়ার্টজ
D
খনিজ লবণ
খনিজ পদার্থ হলো প্রকৃতিতে প্রাকৃতিকভাবে পাওয়া এমন পদার্থ যা নির্দিষ্ট রাসায়নিক গঠন ও ভৌত ধর্ম বহন করে।
খনিজ পদার্থ সম্পর্কিত তথ্য
-
এখন পর্যন্ত প্রকৃতিতে প্রায় ২৫০০ রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে।
-
খনিজ পদার্থ হতে পারে ধাতব বা অধাতব।
-
ধাতব খনিজ পদার্থ: লোহা (Fe), তামা (Cu), সোনা (Au), রূপা (Ag) ইত্যাদি।
-
অধাতব খনিজ পদার্থ: কোয়ার্টজ (Quartz), মাইকা (Mica), খনিজ লবণ ইত্যাদি।
-
কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোল ইত্যাদি জৈব খনিজ পদার্থ হিসেবে বিবেচিত।
0
Updated: 1 month ago