৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে?
A
৫০০ টাকা
B
৬০০ টাকা
C
৪৫০ টাকা
D
৬৫০ টাকা
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে?
সমাধান:
১০০ টাকায় ১ বছর বা ১২ মাসের সুদ ৬ টাকা
১ টাকায় ১ মাসের সুদ ৬/(১০০ × ১২) টাকা
∴ ১০০০০ টাকায় ৯ মাসের সুদ (৬ × ১০০০০ × ৯)/(১০০ × ১২) টাকা
= ৪৫০ টাকা

0
Updated: 1 month ago
What is the compound amount of Tk. 3200 for 2 years at a rate of interest 5% per annum?
Created: 1 month ago
A
Tk. 3500
B
Tk. 3528
C
Tk. 3640
D
Tk. 3568
Solution:
Given,
Principal, P = 3200
Rate, r = 5% = 5/100 = 1/20
Time, n = 2 years
We know,
A = P(1 + r)n
= 3200 × (1 + 1/20)2
= 3200 × (21/20)2
= (3200 × 21 × 21) / (20 × 20)
= (3200 × 441) / 400
= 1411200 / 400
= 3528
∴ The compound amount is Tk. 3528.

0
Updated: 1 month ago
A man paid tax on 12000 Taka at the rate of 20%. He paid the tax in 10 equal payments. what is the amount of each payment?
Created: 2 weeks ago
A
220 TK.
B
240 TK.
C
280 TK.
D
290 TK.
Question: A man paid tax on 12000 Taka at the rate of 20%. He paid the tax in 10 equal payments. what is the amount of each payment?
Solution:
100 টাকায় কর দেয় = 20 টাকা
∴ 1 টাকায় কর দেয় = 20/100 = 1/5 টাকা
∴ 12000 টাকায় কর দেয় (20× 12000)/100 = 2400 টাকা
∴ মোট কর = 2400 টাকা
10টি সমান কিস্তিতে পরিশোধ করে।
∴ প্রতি কিস্তিতে পরিশোধ = 2400/10 = 240 টাকা

0
Updated: 2 weeks ago
তুষার সাহেব ৭,২০০ টাকা বার্ষিক সরল মুনাফা হারে বিনিয়োগ করে। ৮ মাস পর মুনাফার পরিমাণ ৬০০ টাকা হলে, বার্ষিক সরল মুনাফার হার কত?
Created: 2 days ago
A
১০.৫০%
B
১৫%
C
১২.৫০%
D
৮.২৫%
প্রশ্ন: তুষার সাহেব ৭,২০০ টাকা বার্ষিক সরল মুনাফা হারে বিনিয়োগ করে। ৮ মাস পর মুনাফার পরিমাণ ৬০০ টাকা হলে, বার্ষিক সরল মুনাফার হার কত?
সমাধান:
আমরা জানি,
সরল সুদ, I = prn
⇒ ৬০০ = ৭২০০ × ৮/১২ × r
⇒ r = (১/৮) × ১০০%
⇒ r = ১০০/৮%
∴ r = ১২.৫০%

0
Updated: 2 days ago