পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
A
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
B
আটলান্টিক ও ভূমধ্যসাগর
C
ভারত ও প্রশান্ত মহাসাগর
D
প্রশান্ত ও ভূমধ্যসাগর
উত্তরের বিবরণ
পানামা খাল: দুই মহাসাগরের সেতুবন্ধন
পানামা খাল হলো একটি কৃত্রিম জলপথ যা পৃথিবীর দুই বিশাল মহাসাগর—আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খালটি নির্মিত হয় ১৯১৪ সালে, এবং এর নির্মাণকাজ পরিচালনা করেছিলো যুক্তরাষ্ট্র।
প্রায় ৮৫ বছর ধরে যুক্তরাষ্ট্র এই খালের মালিকানায় ছিল। পরবর্তীতে, ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর এটি আনুষ্ঠানিকভাবে পানামা সরকারের কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববাণিজ্যে এশিয়া ও আমেরিকার মধ্যকার নৌপথে দ্রুত সংযোগ স্থাপন করার কারণে পানামা খাল আজও এক গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর হিসেবে বিবেচিত।
তথ্যসূত্র: Britannica
0
Updated: 3 months ago
মরিশাস কোন মহাসাগরের অন্তর্ভুক্ত দ্বীপ?
Created: 1 month ago
A
আটলান্টিক মহাসাগর
B
ভারত মহাসাগর
C
উত্তর মহাসাগর
D
দক্ষিণ মহাসাগর
মরিশাস ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত একটি দ্বীপ।
আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জসমূহ:
-
আইসল্যান্ড, ফকল্যান্ড, জর্জিয়া, সেন্ট হেলেনস, বারমুডা (প্রবাল দ্বীপপুঞ্জ), ত্রিনিদাদ ও টোবাগো, কিউবা, বাহামা, জ্যামাইকা, হাইতি, কেপভার্দি, পুয়ের্তো রিকো, ম্যাডিরা (আগ্নেয়গিরি দ্বারা গঠিত দ্বীপ) ইত্যাদি।
ভারত মহাসাগরের দ্বীপসমূহ:
-
আন্দামান এবং নিকোবর, মাদাগাস্কার (পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ), মালদ্বীপ ও লাক্ষা (প্রবাল দ্বীপ), শ্রীলঙ্কা, মরিশাস, মৌরতানিয়া, ভিক্টেরিয়া।
0
Updated: 1 month ago
পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?
Created: 2 months ago
A
ভারত মহাসাগরে
B
আটলান্টিক মহাসাগরে
C
প্রশান্ত মহাসাগরে
D
উত্তর মহাসাগরে
মারিয়ানা ট্রেঞ্চ (Mariana Trench)
-
মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র স্থান।
-
এটি হাওয়াই দ্বীপপুঞ্জ এবং ফিলিপাইন দ্বীপপুঞ্জের মধ্যে প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
-
নামকরণ করা হয়েছে নিকটবর্তী মারিয়ানা দ্বীপ এবং তৎকালীন অস্ট্রিয়ার রানী মারিয়ানা অনুসারে।
-
১৮৭৫ সালে প্রথমবার এই ট্রেঞ্চের গভীরতা মাপা হয় ব্রিটিশ জরিপকারী জাহাজ HMS Challenger দ্বারা।
-
প্রথম মাপ অনুযায়ী গভীরতা ছিল ২৬,৮৫০ ফুট।
-
পরবর্তীতে আরও কয়েকবার মাপের পর, ২০১০ সালে সর্বোচ্চ গভীরতা হিসেবে ৩৬,০৭০ ফুট নির্ধারিত হয়।
-
এর সবচেয়ে গভীর অংশকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ (Challenger Deep)।
প্রশান্ত মহাসাগর (Pacific Ocean)
-
আয়তন ও গভীরতার দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর।
-
মোট আয়তন প্রায় ১৬,৮৭,২৩,০০০ বর্গকিলোমিটার।
-
এটি আমেরিকা মহাদেশ এবং এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে বিস্তৃত।
-
উত্তর থেকে আর্কটিক পর্যন্ত এবং দক্ষিণে অ্যান্টার্কটিক অঞ্চল পর্যন্ত প্রসারিত।
-
পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ (Great Barrier Reef) প্রশান্ত মহাসাগরে রয়েছে।
-
মহাসাগরটি পৃথিবীর পৃষ্ঠের প্রায় এক-তৃতীয়াংশ আচ্ছাদিত।
উৎস: World Atlas
0
Updated: 2 months ago
ভারত মহাসাগরের গভীরতম স্থান-
Created: 1 month ago
A
মারিয়ানা ট্রেঞ্চ
B
সুন্ডা ট্রেঞ্চ
C
কেপ ম্যাটাপন
D
পুয়ের্তো রিকো ট্রেঞ্চ
গভীরতম স্থানসমূহ মহাসাগর ও সাগরে
-
প্রশান্ত মহাসাগর: মারিয়ানা ট্রেঞ্চ
-
আটলান্টিক মহাসাগর: পুয়ের্তো রিকো ট্রেঞ্চ
-
ভারত মহাসাগর: সুন্ডা ট্রেঞ্চ
-
দক্ষিণ মহাসাগর: দক্ষিণ স্যান্ডউইচ ট্রেঞ্চ
-
উত্তর মহাসাগর: কেপ ম্যাটাপন
-
ভূমধ্যসাগর: অফ কেপ ম্যাটাপান
-
ক্যারিবিয়ান সাগর: অফ কেম্যান দ্বীপপুঞ্জ
0
Updated: 1 month ago