জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে-
A
শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল
B
সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
C
সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
D
দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড
উত্তরের বিবরণ
বাংলাদেশ সরকার ২০১২ সালে দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল (National Integrity Strategy of Bangladesh) প্রণয়ন করেছে। এই কৌশলটি সুশাসন নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান এবং অংশীদারদের ভূমিকা নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করে।
এছাড়া, এতে শুদ্ধাচার (integrity) বলতে নৈতিকতা এবং সততার দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতা বোঝানো হয়েছে।
-
২০১২ সালে বাংলাদেশের সরকার দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে।
-
কৌশলটি রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং অংশীদারদের ভূমিকা স্পষ্টভাবে বর্ণনা করে।
-
শুদ্ধাচার বলতে বোঝানো হয়েছে এমন আচরণ যা নৈতিকতা ও সততার দ্বারা প্রভাবিত।
0
Updated: 1 month ago
অধ্যাপক ডাইসির মতে, আইনের শাসনের কয়টি মৌলিক শর্ত রয়েছে?
Created: 1 month ago
A
একটি
B
দুইটি
C
তিনটি
D
চারটি
আইনের শাসন
-
অধ্যাপক ডাইসির মতে, আইনের শাসনের মৌলিক তিনটি শর্ত রয়েছে—
ক) আইনের দৃষ্টিতে সবাই সমান।
খ) আইনের আশ্রয় গ্রহণের সুযোগ বিদ্যমান থাকা।
গ) শুনানি গ্রহণ ছাড়া কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা। -
এই তিনটি শর্ত পূরণ হলেই বলা যায় যে, আইনের শাসন কার্যকর হয়েছে।
-
আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন—
-
ন্যায়পরায়ণ আচরণ,
-
নিপীড়নমুক্ত স্বাধীন পরিবেশ,
-
নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ।
-
0
Updated: 1 month ago
সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে -
Created: 2 months ago
A
সুসম্পর্ক গড়ে তোলে
B
আস্থার সম্পর্ক গড়ে তোলে
C
শান্তির সম্পর্ক গড়ে তোলে
D
কোনোটিই নয়
সুশাসন (Good Governance)
সুশাসন বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যা শাসক ও শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলে।
ম্যাককরনী (Mac’ Corney) এর মতে, “সুশাসন হলো রাষ্ট্র ও সুশীল সমাজ, সরকার ও জনগণ, শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ককে বোঝানো।”
সংক্ষেপে বলা যায়, প্রশাসনে যদি নিম্নলিখিত বিষয়গুলো কার্যকর থাকে, তবে সেই শাসনকে সুশাসন বলা যায়:
-
প্রশাসনের জবাবদিহিতা (Accountability)
-
প্রশাসনের বৈধতা (Legitimacy)
-
স্বচ্ছতা (Transparency)
-
জনগণের অংশগ্রহণের সুযোগ
-
বাকস্বাধীনতা ও সকল রাজনৈতিক স্বাধীনতার সুরক্ষা
-
বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন (Rule of Law)
-
আইনসভার নিকট শাসন বিভাগের দায়িত্বশীলতা
যে শাসন ব্যবস্থায় এ সব বৈশিষ্ট্য বজায় থাকে, সেটাই হলো সত্যিকার অর্থে সুশাসন।
উৎস: মো: মোজাম্মেল হক, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
0
Updated: 2 months ago
জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয়?
Created: 1 month ago
A
৩১ জানুয়ারি ২০০৩
B
৩১ অক্টোবর ২০০৬
C
৩১ অক্টোবর ২০০৩
D
২১ ফেব্রুয়ারি ২০০৮
৩১ অক্টোবর ২০০৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশন গৃহীত হয়, যা UNCAC নামে পরিচিত। অন্যান্য অপশনগুলো এই প্রসঙ্গে সঠিক নয়।
-
UNCAC এর পূর্ণরূপ হলো United Nations Convention Against Corruption।
-
এটি একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী বহুপাক্ষিক চুক্তি।
-
জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত তারিখ: ৩১ অক্টোবর ২০০৩।
-
কনভেনশনটি কার্যকর হয়: ১৪ ডিসেম্বর ২০০৫।
-
স্বাক্ষরস্থল: মেরিডা, মেক্সিকো।
-
বাংলাদেশ কনভেনশনটি স্বাক্ষর করে: ২০০৭ সালে।
0
Updated: 1 month ago