পিভিসি পাইপ তৈরির জন্য কোন ধরনের মনোমার ব্যবহৃত হয়?
A
ফিনাইল ক্লোরাইড
B
নাইলন
C
ইথিলিন
D
ভিনাইল ক্লোরাইড
উত্তরের বিবরণ
পলিমার হলো আমাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত একধরনের পদার্থ, যা অনেক ছোট ছোট মনোমার অণু একত্রে যুক্ত হয়ে তৈরি হয়। পলিমার দিয়ে তৈরি বস্তু যেমন—পলিথিন ব্যাগ, পিভিসি পাইপ, সুইচ বোর্ড, কাপড় ও রাবার আমাদের জীবনকে সহজ করেছে।
পলিমার সম্পর্কিত তথ্য
-
পলিমার (Polymer) শব্দটি এসেছে গ্রিক শব্দ পলি (Poly) অর্থাৎ “অনেক” এবং মেরোস (Meros) অর্থাৎ “অংশ” থেকে।
-
ছোট ছোট মনোমার অণু পরপর যুক্ত হয়ে বড় আকারের অণু গঠন করলে সেটিকে পলিমার বলা হয়।
-
যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয় তাকে মনোমার (Monomer) বলে।
-
পলিথিন ব্যাগ হলো ইথিলিন নামক মনোমার থেকে তৈরি এক ধরনের পলিমার।
-
পিভিসি পাইপ (PVC) তৈরি হয় ভিনাইল ক্লোরাইড মনোমার থেকে।
-
সব পলিমার একক মনোমার থেকে তৈরি হয় না; একাধিক মনোমার থেকেও পলিমার তৈরি হতে পারে।
-
উদাহরণ: বৈদ্যুতিক সুইচ বোর্ডে ব্যবহৃত ব্যাকেলাইট, যা গঠিত হয় ফেনল ও ফরমালডিহাইড নামক দুটি মনোমার থেকে।
-
একইভাবে, মেলামাইনের থালা-বাসন হলো মেলামাইন রেজিন নামক পলিমার, যা মেলামাইন ও ফরমালডিহাইড নামের দুটি মনোমার থেকে তৈরি হয়।
প্রাকৃতিক পলিমার
-
পাট, সিল্ক, সুতি কাপড়, রাবার ইত্যাদি প্রকৃতিতে পাওয়া যায় এবং এগুলোই হলো প্রাকৃতিক পলিমার।
কৃত্রিম পলিমার
-
মেলামাইন, রেজিন, ব্যাকেলাইট, পিভিসি, পলিথিন প্রভৃতি প্রকৃতিতে পাওয়া যায় না; এগুলো শিল্পকারখানায় কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়।

0
Updated: 14 hours ago
খনিজ পদার্থের মধ্যে ধাতব পদার্থের উদাহরণ কোনটি?
Created: 14 hours ago
A
মাইকা
B
লোহা
C
কোয়ার্টজ
D
খনিজ লবণ
খনিজ পদার্থ হলো প্রকৃতিতে প্রাকৃতিকভাবে পাওয়া এমন পদার্থ যা নির্দিষ্ট রাসায়নিক গঠন ও ভৌত ধর্ম বহন করে।
খনিজ পদার্থ সম্পর্কিত তথ্য
-
এখন পর্যন্ত প্রকৃতিতে প্রায় ২৫০০ রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে।
-
খনিজ পদার্থ হতে পারে ধাতব বা অধাতব।
-
ধাতব খনিজ পদার্থ: লোহা (Fe), তামা (Cu), সোনা (Au), রূপা (Ag) ইত্যাদি।
-
অধাতব খনিজ পদার্থ: কোয়ার্টজ (Quartz), মাইকা (Mica), খনিজ লবণ ইত্যাদি।
-
কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোল ইত্যাদি জৈব খনিজ পদার্থ হিসেবে বিবেচিত।

0
Updated: 14 hours ago
নিচের কোন অ্যালকোহলটি পানীয় হিসেবে পান করা যায়?
Created: 14 hours ago
A
এস্টার
B
মিথানল
C
প্রোপানল
D
ইথানল
মিথানল, মেথিলেটেড স্পিরিট ও ইথানল হলো অ্যালকোহল গোত্রের গুরুত্বপূর্ণ পদার্থ, যাদের উৎস, ব্যবহার ও বৈশিষ্ট্য আলাদা।
মিথানল (Methanol)
-
এটি সম্পৃক্ত মনোহাইড্রিক অ্যালকোহল গোত্রের প্রথম সদস্য।
-
প্রকৃতিতে মিথানল এস্টার হিসেবে পাওয়া যায়।
-
এক সময়ে কাঠের বিধ্বংসী পাতনের মাধ্যমে উৎপাদিত হতো, তাই একে উড স্পিরিট (Wood Spirit) বলা হতো।
মেথিলেটেড স্পিরিট (Methylated Spirit / Denatured Alcohol)
-
ইথানল একমাত্র অ্যালকোহল যা পানীয় হিসেবে গ্রহণযোগ্য, তবে অধিক পরিমাণে বিষক্রিয়া সৃষ্টি করে।
-
শিল্পে ব্যবহৃত ইথানল বা রেকটিফাইড স্পিরিটকে মানুষের পানযোগ্য না করার জন্য এতে ৪% মিথানল মিশানো হয়।
-
মিথানল মিশ্রিত এ ধরনের ইথানলকে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচারড অ্যালকোহল বলা হয়।
ইথানল (Ethanol)
-
এটি সম্পৃক্ত অ্যালকোহল গোত্রের দ্বিতীয় সদস্য এবং অ্যালকোহল হিসাবে বেশি পরিচিত।
-
বিভিন্ন কাঁচামালের ভিত্তিতে নানা পদ্ধতিতে উৎপন্ন হয়।
-
ফারমেন্টেশন বা গাঁজন পদ্ধতি দ্বারা শ্বেতসার বা চিটাগুড় থেকে ইথানল প্রস্তুত করা হয়।
ফারমেন্টেশন (Fermentation)
-
এটি হলো জটিল অণুবিশিষ্ট জৈব পদার্থকে এনজাইমের প্রভাবে সরল অণুবিশিষ্ট পদার্থে রূপান্তর করার প্রক্রিয়া।
-
উদাহরণ: শ্বেতসার থেকে ইথানল উৎপাদন।

0
Updated: 14 hours ago
চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে কী বলে?
Created: 3 weeks ago
A
প্রণকালচার
B
পিসিকালচার
C
মেরিকালচার
D
সেরিকালচার
আধুনিক চাষ পদ্ধতি:
- চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে বলে প্রণকালচার।
অন্যদিকে,
- মৌমাছি চাষ বিষয়ক করাকে এপিকালচার বলে।
- রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে সেরিকালচার।
- মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে বলে পিসিকালচার।
- উদ্যান বিষয়ক বিদ্যাকে বলে হর্টিকালচার।
- পাখি পালন বিষয়ক বিদ্যাকে বলে এভিকালচার।
- সামুদ্রিক মৎস্য পালন বিষয়ক বিদ্যাকে বলে মেরিকালচার।

0
Updated: 3 weeks ago