জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 

A

দিল্লি 

B

কায়রো 

C

বেলগ্রেড 

D

জাকার্তা

উত্তরের বিবরণ

img

জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)

জোট নিরপেক্ষ আন্দোলন, সংক্ষেপে NAM (Non-Aligned Movement), একটি আন্তর্জাতিক সংগঠন যা মূলত উন্নয়নশীল ও তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ ও ন্যায্য আকাঙ্ক্ষা রক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব যখন দুটি প্রধান শক্তিশালী জোটে বিভক্ত হয়ে পড়ে—একদিকে পুঁজিবাদী দেশগুলোর ন্যাটো এবং অন্যদিকে সমাজতান্ত্রিক দেশগুলোর ওয়ারশ জোট—তখন নিরপেক্ষ অবস্থানে থাকা কিছু দেশ এই নতুন আন্দোলনের সূচনা করে।

প্রতিষ্ঠা ও ঐতিহাসিক প্রেক্ষাপট

এই আন্দোলনের ধারণার বীজ বপিত হয় ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুংয়ে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে।

এরপর ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে NAM আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই সম্মেলনেই জোট নিরপেক্ষ আন্দোলন একটি সুসংগঠিত রূপ পায়।

প্রাথমিক উদ্যোক্তারা

NAM-এর ভিত্তি স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন বিশ্বের পাঁচ বিশিষ্ট রাষ্ট্রনেতা:

  1. ড. আহমদ সুকর্ণ – ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি

  2. জওহরলাল নেহরু – ভারতের প্রথম প্রধানমন্ত্রী

  3. মার্শাল জোসিপ ব্রজ টিটো – যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট

  4. জামাল আবদুল নাসের – মিসরের দ্বিতীয় প্রেসিডেন্ট

  5. ড. কাওয়ামে ন্ক্রুমা – ঘানার রাষ্ট্রপতি

সাম্প্রতিক ও অতীত সম্মেলন:

  • প্রথম শীর্ষ সম্মেলন: ১৯৬১ সালে বেলগ্রেডে

  • দ্বিতীয় সম্মেলন: ১৯৬৪ সালে মিসরের কায়রোতে

  • সর্বশেষ (১৯তম) সম্মেলন: ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়েছে

সংগঠন সম্পর্কে আরও কিছু তথ্য

  • প্রতিষ্ঠার তারিখ: ১ সেপ্টেম্বর, ১৯৬১

  • বর্তমান সদস্যসংখ্যা: ১২১টি দেশ

  • বর্তমান চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ

NAM আজও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, বিশেষত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ঐক্য ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখার ক্ষেত্রে।


Unfavorite

0

Updated: 3 months ago

Related MCQ

জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)-এর আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে? 

Created: 3 months ago

A

দিল্লী 

B

ডারবান 

C

ঢাকা 

D

জাকার্তা

Unfavorite

0

Updated: 3 months ago

ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত সমাধানের জন্য সম্প্রতি জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? [সেপ্টেম্বর, ২০২৫]


Created: 1 month ago

A

জেনেভা


B

প্যারিস


C

নিউইয়র্ক


D

লন্ডন


Unfavorite

0

Updated: 1 month ago

ডিসেম্বর-২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমোঝতা স্মারক স্বাক্ষরিত হয়?

Created: 1 month ago

A

৩ টি

B

৫ টি

C

৭ টি

D

৯ টি

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD