The Vision of Judgement, written by Byron, is considered a/an –
A
Satirical poem
B
Epic
C
Play
D
Elegy
উত্তরের বিবরণ
The Vision of Judgement একটি ব্যঙ্গাত্মক কবিতা যা লর্ড বায়রন রচনা করেছেন, যেখানে তিনি ইংরেজি সাহিত্য ও ধর্মীয় তত্ত্বের প্রতি বিদ্রুপমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। এই কবিতায় বিচার ও ধর্মীয় ধ্যান-ধারার প্রতি ব্যঙ্গ ফুটে উঠেছে, বিশেষ করে স্যামুয়েল জনসনের মূল The Vision of Judgment কাব্যের প্রতিক্রিয়া হিসেবে। আঙ্গিকগতভাবে এটি সম্পূর্ণভাবে satirical এবং সমালোচনামূলক, যা লর্ড বায়রনের রসবোধ ও সমাজ-ধর্ম সমালোচনার প্রতিফলন ঘটায়। এটি কোনও মহাকাব্য, নাটক বা শোককাব্য নয়।
-
The Vision of Judgement:
-
এটি Lord Byron রচিত।
-
এটি একটি satirical poem।
-
কবিতায় আকাশে সংঘটিত এক বিতর্কের বর্ণনা রয়েছে, যেখানে জর্জ III-এর আত্মার ভাগ্য নিয়ে আলোচনা হয়।
-
-
Lord Byron:
-
পুরো নাম: George Gordon Byron।
-
তিনি একজন British Romantic poet এবং satirist।
-
তার কবিতা এবং ব্যক্তিত্ব ইউরোপীয় কল্পনাশক্তি এবং সাহিত্যিক চেতনার উপর গভীর প্রভাব ফেলেছিল।
-
-
Notable Works:
-
Beppo
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
Giaour
-
Lara
-
Manfred
-
0
Updated: 1 month ago
The Vision of Judgement is a poem written by:
Created: 1 month ago
A
John Keats
B
Samuel Taylor Coleridge
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
“The Vision of Judgment” হলো Lord Byron রচিত একটি ব্যঙ্গাত্মক কবিতা, যেখানে কবি ধর্ম, নৈতিকতা এবং রাজনীতির জটিল সম্পর্ককে বিদ্রূপাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছেন। এটি মূলত রাজা এবং তার মৃত্যুর পর বিচারপ্রক্রিয়া নিয়ে লেখা হলেও, এর মাধ্যমে Byron সমকালীন সমাজব্যবস্থা ও রাজনৈতিক ভণ্ডামিকে তীব্রভাবে সমালোচনা করেছেন। তাঁর স্বভাবজাত ব্যঙ্গরস ও কৌতুকপূর্ণ ভাষা কবিতাটিকে একইসঙ্গে হাস্যরসাত্মক ও চিন্তাপ্রবণ করে তুলেছে।
• The Vision of Judgment:
-
এই কবিতাটি Lord Byron রচিত একটি satirical poem।
-
এটি ছিল Poet Laureate Robert Southey-এর লেখা “A Vision of Judgement” কবিতার প্রত্যুত্তরস্বরূপ রচনা।
-
Byron এখানে irony, hyperbole, এবং sarcasm-এর ব্যবহার করে তৎকালীন রাজতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক দ্বিচারিতাকে ব্যঙ্গ করেছেন।
-
কবিতায় তিনি কেবল রাজার পরজীবনের বিচারকেই তুলে ধরেননি, বরং সেই সময়ের রাজনৈতিক ও নৈতিক অবক্ষয়কেও প্রকাশ করেছেন।
-
এটি Byron-এর সেই স্বতন্ত্র ব্যঙ্গাত্মক শৈলীর এক উৎকৃষ্ট নিদর্শন, যা পাঠককে একইসঙ্গে হাসায় ও ভাবায়।
• Lord Byron (1788–1824):
-
পূর্ণ নাম George Gordon Byron।
-
তিনি ছিলেন একজন British Romantic poet এবং Satirist।
-
Byron ছিলেন Romantic Movement-এর অন্যতম প্রধান কবি, যিনি তাঁর বিদ্রোহী মনোভাব, তীক্ষ্ণ ব্যঙ্গ, এবং আবেগময় শৈলীর জন্য প্রসিদ্ধ।
• Byron-এর উল্লেখযোগ্য রচনাসমূহ:
Poetry:
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
English Bards and Scotch Reviewers
-
Hours of Idleness
-
Heaven and Earth
Poem:
-
She Walks in Beauty
-
The Vision of Judgment
সঠিক উত্তর: গ) Lord Byron
0
Updated: 1 month ago
"Don Juan" is written by -
Created: 2 months ago
A
Lord Byron
B
P.B. Shelley
C
S.T. Coleridge
D
William Wordsworth
• Don Juan
-
This poem is taken from Lord Byron’s Don Juan.
• Don Juan
-
Lord Byron, a prominent Romantic poet and satirist, wrote Don Juan as a satire in the form of a picaresque verse tale.
-
The poem revolves around the central character Don Juan, whose name also titles the work.
-
Donna Julia is introduced as Don Juan’s mother’s friend and later becomes involved with him in a tragic love affair.
-
The poem explores themes of love, passion, and the consequences of human actions through dramatic episodes.
• Important Characters
-
Don Juan
-
Donna Inez
-
Donna Julia
-
Don Alfonso, etc.
• Famous Quotes
-
"Sweet is revenge — especially to women."
-
"Pleasure's a sin, and sometimes sin's a pleasure."
-
"Man's love is of man's life a thing apart, 'Tis woman's whole existence."
• Lord Byron (George Gordon Byron, 1788–1824)
-
A British Romantic poet and satirist.
-
In 1798, at age 10, he inherited the title from his great-uncle William Byron, becoming Lord Byron.
• Notable Works
-
Beppo
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
English Bards and Scotch Reviewers
-
Giaour
-
Hours of Idleness
-
Lara
-
Manfred
-
Sardanapalus
-
The Bride of Abydos
-
The Corsair
-
The Prisoner of Chillon
-
The Two Foscari, etc.
Source: Britannica, Live MCQ Lecture
0
Updated: 2 months ago
Childe Harold's Pilgrimage was written by -
Created: 1 month ago
A
William Blake
B
John Keats
C
Jane Austen
D
Lord Byron
Childe Harold’s Pilgrimage ও Lord Byron
-
Childe Harold's Pilgrimage হলো Lord Byron-এর autobiographical poem।
-
এটি একটি দীর্ঘ narrative poem, যা মোট চারটি Canto-তে প্রকাশিত হয়।
-
Harold-এর চরিত্রে মূলত Lord Byron-এর নিজের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।
-
এই কবিতার মাধ্যমে Lord Byron-এর কবি খ্যাতি ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ে।
Lord Byron (1788–1824):
-
British Romantic Poet এবং Satirist।
-
তার কবিতা ও ব্যক্তিত্ব ইউরোপের সাহিত্য জগৎকে প্রভাবিত করেছে।
-
বিতর্কিত ব্যক্তিত্বের জন্য পরিচিত, বিশেষ করে illegal love affairs-এর কারণে।
-
প্রধান সৃষ্টিঃ Don Juan (1824), যা একটি Epic Satire।
-
উপাধিঃ Rebel Poet।
-
মৃত্যুস্থানঃ Greece।
Lord Byron-এর উল্লেখযোগ্য রচনা:
-
Poems: The Vision of Judgment (1822), Childe Harold’s Pilgrimage, Hours of Idleness, Lara, English Bards and Scotch Reviewers, Giaour, Manfred, Sardanapalus, The Bride of Abydos, The Two Foscari, The Corsair, Robert Southee.
0
Updated: 1 month ago