Which historical event is central to the Parisian setting in A Tale of Two Cities?
A
The English Civil War
B
The American Revolution
C
The French Revolution
D
The Napoleonic Wars
উত্তরের বিবরণ
“A Tale of Two Cities”-এর প্যারিসীয় সেটিং-এর কেন্দ্রীয় ঐতিহাসিক ঘটনা হলো ফরাসি বিপ্লব (The French Revolution)। কাহিনীটি মূলত ১৭৮০ ও ১৭৯০-এর দশকে ফ্রান্স ও ইংল্যান্ডে সংঘটিত সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে গড়ে উঠেছে। গল্পে দেখা যায়, ধনী অভিজাত শ্রেণি ও সাধারণ মানুষের মধ্যে চরম বৈষম্য, দারিদ্র্য ও শোষণ বিদ্রোহের জন্ম দেয়। ফরাসি জনগণ ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে, যার ফলশ্রুতিতে দাসত্বের অবসান, রাজতন্ত্রের পতন এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার উত্থান ঘটে। বিশেষ করে প্যারিসে ঘটে যাওয়া ঘটনাবলি—গুইলোটিনের ব্যবহার, তীব্র সামাজিক অস্থিরতা, এবং রাজনৈতিক উত্থান-পতন—উপন্যাসের আবহ, চরিত্র ও কাহিনীর গতিপথকে গভীরভাবে প্রভাবিত করে। তাই এই উপন্যাসে ফরাসি বিপ্লবই মূল ঐতিহাসিক প্রেক্ষাপট। সঠিক উত্তর: গ) The French Revolution।
বিস্তারিত আলোচনা
A Tale of Two Cities
-
এটি Charles Dickens রচিত একটি উপন্যাস।
-
কাহিনী আবর্তিত হয়েছে লন্ডন ও প্যারিসকে কেন্দ্র করে।
-
ফরাসি বিপ্লবকে ঘিরেই উপন্যাসের প্রধান প্রেক্ষাপট গড়ে উঠেছে।
-
উপন্যাসের শুরুতে দেখা যায়, Lucie Manette বিস্মিত হয়ে জানতে পারে তার বাবা Doctor Alexandre Manette এখনও জীবিত আছেন।
-
অত্যাচারী জমিদারের ষড়যন্ত্রে নির্দোষ ডাক্তার মানেটকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়, যেখানে তিনি বাধ্য হয়ে মুচির কাজ শিখে নেন।
-
পরে তার মেয়ে Lucie তাকে কারাগার থেকে উদ্ধার করে লন্ডনে নিয়ে আসেন।
-
যাত্রাপথে তাদের পরিচয় হয় Charles Darnay-এর সঙ্গে, যিনি অভিজাত পরিবারের হলেও তার পরিবারের অপরাধের কারণে অনুশোচনায় ভুগছিলেন।
-
পাশাপাশি উপন্যাসে দেখা যায় Sydney Carton নামক এক হতাশ আইনজীবী, যিনি Lucie-র প্রেমে পড়েন এবং শেষ পর্যন্ত তার জন্য আত্মত্যাগ করেন।
-
উপন্যাসের প্রধান চরিত্রগুলি হলো: Charles Darnay (একজন ফরাসি অভিজাত) এবং Sydney Carton (একজন ইংরেজ আইনজীবী)।
Charles Dickens (৭ ফেব্রুয়ারি, ১৮১২ – ৯ জুন, ১৮৭০)
-
পুরো নাম Charles John Huffam Dickens।
-
তিনি ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে খ্যাত।
-
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন।
-
তাঁর রচনায় সাধারণ মানুষের জীবনযন্ত্রণা, দারিদ্র্য, সমাজের বৈষম্য এবং নৈতিক শিক্ষা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
Notable Works (Novels):
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
0
Updated: 1 month ago
Who wrote the two famous novels, ‘David Copperfield’ and ‘The Tale of two Cities’?
Created: 3 months ago
A
Thomas Hardy
B
Jane Austen
C
George Eliot
D
Charles Dickens
Victorian Age (1832-1900)-এর অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান ঔপন্যাসিক Charles Dickens (1812-1870)। তাঁকে বলা হয় the greatest novelist in the victorian period I Charles Dickens রচিত বিখ্যাত কয়েকটি উপন্যাসের নাম নিম্নরূপ: • David Copperfield • A Christmas Carol • Our Mutual Friend • The Bleak House • Hard Times • Great Expectations • The Pickwick Papers • The Old Curiosity Shop • A Tale of Two Cities • The Battle of Life • The Mystery of Edwin Drood • The Adventures of Oliver Twist
0
Updated: 3 months ago
Who pays Pip’s debts?
Created: 2 months ago
A
Estella
B
Magwitch
C
Joe
D
Jaggers
বাংলা ব্যাখ্যা: Pip যখন অসুস্থ হয়ে পড়ে ও ঋণগ্রস্ত হয়, তখন Joe নিঃশব্দে সব ঋণ শোধ করে। এটি Joe-এর নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। Dickens বোঝান—আসল ভদ্রতা ত্যাগের মধ্যেই নিহিত।
0
Updated: 2 months ago
Which two cities are referred to in the title A Tale of Two Cities?
Created: 2 months ago
A
London and Paris
B
Paris and Berlin
C
London and Rome
D
Paris and Vienna
A Tale of Two Cities হলো Charles Dickens রচিত একটি উপন্যাস, যা মূলত London এবং Paris-এর প্রেক্ষাপটে ফরাসি বিপ্লবের সময়কার ঘটনা তুলে ধরে। গল্পের কেন্দ্রে রয়েছে Doctor Alexandre Manette এবং তার পরিবার, যাদের জীবন বিপ্লবের ঘূর্ণিঝড়ে মোড়া।
-
কাহিনীর সূচনা: Lucie Manette বিস্ময়ে ফেটে পড়েন যখন জানতে পারেন যে তার বাবা Doctor Alexandre Manette জীবিত আছেন।
-
Doctor Manette অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে নির্দোষ জেল খাটেন, এবং জেলবন্দী অবস্থায় তিনি মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হয়ে বাবা সম্পর্কে জানতে পেরে তাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে তাদের পরিচয় হয় Charles Darnay-এর সঙ্গে, যিনি ফরাসি রাজপরিবারের সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চায়।
-
গল্পে পরবর্তীতে Sydney Carton, একজন হতাশ ইংরেজ আইনজীবী এবং পারিবারিক বন্ধু, Lucie Manette-এর প্রতি প্রেম অনুভব করেন।
-
প্রধান চরিত্র: Charles Darnay (ফরাসি অভিজাত) এবং Sydney Carton (ইংরেজ আইনজীবী)।
Charles Dickens (Charles John Huffam Dickens):
-
তিনি একজন ব্রিটিশ novelist এবং Victorian era-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে বিবেচিত।
-
তার ছদ্মনাম ছিল Boz।
প্রসিদ্ধ উপন্যাসসমূহ:
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
উৎস:
0
Updated: 2 months ago