Ozymandias, a sonnet about the ruins of a statue, was authored by:
A
Percy Bysshe Shelley
B
Samuel Taylor Coleridge
C
Robert Browning
D
Alfred Lord Tennyson
উত্তরের বিবরণ
“Ozymandias” একটি বিখ্যাত সনেট, যেখানে ভগ্নপ্রায় এক প্রতিমার মাধ্যমে মানুষের অহংকার ও ক্ষমতার ক্ষণস্থায়িত্ব প্রকাশ পেয়েছে। কবিতায় দেখা যায়, এক ভাস্কর তার শাসকের শক্তি ও মহিমার প্রশংসা করলেও আজ সেই মহিমা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে রাজত্ব, ক্ষমতা কিংবা অহংকার চিরস্থায়ী নয়; সময় সবকিছুকে ভেঙে দেয়। কবিতাটি মানুষের অহংকার বনাম প্রাকৃতিক ও ঐতিহাসিক শক্তির এক গভীর প্রতীকী রূপক হিসেবে দাঁড়িয়েছে। এই সনেটটি রচনা করেছিলেন ইংরেজি রোমান্টিক কবি Percy Bysshe Shelley। তাই সঠিক উত্তর হলো – ক) Percy Bysshe Shelley।
বিস্তারিত আলোচনা
Ozymandias
-
এটি Percy Bysshe Shelley রচিত একটি কবিতা।
-
এটি একটি Sonnet।
-
প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
Ozymandias আসলে ফারাও রামসেস II-এর গ্রীক নাম।
-
কবিতার প্রধান শিক্ষা হলো, ক্ষমতা ও অহংকার ক্ষণস্থায়ী।
-
যত শক্তিশালী ও ক্ষমতাবান শাসকই হোক না কেন, তার আধিপত্য সময়ের সাথে ধ্বংস হয়ে যায়।
P. B. Shelley
-
তিনি একজন ইংরেজি রোমান্টিক কবি।
-
তাঁর রচনায় ব্যক্তিগত প্রেম, স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও মানবমুক্তির প্রতি গভীর আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।
-
Shelley-র কবিতা ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্য হিসেবে স্বীকৃত।
Best Works
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci

0
Updated: 14 hours ago
What instrument does Shelley want to become in Canto V?
Created: 1 month ago
A
A flute
B
A lyre
C
A trumpet
D
A harp
Shelley পশ্চিম বাতাসকে বলেন, “Make me thy lyre, even as the forest is”। বনভূমি যেমন বাতাসের বাদ্যযন্ত্র হয়, তেমনি তিনি চান বাতাস তার মনকেও বাদ্যযন্ত্রে রূপ দিক। Lyre এখানে কবির কণ্ঠ ও সৃষ্টিশীলতার প্রতীক।

1
Updated: 1 month ago
Which element is associated with the West Wind in Shelley’s poem?
Created: 1 month ago
A
Air
B
Water
C
Fire
D
Earth

0
Updated: 1 month ago
What flaw does Shelley find in human songs?
Created: 1 month ago
A
They are too loud
B
They contain hidden want
C
They are unnatural
D
They lack rhythm
Shelley বলেন, মানুষের গান যতই সুন্দর হোক না কেন, তাতে সবসময় একটা “hidden want” বা অদৃশ্য অভাব থেকে যায়। মানুষের আনন্দ সবসময় দুঃখের সঙ্গে মিশে থাকে। কিন্তু Skylark-এর গানে কোনো অভাব বা দুঃখ নেই।

0
Updated: 1 month ago