William Blake was both a poet and a:
A
philosopher
B
musician
C
sculptor
D
painter
উত্তরের বিবরণ
William Blake ছিলেন একাধারে কবি এবং চিত্রশিল্পী। তাঁর কল্পনাশক্তি, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীলতার জন্য তিনি বিশ্বসাহিত্যে ও শিল্পকলায় বিশেষভাবে খ্যাতি অর্জন করেছেন। ব্লেকের কবিতায় যেমন রহস্যময়তা, আধ্যাত্মিকতা ও প্রতীকবাদের ব্যবহার দেখা যায়, তেমনি তাঁর আঁকা চিত্রগুলোতেও গভীর কল্পনার প্রকাশ ঘটে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, তিনি তাঁর কবিতাগুলো নিজ হাতে অঙ্কিত ছবির মাধ্যমে প্রকাশ করতেন, যাকে “illuminated printing” বলা হয়। এর ফলে তাঁর সাহিত্যকর্ম ও শিল্পকর্ম মিলে এক অনন্য রূপ পেয়েছিল। তাই বলা যায়, তিনি শুধু কবিই নন, বরং একজন প্রতিভাবান চিত্রশিল্পীও ছিলেন। সঠিক উত্তর: ঘ) painter।
William Blake সম্পর্কে বিস্তারিত তথ্য:
-
তিনি ছিলেন একজন ইংরেজ খোদাইকর্মী, শিল্পী, কবি এবং দর্শনীয় চিন্তাবিদ।
-
তাঁর পরিচয় একাধারে engraver, artist, poet এবং author।
-
তিনি Songs of Innocence (১৭৮৯) এবং Songs of Experience (১৭৯৪)-এ প্রকাশিত অসাধারণ গীতিকবিতার জন্য সর্বাধিক পরিচিত।
-
পাশাপাশি তিনি জটিল ও গভীর ভাবসম্পন্ন “ভবিষ্যদ্বাণীমূলক রচনা”র জন্যও খ্যাতি লাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
A Vision of the Last Judgment
-
Auguries of Innocence
-
Jerusalem: The Emanation of the Giant Albion
-
London
-
Milton
-
Songs of Experience
-
Songs of Innocence
-
The Everlasting Gospel
-
The First Book of Urizen
-
The Tyger
-
Vala or The Four Zoas
-
Visions of the Daughters of Albion

0
Updated: 14 hours ago
Who wrote the poem 'London'?
Created: 2 weeks ago
A
W.B. Yeats
B
P.B. Shelley
C
William Wordsworth
D
William Blake
London কবিতাটি William Blake-এর রচিত একটি গুরুত্বপূর্ণ Poem, যা সম্ভবত 1789 থেকে 1792 সালের মধ্যে রচিত হয়েছে এবং তাঁর কবিতা সংকলন 'Songs of Experience'-এ অন্তর্ভুক্ত হয়েছে। কবিতার মাধ্যমে Blake লন্ডন শহরের একটি কল্পিত চিত্র ফুটিয়ে তুলেছেন, যেখানে তিনি শহরের রাস্তায় হেঁটে চলেছেন এবং পাঠকদের সামনে লন্ডনকে একটি নিপীড়িত ও দরিদ্র শহর হিসাবে উপস্থাপন করেছেন। এটি আংশিকভাবে শিল্প বিপ্লবের বিরোধী প্রতিক্রিয়া এবং সমাজ গঠনে মানবজাতির ব্যর্থতার তীব্র সমালোচনা তুলে ধরে।
-
লেখক: William Blake, একজন ইংরেজি কবি এবং চিত্রশিল্পী।
-
জন্ম এবং মৃত্যু লন্ডনে।
-
Romantic যুগের কবিদের মধ্যে Blake ছিলেন কবিও, চিত্রশিল্পীও।
প্রধান কাজসমূহ (Poetry):
-
Songs of Innocence
-
Songs of Experience
-
The Schoolboy
-
The French Revolution
-
A Vision of the Last Judgment
-
Auguries of Innocence
-
Jerusalem: The Emanation of the Giant Albion
-
London
-
Milton
-
The Everlasting Gospel
-
The First Book of Urizen
-
The Tyger
-
Vala or The Four Zoas
-
Visions of the Daughters of Albion
উল্লেখ্য, William Wordsworth এবং William Blake উভয়েরই 'London' নামে কবিতা রয়েছে। তবে Wordsworth-এর কবিতা প্রকাশিত হয়েছে 1802 সালে এবং তার নাম London 1802, যেখানে দুটো কবিতার বিষয়বস্তু প্রায় একই।
Source:

0
Updated: 2 weeks ago
___ was both a poet and a painter.
Created: 1 month ago
A
John Keats
B
Spenser
C
William Blake
D
John Donne
William Blake ছিলেন একাধারে কবি (Poet), যাজক (Priest) ও চিত্রকর (Painter)। তাঁকে কখনও স্বপ্নচারী কবি (Visionary Poet), কখনও বাইবেলের কবি (Poet of Bible) বলা হয়। তিনি ছিলেন রোমান্টিসিজম এর অগ্রদূত (The Precursor of Romanticism)। অনেক ইতিহাসবিদ তাকে রোমান্টিক যুগের লেখক বলেও আখ্যায়িত করে থাকেন। তাঁর বিখ্যাত সাহিত্যকর্মসমূহ নিম্নরূপ-
Poems: 1. Songs of Innocence 3. Vala, or The Four Zoas 2. Songs of Experience 4. Milton: A poem
Famous Book: Marriage of Hell and Heaven

0
Updated: 1 month ago
"The music in my heart I bore,
Long after it was heard no more."
- Who quoted it?
Created: 2 weeks ago
A
T.S. Eliot
B
W.B. Yeats
C
William Wordsworth
D
Dylan Thomas
"The music in my heart I bore, Long after it was heard no more." এই উক্তিটি William Wordsworth-এর বিখ্যাত কবিতা 'The Solitary Reaper' থেকে নেওয়া।
The Solitary Reaper:
-
রচয়িতা: William Wordsworth
-
প্রকাশিত: ১৮০৭ সালে
-
কবিতার দৃশ্যে দেখা যায় একটি তরুণী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীণ ও পাহাড়ী এলাকায় একাকী ফসল কেটে কাজ করছে।
-
কাজের পাশাপাশি সে দুঃখময় গান গুনগুনিয়ে গাইছে।
-
'The Solitary Reaper' এর বাংলা অর্থ একাকী শস্যচ্ছেদক (যে ফসল কাটে)।
কবিতার একটি অংশ:
-
"Whate'er the theme, the Maiden sang
As if her song could have no ending;
I saw her singing at her work,
And o'er the sickle bending;—
I listened, motionless and still;
And, as I mounted up the hill,
The music in my heart I bore,
Long after it was heard no more."
William Wordsworth:
-
রোমান্টিক যুগের একজন প্রখ্যাত কবি।
-
পরিচিতি: ‘Poet of Nature’
-
বিখ্যাত কবিতা: The Solitary Reaper
অন্যান্য উল্লেখযোগ্য কবিতাসমূহ:
-
Daffodils
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
Lucy
Source:

0
Updated: 2 weeks ago