If y = √8 + √7, then what is the value of y3 + (1/y3)?
A
116√2
B
81√2
C
64√3
D
34√2
উত্তরের বিবরণ
Solution:
দেওয়া আছে,
y = √8 + √7
⇒ 1/y = 1/(√8 + √7)
⇒ 1/y = (√8 - √7)/(√8 + √7)(√8 - √7)
⇒ 1/y = (√8 - √7)/{(√8)2 - (√7)2}
⇒ 1/y = (√8 - √7)/(8 - 7)
∴ 1/y = √8 - √7
দেওয়া আছে,
y = √8 + √7
⇒ 1/y = 1/(√8 + √7)
⇒ 1/y = (√8 - √7)/(√8 + √7)(√8 - √7)
⇒ 1/y = (√8 - √7)/{(√8)2 - (√7)2}
⇒ 1/y = (√8 - √7)/(8 - 7)
∴ 1/y = √8 - √7
এখন, y + 1/y = (√8 + √7) + (√8 - √7)
= 2√8 = 2 × 2√2 = 4√2
এখন,
y3 + (1/y3)
= (y + 1/y)3 - 3(y)(1/y)(y + 1/y)
= (y + 1/y)3 - 3(y + 1/y)
= (4√2)3 - 3(4√2)
= (43)(√2)3 - 12√2
= 64(2√2) - 12√2
= 128√2 - 12√2
= 116√2
সুতরাং, নির্ণেয় মান হলো 116√2

0
Updated: 15 hours ago
P সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 127 হলে, P সেটের উপাদান সংখ্যা কত?
Created: 1 week ago
A
9
B
6
C
8
D
7
প্রশ্ন: P সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 127 হলে, P সেটের উপাদান সংখ্যা কত?
সমাধান:
আমরা জানি,
উপাদানের সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
প্রশ্নমতে,
2n -1 = 127
⇒ 2n = 127 + 1
⇒ 2n = 128
⇒ 2n = 27
∴ n = 7
∴ P সেটের উপাদান সংখ্যা = 7
উপসেট: কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট।
প্রকৃত উপসেট: কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে।

0
Updated: 1 week ago
যদি (√2)3x - 2 = 32 হয়, তাহলে x এর মান কত?
Created: 4 days ago
A
7/3
B
4
C
4/3
D
2
প্রশ্ন: যদি (√2)3x - 2 =
32 হয়, তাহলে x এর মান কত?
সমাধান:
(√2)3x - 2 = 32
⇒
(21/2)3x - 2 = 25
⇒
2(3x - 2)/2 = 25
⇒
(3x - 2)/2 = 5
⇒
3x - 2 = 5 × 2
⇒
3x = 10 + 2
⇒
3x = 12
⇒
x = 12/3
∴
x = 4

0
Updated: 4 days ago
x2 + px - 15 রাশিটির একটি উৎপাদক x + 5 হলে, p এর মান কত?
Created: 3 weeks ago
A
2
B
5
C
10
D
4
প্রশ্ন:
x2 + px - 15 রাশিটির
একটি উৎপাদক x + 5 হলে, p এর মান কত?
সমাধান:
ধরি, f(x) = x2 +
px - 15
x + 5, f(x) এর একটি উৎপাদক বলে
উৎপাদকের উপপাদ্য অনুযায়ী, f(- 5) = 0 হবে।
f(- 5) = (- 5)2 + p(- 5) - 15
= 25 - 5p - 15
= 10 - 5p
শর্তমতে,
10 - 5p = 0
⇒
10 = 5p
⇒
p = 10/5
⇒
p = 2

0
Updated: 3 weeks ago