ACZ, CEY, EGX, GIW, ——, KMU.
A
IKV
B
ILT
C
LVX
D
HKU
উত্তরের বিবরণ
Solution:
There are two independent alphabetical series here.
First series (first two letters as a pair):
Each pair advances by +2 in the alphabet for each letter :
A (+2) → C (+2) → E (+2) → G (+2) → I (+2) → K
C (+2) → E (+2) → G (+2) → I (+2) → K (+2) → M
∴ (AC, CE, EG, GI, IK, and KM).
Second series (third letter):
This is a reverse alphabetical sequence (decreasing by 1).
Z (-1) → Y (-1) → X (-1) → W (-1) → V (-1) → U
∴ Z, Y, X, W, V, U.
So the missing term after GIW is IKV.
There are two independent alphabetical series here.
First series (first two letters as a pair):
Each pair advances by +2 in the alphabet for each letter :
A (+2) → C (+2) → E (+2) → G (+2) → I (+2) → K
C (+2) → E (+2) → G (+2) → I (+2) → K (+2) → M
∴ (AC, CE, EG, GI, IK, and KM).
Second series (third letter):
This is a reverse alphabetical sequence (decreasing by 1).
Z (-1) → Y (-1) → X (-1) → W (-1) → V (-1) → U
∴ Z, Y, X, W, V, U.
So the missing term after GIW is IKV.
0
Updated: 1 month ago
"SUCCESS" শব্দের বর্ণগুলো দিয়ে কতগুলো বিন্যাস করা যাবে, যাদের প্রথম অক্ষর হবে 'S'?
Created: 2 months ago
A
720
B
360
C
180
D
240
গণিত
পরিসংখ্যান (Statistics)
বিন্যাস (Permutation)
বীজগণিত (Algebra)
সমাবেশ (Combination)
সম্ভাব্যতা (Probability)
সেট (Set)
প্রশ্ন: "SUCCESS" শব্দের বর্ণগুলো দিয়ে কতগুলো বিন্যাস করা যাবে, যাদের প্রথম অক্ষর হবে 'S'?
সমাধান:
'SUCCESS' শব্দটিতে মোট ৭টি বর্ণ রয়েছে।
এখন, 'S' প্রথম স্থানে স্থির, তাই বাকি ৬টি স্থানে বাকি বর্ণগুলো বিন্যাস করতে হবে : U, C, C, E, S, S।
এখানে C ২টি, S ২টি রয়েছে।
∴ বাকি ৬টি বর্ণের বিন্যাস সংখ্যা = 6!/(2! × 2!)
= 720/(2 × 2)
= 720/4
= 180
অতএব, 'S' দিয়ে শুরু হওয়া 'SUCCESS' শব্দের বিন্যাসের সংখ্যা = 180।
0
Updated: 2 months ago
A ও B এর একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে 1/3 এবং 1/2 । তারা একত্রে অঙ্কটি সমাধানের চেষ্টা করলে অঙ্কটির সমাধান নির্ণয়ের সম্ভাব্যতা কত?
Created: 2 months ago
A
4/5
B
2/3
C
3/4
D
1/2
সমাধান:
A এর অঙ্কটি করতে পারার সম্ভাব্যতা = 1/3
A এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা = 1 - (1/3)
= (3 - 1)/3
= 2/3
আবার,
B এর অঙ্কটি করতে পারার সম্ভাব্যতা = 1/2
B এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা = 1 - (1/2)
= (2 - 1)/2
= 1/2
এখন,
A ও B এর একত্রে না পারার সম্ভাব্যতা = (2/3) × (1/2) = 1/3
∴ A ও B এর একত্রে পারার সম্ভাব্যতা = 1 - (1/3)
= (3 - 1)/3
= 2/3
0
Updated: 2 months ago
একটি তাসের প্যাকেট হতে একটি তাস নিলে তা বিবি হওয়ার সম্ভাবনা কত?
Created: 1 month ago
A
১/২
B
১/৪
C
১/১৩
D
১/১৬
প্রশ্ন: একটি তাসের প্যাকেট হতে একটি তাস নিলে তা বিবি হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
আমরা জানি,
একটি প্যাকেটে তাসের সংখ্যা = ৫২ টি
যেখানে,
সাহেবের সংখ্যা = ৪ টি,
বিবির সংখ্যা = ৪ টি এবং
টেক্কার সংখ্যা = ৪ টি
∴ তাসটি বিবি হওয়ার সম্ভাবনা,
= ৪/৫২
= ১/১৩ ।
0
Updated: 1 month ago