Who wrote Mansfield Park?
A
John Bunyan
B
Jane Austen
C
Thomas Gray
D
Jonathan Swift
উত্তরের বিবরণ
Mansfield Park হলো Jane Austen রচিত একটি novel, যা ১৮১৪ সালে প্রকাশিত হয়। এটি Jane Austen-এর সবচেয়ে সিরিয়াস এবং গুরুগম্ভীর উপন্যাস হিসেবে বিবেচিত। উপন্যাসের কেন্দ্রবিন্দুতে আছে Fanny Price, একজন অন্তর্মুখী স্বভাবের তরুণী, যাকে তার পরিবার ধনী আত্মীয় Bertram family-র কাছে পাঠায়। শুরুতে পরিবারের অনেকেই তার সঙ্গে রূঢ় আচরণ করে, তবে Fanny-এর অবিচল ব্যক্তিত্ব এবং নৈতিকতা শেষ পর্যন্ত সবাইকে মুগ্ধ করে এবং তিনি পরিবারের সমাদরে গ্রহণযোগ্য হন। শেষমেষ Fanny Price Edmund Bertram-এর সাথে বিয়ে করেন।
-
লেখক: Jane Austen
-
প্রকাশকাল: ১৮১৪
-
ধরণ: Novel
-
প্রসঙ্গ: নৈতিকতা, অন্তর্মুখিতা, সামাজিক সম্পর্ক এবং পারিবারিক জীবন
Jane Austen সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English novelist
-
সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে উপন্যাসে তুলে ধরে আধুনিক রূপ দিয়েছেন
Jane Austen-এর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
Sense and Sensibility (1811)
-
Pride and Prejudice (1813)
-
Mansfield Park (1814)
-
Emma (1815)
-
Northanger Abbey
-
Persuasion

0
Updated: 16 hours ago
What was the main purpose of Sidney's An Apology for Poetry?
Created: 4 months ago
A
To teach how to write poetry
B
To explain Aristotle’s philosophy
C
To defend poetry against its critics
D
To praise modern drama
Philip Sidney তাঁর An Apology for Poetry গ্রন্থটি লিখেছিলেন কাব্য রক্ষার উদ্দেশ্যে। ১৬শ শতকে Stephen Gosson-এর মতো কিছু সমালোচক কবিতাকে ক্ষতিকর ও অনর্থক বলে আক্রমণ করছিল। Sidney এই লেখার মাধ্যমে কবিতার গুণ, সামাজিক ও নৈতিক মূল্য ব্যাখ্যা করে তার বিপক্ষে আনা অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেন। তিনি কবিতাকে মানব মন গঠনে সহায়ক এবং নীতিশিক্ষার এক সুন্দর মাধ্যম হিসেবে তুলে ধরেন। এজন্যই বইটির মূল উদ্দেশ্য ছিল—কবিতাকে সমালোচকদের বিরুদ্ধে রক্ষা করা।

0
Updated: 4 months ago
Vanity Fair is a/an -
Created: 2 weeks ago
A
novel
B
play
C
poem
D
short story
Vanity Fair হলো William Makepeace Thackeray রচিত একটি উপন্যাস, যা Victorian Period-এর সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা। এটি ১৮৪৭ থেকে ১৮৪৮ সালের মধ্যে monthly installments আকারে প্রকাশিত হয় এবং পরবর্তীতে ১৮৪৮ সালে বই আকারে প্রকাশিত হয়। Thackeray-এর পূর্বের সমস্ত সাহিত্য কাজ ছদ্মনাম বা unsigned প্রকাশিত হলেও, Vanity Fair তার নিজ নামে প্রকাশিত প্রথম লেখা।
-
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: Becky Sharp, একজন কিশোরী মেয়ে।
William Makepeace Thackeray:
-
একজন Indian-born British novelist এবং Victorian Period-এর উল্লেখযোগ্য ঔপন্যাসিক।
-
তিনি The Cornhill Magazine-এর প্রতিষ্ঠাতা।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
Vanity Fair
-
Barry Lyndon
-
The Rose and the Ring
-
The Virginians: A Tale of the Last Century
-
Catherine: A Story
-
The Newcomers
-
The Virginians
উৎস:

0
Updated: 2 weeks ago
Who represents “marriage of convenience” in the novel?
Created: 1 month ago
A
Elizabeth
B
Charlotte Lucas
C
Jane Bennet
D
Lydia Bennet
Charlotte Lucas বয়স বেশি হওয়া ও দরিদ্রতার কারণে ভালোবাসা নয়, বরং নিরাপত্তার জন্য Mr. Collins-কে বিয়ে করে। তার এই বিয়ে Austen-এর সমাজচিত্রে বাস্তবতা প্রকাশ করে—অনেক নারী আর্থিক নিরাপত্তার জন্য ভালোবাসাহীন বিয়ে করত। Charlotte Elizabeth-এর ফয়েল চরিত্র, কারণ Elizabeth ভালোবাসা ছাড়া বিয়ে মানতে চায় না। এভাবে Austen দেখান, বিয়ে কেবল প্রেম নয়, সমাজে টিকে থাকার কৌশলও।

1
Updated: 1 month ago