Paradise Lost was written in -
A
Rhymed couplets
B
Free verse
C
Blank verse
D
Sonnet form
উত্তরের বিবরণ
Paradise Lost হলো John Milton রচিত একটি epic poem, যা Neo-classical period-এর একজন সাহিত্যিকের সৃষ্টি। এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)-এ লেখা হয়েছে এবং খ্রিষ্টীয় ধর্মীয় মতবাদকে প্রাধান্য দিয়ে আদি মানব ও মানবী Adam ও Eve-এর স্বর্গ থেকে মর্ত্যে পতনের কাহিনী বর্ণনা করে। কবিতার মূল উদ্দেশ্য হলো মানুষের কাছে ঈশ্বরের পথের ব্যাখ্যা দেওয়া।
-
লেখক: John Milton
-
ধরণ: Epic Poem
-
ছন্দ: Blank verse
-
প্রকাশকাল: ১৬৬৭
-
সংখ্যা: ১২ খণ্ড
-
প্রসঙ্গ: আদি মানব ও মানবীর পতন, শয়তান ও তার প্রতিশোধ, ঈশ্বরের পথে মানুষের ব্যাখ্যা
কাহিনির সংক্ষিপ্ত বিবরণ:
-
শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি হিসেবে স্বর্গ থেকে বের হয়ে আসে।
-
পরাজয় মেনে নিতে না পেরে শয়তান মানবজাতিকে ঈশ্বরের পথে বিদ্রোহ করতে প্ররোচনা দেয়।
-
ইডেন বাগানে এসে শয়তান আদি মানবী ইভকে নিষিদ্ধ ফল খেতে প্ররোচনা দেয়।
-
ইভ এবং আদম উভয়ই ফল ভক্ষণ করে এবং পরে তাদের অপরাধের কারণে স্বর্গ থেকে বহিষ্কৃত হন।
0
Updated: 1 month ago
The idiom 'cry over spilled milk' means-
Created: 1 month ago
A
to be upset about something irretrievably lost
B
to cry incessantly
C
to cry for a dead pet
D
to cry for urgent help
Cry over spilled milk হলো একটি idiom, যা বোঝায় এমন কিছু নিয়ে অনুশোচনা করা যা ইতিমধ্যেই হয়ে গেছে বা যা পরিবর্তন করা সম্ভব নয়।
-
English meaning: to express regret about something that has already happened or cannot be changed
-
Bangla meaning: বৃথা অনুশোচনা করা
Example sentence:
-
Yes, we made a mistake, but there’s no point in crying over spilled milk.
-
Bangla meaning: হ্যা, আমরা একটা ভুল করে ফেলেছি, এখন এটা নিয়ে বৃথা অনুশোচনা করার কোনো মানে হয় না।
অন্যান্য বিকল্পের অর্থ:
-
খ) to cry incessantly: অবিরাম কাঁদা
-
গ) to cry for a dead pet: মৃত পোষ্য পশুর জন্য কাঁদা
-
ঘ) to cry for urgent help: জরুরি সাহায্যের জন্য চিৎকার করা
0
Updated: 1 month ago
Who wrote the poem The Solitary Reaper?
Created: 2 months ago
A
P.B. Shelley
B
William Wordsworth
C
W.B. Yeats
D
John Keats
The Solitary Reaper
-
William Wordsworth রচিত একটি lyrical ballad।
-
প্রথম প্রকাশিত হয় ১৮০৭ সালে Poems, in Two Volumes সংকলনে।
-
কবিতায় স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এক তরুণী মাঠে একা ফসল কাটতে কাটতে Gaelic ভাষায় করুণ গান গাইছে।
-
‘The Solitary Reaper’ অর্থ একাকী শস্য আহরণকারী।
-
কবিতাটি চার স্তবকে বিভক্ত, iambic tetrameter ছন্দে রচিত এবং ABABCCDD ছন্দমালা অনুসৃত।
Summary
-
কবি পাহাড়ি উপত্যকায় এক তরুণীকে একা ধান কাটতে ও গান গাইতে দেখেন।
-
গানটি মধুর হলেও কবি ভাষা বুঝতে পারেন না; তবে আবেগ ও সৌন্দর্যে গভীরভাবে প্রভাবিত হন।
-
গানকে তিনি প্রকৃতির বিশেষ দান হিসেবে উপস্থাপন করেন।
William Wordsworth
-
রোমান্টিক যুগের অন্যতম কবি, পরিচিত ‘Poet of Nature’ নামে।
-
উল্লেখযোগ্য রচনা: Daffodils, The Excursion, The Prelude, The Recluse, Lucy।
0
Updated: 2 months ago
Sidney
says poetry is an art of ________ that teaches and delights.
Created: 5 months ago
A
Assumption
B
Determination
C
Imagination
D
None of them
Coming...
0
Updated: 5 months ago