Paradise Lost was written in -
A
Rhymed couplets
B
Free verse
C
Blank verse
D
Sonnet form
উত্তরের বিবরণ
Paradise Lost হলো John Milton রচিত একটি epic poem, যা Neo-classical period-এর একজন সাহিত্যিকের সৃষ্টি। এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)-এ লেখা হয়েছে এবং খ্রিষ্টীয় ধর্মীয় মতবাদকে প্রাধান্য দিয়ে আদি মানব ও মানবী Adam ও Eve-এর স্বর্গ থেকে মর্ত্যে পতনের কাহিনী বর্ণনা করে। কবিতার মূল উদ্দেশ্য হলো মানুষের কাছে ঈশ্বরের পথের ব্যাখ্যা দেওয়া।
-
লেখক: John Milton
-
ধরণ: Epic Poem
-
ছন্দ: Blank verse
-
প্রকাশকাল: ১৬৬৭
-
সংখ্যা: ১২ খণ্ড
-
প্রসঙ্গ: আদি মানব ও মানবীর পতন, শয়তান ও তার প্রতিশোধ, ঈশ্বরের পথে মানুষের ব্যাখ্যা
কাহিনির সংক্ষিপ্ত বিবরণ:
-
শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি হিসেবে স্বর্গ থেকে বের হয়ে আসে।
-
পরাজয় মেনে নিতে না পেরে শয়তান মানবজাতিকে ঈশ্বরের পথে বিদ্রোহ করতে প্ররোচনা দেয়।
-
ইডেন বাগানে এসে শয়তান আদি মানবী ইভকে নিষিদ্ধ ফল খেতে প্ররোচনা দেয়।
-
ইভ এবং আদম উভয়ই ফল ভক্ষণ করে এবং পরে তাদের অপরাধের কারণে স্বর্গ থেকে বহিষ্কৃত হন।

0
Updated: 16 hours ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 2 months ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
-
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”।
-
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন।
-
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়।
-
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
-
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার কিছু পরিচিত উক্তি:
-
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা)
-
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া)
-
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে)
-
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ)
-
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি)
-
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো)
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica

0
Updated: 2 months ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 3 weeks ago
A
Amateur
B
Indispensable
C
Dilapidated
D
None
• All the words are correctly spelled.
• Options:
-
ক) Amateur (Noun)
-
English Meaning: A person who is incompetent or inept at a particular activity
-
Bangla Meaning: শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ
-
-
খ) Indispensable (Adjective)
-
English Meaning: Absolutely necessary
-
Bangla Meaning: অপরিহার্য; অপরিহরণীয়
-
-
গ) Dilapidated (Adjective)
-
English Meaning: (of a building or object) in a state of disrepair or ruin as a result of age or neglect
-
Bangla Meaning: (দালানকোঠা, আসবাব ইত্যাদি সম্পর্কিত) ধ্বংসপ্রাপ্ত; মেরামতহীন; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত
-
-
ঘ) Secretariat (Noun)
-
English Meaning: a permanent administrative office or department, especially a governmental one
-
Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়
-
Source:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary

0
Updated: 3 weeks ago
"The paths of glory lead but to the grave." is quoted by -
Created: 3 weeks ago
A
John Milton
B
Thomas Gray
C
Alexander Pope
D
Sir Philip Sidney
An Elegy Written in a Country Church Yard
-
রচনা: Thomas Gray, প্রকাশ: 1751
-
ধরন: Elegy, iambic pentameter quatrains
-
বিষয়: মানুষের অপব্যবহৃত সম্ভাবনা, গ্রামের জীবন, মৃত্যু
-
Famous line: "The paths of glory lead but to the grave."
Thomas Gray
-
Graveyard Poet, Age of Sensibility-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক
Notable Poems
-
An Elegy Written in a Country Church Yard, Ode on a Distant Prospect of Eton College, The Bard, The Progress of Poesy

0
Updated: 3 weeks ago