"The Rape of the Lock" is —
A
A tragic play by John Dryden
B
A mock-epic poem by Alexander Pope
C
A pastoral elegy by Thomas Gray
D
A satire in prose by Jonathan Swift
উত্তরের বিবরণ
The Rape of the Lock হলো Alexander Pope রচিত একটি mock-epic poem বা ব্যঙ্গাত্মক মহাকাব্য। এটি মূলত একটি narrative poem, যা ছোট একটি সামাজিক ঘটনা—Belinda-এর চুলের বেনি কেটে ফেলা—কে মহাকাব্যিক আকারে উপস্থাপন করে। কবিতার প্রথম সংস্করণ ১৭১২ সালে প্রকাশিত হয়েছিল, যার মধ্যে দুটি canto ছিল; ১৭১৪ সালে প্রকাশিত চূড়ান্ত সংস্করণে এটি পাঁচ canto-তে সম্প্রসারিত হয়। কবিতাটি heroic couplets-এ লেখা হয়েছে এবং ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক সৃষ্টি।
-
লেখক: Alexander Pope
-
ধরণ: Mock-Epic Poem
-
প্রথম প্রকাশকাল: ১৭১২ (২ canto), চূড়ান্ত সংস্করণ ১৭১৪ (৫ canto)
-
প্রসঙ্গ: Belinda/Arabella Fermor-এর চুলের বেনি কেটে ফেলার ঘটনা, মহাকাব্যিক আঙ্গিকে উপস্থাপনা
-
বিশেষত্ব: সামান্য ঘটনাকে মহাকাব্যিক রূপ দেওয়া, heroic couplets ব্যবহার, দেবতা ও যুদ্ধবিগ্রহের বর্ণনা
Alexander Pope সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English author
-
পরিচয়: Mock Heroic Poet, Augustan Period-এর কবি
-
English সাহিত্যের মধ্যে অন্যতম epigrammatic poet
0
Updated: 1 month ago
Midnight’s Children is written by
Created: 2 months ago
A
Arundhati Roy
B
Vikram Seth
C
Jhumpa Lahiri
D
Salman Rushdie
Midnight’s Children হলো Salman Rushdie-এর লেখা একটি allegorical novel, যা ১৯৮১ সালে প্রকাশিত হয়। এটি একটি ঐতিহাসিক উপন্যাস, যেখানে ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা ও দেশভাগ প্রধান প্রেক্ষাপট হিসেবে ব্যবহৃত হয়েছে।
উপন্যাসটির মূল চরিত্র সেলিম সানাই, যিনি ভারতের স্বাধীনতার ঠিক মুহূর্তে জন্মগ্রহণ করেন। তার জীবন ও অতিপ্রাকৃত ক্ষমতাগুলি ভারতের জাতীয় ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সেলিমের জন্মের সময় মুম্বাইয়ের একটি হাসপাতালে দুইটি শিশুর জন্ম হয়—একজন উচ্চবংশীয় মুসলিম পরিবারে এবং অন্যজন নিম্নবর্ণের হিন্দু পরিবারে। কিন্তু এক নার্স তাদের স্থান পরিবর্তন করে দেয়, ফলে সেলিম প্রকৃতপক্ষে এক নিম্নবর্ণের হিন্দু নারীর অবৈধ সন্তান।
Salman Rushdie:
-
পূর্ণ নাম: Sir Ahmed Salman Rushdie
-
জন্ম: June 19, 1947, Bombay (বর্তমান মুম্বাই), India
-
পরিচিতি: Indian-born British writer
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Midnight's Children
-
Shame
-
The Satanic Verses
Source:
0
Updated: 2 months ago
Alexander Pope is a famous author from -
Created: 2 months ago
A
Renaissance period
B
Modern period
C
Victorian period
D
Augustan period
Alexander Pope (১৬৮৮–১৭৪৪)
-
পরিচয়: Poet এবং satirist
-
সাহিত্যিক যুগ: English Augustan period (ঘ)
-
বিশেষত্ব:
-
Augustan Age-এর সবচেয়ে বিখ্যাত কবি
-
Mock Heroic Poet হিসাবেও পরিচিত
-
সমস্ত Epigrammatic ইংরেজ লেখকদের মধ্যে অন্যতম
-
✦ Augustan Age
-
অন্য নাম: Age of Pope
-
কারণ: Alexander Pope-এর আধিপত্য ও সাহিত্যিক প্রভাব
✦ উল্লেখযোগ্য রচনা
-
The Rape of the Lock (Mock-Heroic poem)
-
Duncan
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
The Dunciad
-
The New Dunciad
-
Windsor-Forest
-
An Epistle to Dr. Arbuthnot
-
Eloisa to Abelard
-
Memoirs of Martinus Scriblerus
0
Updated: 2 months ago
Who wrote the novella 'Seize the Day'?
Created: 2 months ago
A
John Steinbeck
B
Toni Morrison
C
Chinua Achebe
D
Saul Bellow
Seize the Day
-
লেখক: Saul Bellow
-
ধরন: Novella
-
প্রকাশ: 1956
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
কাহিনী কেন্দ্রিত Tommy Wilhelm-এর জীবনের একদিনের ওপর।
-
Tommy মধ্যম স্তরের চাকরিজীবী থেকে পতিত হয়ে বেকারত্ব, বিবাহবিচ্ছেদ এবং হতাশার মধ্যে পড়ে।
-
গল্পটি মানুষের পার্থিব সাফল্যের প্রতি দ্ব্যর্থক মনোভাব ও নায়কের জীবন সংগ্রামের যাত্রাকে তুলে ধরে।
-
Saul Bellow
-
জাতীয়তা: American
-
পেশা: Novelist
-
পুরস্কার ও সম্মাননা:
-
Nobel Prize (1976)
-
Pulitzer Prize (1976)
-
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Seize the Day
-
The Adventure of Augie March
-
Herzog
-
Dangling Man
-
Henderson the Rain King
-
The Victim
-
Source: Britannica
0
Updated: 2 months ago