"The Rape of the Lock" is —
A
A tragic play by John Dryden
B
A mock-epic poem by Alexander Pope
C
A pastoral elegy by Thomas Gray
D
A satire in prose by Jonathan Swift
উত্তরের বিবরণ
The Rape of the Lock হলো Alexander Pope রচিত একটি mock-epic poem বা ব্যঙ্গাত্মক মহাকাব্য। এটি মূলত একটি narrative poem, যা ছোট একটি সামাজিক ঘটনা—Belinda-এর চুলের বেনি কেটে ফেলা—কে মহাকাব্যিক আকারে উপস্থাপন করে। কবিতার প্রথম সংস্করণ ১৭১২ সালে প্রকাশিত হয়েছিল, যার মধ্যে দুটি canto ছিল; ১৭১৪ সালে প্রকাশিত চূড়ান্ত সংস্করণে এটি পাঁচ canto-তে সম্প্রসারিত হয়। কবিতাটি heroic couplets-এ লেখা হয়েছে এবং ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক সৃষ্টি।
-
লেখক: Alexander Pope
-
ধরণ: Mock-Epic Poem
-
প্রথম প্রকাশকাল: ১৭১২ (২ canto), চূড়ান্ত সংস্করণ ১৭১৪ (৫ canto)
-
প্রসঙ্গ: Belinda/Arabella Fermor-এর চুলের বেনি কেটে ফেলার ঘটনা, মহাকাব্যিক আঙ্গিকে উপস্থাপনা
-
বিশেষত্ব: সামান্য ঘটনাকে মহাকাব্যিক রূপ দেওয়া, heroic couplets ব্যবহার, দেবতা ও যুদ্ধবিগ্রহের বর্ণনা
Alexander Pope সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English author
-
পরিচয়: Mock Heroic Poet, Augustan Period-এর কবি
-
English সাহিত্যের মধ্যে অন্যতম epigrammatic poet

0
Updated: 16 hours ago
Which of the following is a synonym of “motley”?
Created: 1 week ago
A
Single
B
Mixed
C
Affluent
D
Terminate
Motley হলো একটি বিশেষণ বা বিশেষ্য, যা বোঝায় বিভিন্ন রকম বা প্রকারভেদের সমন্বয়ে গঠিত কিছু যা একত্রে সামঞ্জস্যপূর্ণ মনে হয় না।
-
English Meaning: Consisting of many different types of people or things that do not seem to belong together
-
Bangla Meaning: বহুবর্ণ; চিত্রবিচিত্র; বিচিত্র; বিভিন্ন বর্ণধারী; বিবিধ; পূর্বে নানা রঙের পোশাক ভাঁড়েরা পরত
-
Synonyms: Colorful (রঙিন), Miscellaneous (বিবিধ), Varied, Mixed (বৈচিত্র্যময়), Blended (মিশ্রিত)
-
Antonyms: Colorless (বর্ণহীন), Identical (অভিন্ন), Single (বৈচিত্র্যহীন), Monochrome, Unicolor (একরঙা)
-
Other Forms: Motleyness (noun)
-
Other Options:
-
Affluent – বৈভবশালী; বিত্তবান; অঢেল; সুপ্রচুর
-
Terminate – ইতি টানা; সমাপ্ত করা; শেষ করা
-
-
Example Sentence:
-
She had a motley group of friends at college.
-
A great motley of cars was on display.
-

0
Updated: 1 day ago
"There's a divinity that shapes our ends"
This quotation is taken from-
Created: 1 month ago
A
As You Like It
B
Macbeth
C
Hamlet
D
Othello
Famous Quotations from Hamlet
-
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in’t.”
-
“Conscience does make cowards of us all.”
-
“One may smile, and smile, and be a villain.”
-
“There’s a divinity that shapes our ends, rough-hew them how we will.”
-
“There is nothing either good or bad, but thinking makes it so.”
-
“There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy.”
William Shakespeare (1564–1616)
-
William Shakespeare ছিলেন একাধারে English poet, dramatist এবং actor।
-
তাঁকে বলা হয় English National Poet।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করার কারণে তাঁকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
তাঁকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
-
Shakespeare বিশ্বসাহিত্যে এক অদ্বিতীয় স্থান অধিকার করে আছেন।
-
তিনি মূলত তাঁর drama ও sonnet-এর জন্য বিখ্যাত।
-
তাঁর রচনায় রয়েছে: ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play।
-
এছাড়াও তিনি long narrative poems লিখেছেন।
Notable Plays by Shakespeare
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Julius Caesar
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Measure for Measure
-
Much Ado About Nothing
-
Richard III
-
The Taming of the Shrew
-
The Tempest
Source: Britannica

0
Updated: 1 month ago
'Portia' is a character from-
Created: 1 month ago
A
Hamlet
B
The Tempest
C
The Merchant of Venice
D
Othello
‘The Merchant of Venice’ এবং তার চরিত্র ‘Portia’
• The Merchant of Venice:
-
উইলিয়াম শেকসপিয়ার রচিত একটি কমেডি নাটক।
-
গল্পের কেন্দ্রে রয়েছে একজন ইহুদি সুদখোর Shylock এবং একজন বণিক Antonio।
-
Shylock একজন অর্থঋণদাতা (moneylender)।
-
নাটকটি পাঁচটি অঙ্ক (five acts) নিয়ে গঠিত।
-
এটি ১৫৯৬-৯৭ সালের দিকে লেখা হয়।
• প্রধান চরিত্রসমূহ:
-
Antonio: ভেনিসের একজন বণিক
-
Shylock: ইহুদি অর্থঋণদাতা
-
Portia: প্রধান নারী চরিত্র / নায়িকা
-
Bassanio
-
Jessica, ইত্যাদি
• উইলিয়াম শেকসপিয়ার (William Shakespeare):
-
জন্ম Stratford-upon-Avon এ।
-
তিনি একজন ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা।
-
তাকে ইংরেজি জাতীয় কবি বলা হয়।
-
‘Bard of Avon’ উপাধিতে পরিচিত।
-
তাকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করা হয়।
• উল্লেখযোগ্য রচনা:
Tragedy (ট্রাজেডি):
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy (কমেডি):
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
The Merchant of Venice
-
A Midsummer Night's Dream
Source:
-
Britannica
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 month ago