William Blake was both -
A
poet and dramatist
B
poet and dramatist
C
dramatist and painter
D
poet and cartoonist
উত্তরের বিবরণ
William Blake ছিলেন একজন বহুমুখী ইংরেজ শিল্পী, খোদাইকর্মী, কবি এবং দার্শনিক চিন্তাবিদ। তিনি একসাথে engraver, artist, poet এবং author হিসেবে পরিচিত। Blake মূলত Songs of Innocence (১৭৮৯) এবং Songs of Experience (১৭৯৪)-এ প্রকাশিত গীতিকবিতার জন্য এবং গভীর, প্রায়শই ভবিষ্যদ্বাণীমূলক রচনার জন্য সুপরিচিত।
-
লেখক ও শিল্পী: William Blake
-
ধরণ: Poet, Painter, Engraver, Author
-
প্রসঙ্গ: মানবিক অনুভূতি, সৌন্দর্য, সমাজ ও দর্শনীয় চিন্তাভাবনা
William Blake-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
A Vision of the Last Judgment
-
Auguries of Innocence
-
Jerusalem: The Emanation of the Giant Albion
-
London
-
Milton
-
Songs of Experience
-
Songs of Innocence
-
The Everlasting Gospel
-
The First Book of Urizen
-
The Tyger
-
Vala or The Four Zoas
-
Visions of the Daughters of Albion

0
Updated: 16 hours ago
The Silent Woman is written by -
Created: 1 month ago
A
John Webster
B
Alexander Pope
C
Ben Jonson
D
John Dryden
• The Silent Woman:
- এটি Ben Jonson রচিত।
- এটি একটি play.
- The play is about a man named Dauphine, who creates a scheme to get his inheritance from his uncle Morose.
- The plan involves setting Morose up to marry Epicoene, a boy disguised as a woman
• Ben Jonson:
- তিনি একজন English writer.
- তিনি একাধারে English Stuart dramatist, lyric poet এবং literary critic.
- তাকে Father of Comedy of Humours বলা হয়।
• Famous Plays:
- The Silent Woman,
- Every Man in His Humour,
- Every Man out of His Humour,
- Sejanus,
- The Alchemist,
- The Poetaster,
- Volpone.

0
Updated: 1 month ago
'The Sun Also Rises' is first major novel by -
Created: 6 days ago
A
G.B Shaw
B
Ernest Hemingway
C
Charles Dickens
D
William Shakespeare
The Sun Also Rises হলো Ernest Hemingway রচিত একটি গুরুত্বপূর্ণ উপন্যাস এবং তার প্রথম সার্থক উপন্যাস হিসেবে পরিচিত। এটি ১৯২৬ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির অপর নাম Fiesta, যা লন্ডনে প্রকাশিত হয়। এটি প্রথম বিশ্বযুদ্ধোত্তর সময়ের “Lost Generation” বা সেই সময়ের তরুণ প্রজন্মের ওপর যুদ্ধের প্রভাবকে ফুটিয়ে তোলে। কাহিনী স্পেন ও প্যারিসের বিভিন্ন স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
-
আমেরিকার ইলিনয় রাজ্যে জন্মগ্রহণ করেন।
-
মূলত ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন।
-
সংক্ষিপ্ত ও সুস্পষ্ট গদ্যশৈলী ২০শ শতাব্দীর American এবং British সাহিত্যে শক্তিশালী প্রভাব ফেলেছে।
-
The Sun Also Rises তার প্রথম উপন্যাস, যা তাকে Novelist হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রখ্যাত রচনা:
-
The Sun Also Rises
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
Green Hills of Africa
উল্লেখযোগ্য: The Sun Rising হলো John Donne লিখিত একটি কবিতা, Hemingway-এর উপন্যাসের সঙ্গে মিলিত নয়।
উৎস:

0
Updated: 6 days ago
Which poem begins with the line "April is the cruellest month"?
Created: 1 month ago
A
Ozymandias
B
Do Not Go Gentle into That Good Night
C
The Waste Land
D
The Raven
“April is the cruellest month” লাইন দিয়ে শুরু হয় T. S. Eliot-এর কবিতা The Waste Land (১৯২২)। এটি আধুনিকতার সময়ের একটি প্রভাবশালী কবিতা, যা যুদ্ধোত্তর ইউরোপের মানসিক ও সামাজিক সংকট, আধ্যাত্মিক শূন্যতা ও নৈতিক পতন তুলে ধরে। এপ্রিলকে "cruellest" বলা হয়েছে কারণ নতুন জীবনের উদয় অতীতের মৃত অবস্থার ব্যথাকে আরও গভীর করে।
উত্তর: গ) The Waste Land

0
Updated: 1 month ago