William Blake was both -
A
poet and dramatist
B
poet and dramatist
C
dramatist and painter
D
poet and cartoonist
উত্তরের বিবরণ
William Blake ছিলেন একজন বহুমুখী ইংরেজ শিল্পী, খোদাইকর্মী, কবি এবং দার্শনিক চিন্তাবিদ। তিনি একসাথে engraver, artist, poet এবং author হিসেবে পরিচিত। Blake মূলত Songs of Innocence (১৭৮৯) এবং Songs of Experience (১৭৯৪)-এ প্রকাশিত গীতিকবিতার জন্য এবং গভীর, প্রায়শই ভবিষ্যদ্বাণীমূলক রচনার জন্য সুপরিচিত।
-
লেখক ও শিল্পী: William Blake
-
ধরণ: Poet, Painter, Engraver, Author
-
প্রসঙ্গ: মানবিক অনুভূতি, সৌন্দর্য, সমাজ ও দর্শনীয় চিন্তাভাবনা
William Blake-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
A Vision of the Last Judgment
-
Auguries of Innocence
-
Jerusalem: The Emanation of the Giant Albion
-
London
-
Milton
-
Songs of Experience
-
Songs of Innocence
-
The Everlasting Gospel
-
The First Book of Urizen
-
The Tyger
-
Vala or The Four Zoas
-
Visions of the Daughters of Albion
0
Updated: 1 month ago
The idiom "Eat one's words" means -
Created: 2 months ago
A
To repeat something said earlier
B
To admit that something said before was wrong
C
To speak loudly
D
To stop talking to someone
Answer: To admit that something said before was wrong.
Eat one's words
-
English Meaning: to admit that something someone said before was wrong.
-
Bangla Meaning: নিজের ভুল স্বীকার করা / কথা ফিরিয়ে নেওয়া
Example Sentence: I can't eat my word for the fear of anybody.
Bangla Meaning: আমি কারো ভয়ে আমার কথা ফিরিয়ে নিতে পারি না।
Source: Live MCQ Lecture.
0
Updated: 2 months ago
Who wrote the novel 'The Rainbow'?
Created: 1 month ago
A
Joseph Conrad
B
H. G. Wells
C
James Joyce
D
D. H. Lawrence
The novel: The Rainbow
-
এটি D. H. Lawrence রচিত একটি গুরুত্বপূর্ণ উপন্যাস।
-
প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের অল্প সময়ের মধ্যেই যৌন উপাদানের কারণে এটি obscene বা অশ্লীল এবং আপত্তিকর উপন্যাস হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে নিষিদ্ধও করা হয়।
-
উপন্যাসটি আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের মধ্যে দ্বন্দ্ব এবং মানব মননের উপর এর প্রভাবকে কেন্দ্র করে লেখা।
-
লেখক বিবাহের মতো প্রথাকে ব্যর্থ ও অপ্রয়োজনীয় প্রমাণ করার চেষ্টা করেছেন।
-
Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী উপন্যাসের মূল কেন্দ্রবিন্দু।
D. H. Lawrence (1885–1930)
-
পুরো নাম: David Herbert Lawrence
-
তিনি একজন ইংরেজ ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক ছিলেন।
-
তার উল্লেখযোগ্য প্রভাবশালী উপন্যাসসমূহ তাকে ২০শ শতাব্দীর একজন প্রধান ইংরেজ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
Famous Novels:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago
The word 'Impeach' implies-
Created: 2 months ago
A
Call into question
B
To be free from a charge
C
Fail to give proper attention
D
Promote the interests
Impeach
• Meaning / অর্থ:
-
ক) Call into question
• Impeach (Verb, Noun)
-
English Meaning: Call into question the integrity or validity of (a practice); to charge with a crime or misdemeanor.
-
Bangla Meaning: (আনুষ্ঠানিক) কারো চরিত্র ইত্যাদি নিয়ে প্রশ্ন তোলা; সন্দেহ উত্থাপন করা; অভিশংসিত করা।
• Example Sentence:
-
English: The House of Representatives voted to impeach the president.
-
Bangla: প্রতিনিধি পরিষদ রাষ্ট্রপতির অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 2 months ago