Who wrote Elegy Written in a Country Churchyard?
A
Thomas Gray
B
P.B. Shelley
C
Alexander Pope
D
Samuel Butler
উত্তরের বিবরণ
Elegy Written in a Country Churchyard হলো Thomas Gray রচিত একটি বিখ্যাত Elegy বা শোকগাঁথা, যা ১৭৫১ সালে প্রকাশিত হয়। এটি একটি iambic pentameter quatrains-এ লেখা ধ্যানমূলক কবিতা এবং ইংরেজি সাহিত্যের অন্যতম প্রশংসিত এলেজি হিসেবে বিবেচিত। কবিতায় সাধারণ মানুষের প্রতি সহানুভূতি, প্রকৃতির সৌন্দর্য এবং মৃত্যুচিন্তা একত্রিত হয়ে মানবিক উচ্চতা অর্জন করেছে। এটি প্রাক-রোমান্টিক যুগের এক অনন্য সৃষ্টি।
-
লেখক: Thomas Gray
-
ধরণ: Elegy, meditative poetry
-
প্রকাশকাল: ১৭৫১
-
প্রসঙ্গ: মানুষের জীবন, মৃত্যু, প্রকৃতি এবং ধ্যান
Thomas Gray সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English poet, scholar এবং professor
-
পরিচয়: Graveyard Poet
-
১৮শ শতকের মধ্যভাগের একজন প্রভাবশালী কবি এবং Romantic movement-এর পূর্বসূরী
-
যুগ: The Age of Sensibility
Thomas Gray-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Elegy Written in a Country Churchyard
-
Ode on a Distant Prospect of Eton College
-
The Bard
-
The Progress of Poesy
0
Updated: 1 month ago
Sidney believed that poetry teaches better than:
Created: 5 months ago
A
Music and art
B
Mathematics
C
Philosophy and history
D
Religion
Sidney বিশ্বাস করতেন যে কবিতা দর্শন (philosophy) এবং ইতিহাসের চেয়ে বেশি ভালো শেখায়। কারণ দর্শন অনেক সময় কঠিন এবং Abstract (ধারণাগত) হয়, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। ইতিহাস শুধু সত্য ঘটনা বলে, কিন্তু ভালো বা খারাপ আচরণের স্পষ্ট শিক্ষা দেয় না। তবে কবিতা গল্প এবং চরিত্রের মাধ্যমে সহজে এবং ভালোভাবে শিক্ষা দেয়। কবিতা মানুষকে ভালো হতে এবং বদলাতে সাহায্য করে, যা দর্শন এবং ইতিহাস একসাথে করতে পারে না। তাই Sidney-এর মতে, কবিতা দর্শন এবং ইতিহাসের চেয়ে ভালো শিক্ষাদান করে।
0
Updated: 5 months ago
Choose the correct sentence using "died in":
Created: 1 month ago
A
He died in a car crash last night.
B
He died in a fever last night.
C
He died in cancer last night.
D
He died in an injury last night.
Correct Answer: He died in a car crash last night।
-
দুর্ঘটনায় মারা গেলে, হাসপাতালে মারা গেলে, শান্তিতে মারা গেলে (ঘুমে), বা যুদ্ধে মারা গেলে died verb-এর সাথে preposition in ব্যবহৃত হয়।
Die verb-এর সঙ্গে ব্যবহৃত Prepositions ও তাদের অর্থ:
01. By:
-
সহিংস পদ্ধতি বা মাধ্যম দ্বারা মারা যাওয়া বোঝাতে by ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
তরবারি, গুলি বা সহিংসতার মাধ্যমে:
-
He died by the sword.
-
সে তরবারির আঘাতে মারা যায়।
-
-
They died by gunfire.
-
তারা গুলিতে মারা গেছে।
-
-
-
02. Of / From:
-
রোগ, ক্ষুধা, আঘাত বা বয়সজনিত কারণে মারা গেলে of বা from ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
রোগ বা দুর্বলতার কারণে:
-
She died of cancer / from cancer.
-
সে ক্যান্সারে মারা গেছে।
-
-
-
ক্ষুধা বা পিপাসায়:
-
They died of hunger / thirst.
-
তারা ক্ষুধা / পিপাসায় মারা গেছে।
-
-
-
আঘাত বা ইনজুরির কারণে:
-
The cyclist died from his injuries.
-
সাইকেল আরোহী তার আঘাতে মারা গেছে।
-
-
-
বয়সজনিত কারণে:
-
She died of old age.
-
সে বার্ধক্যে মারা গেছে।
-
-
-
03. For:
-
কোনো উদ্দেশ্য, কারণ বা কারো জন্য আত্মত্যাগ বোঝাতে for ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
দেশের জন্য মারা যাওয়া:
-
He died for his country.
-
সে তার দেশের জন্য মারা গেছে।
-
-
-
বিশ্বাস বা ন্যায়ের জন্য:
-
They died for justice.
-
তারা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে।
-
-
-
04. At:
-
ঝুঁকিপূর্ণ জায়গা বা মুহূর্ত বোঝাতে at ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
He died at the scene of the explosion.
-
সে বিস্ফোরণের স্থানেই মারা যায়।
-
-
Source:
0
Updated: 1 month ago
Questions 31 to 35: Identify the erroneous part. If there is no error, choose option E.
The auditor uncovered several egregiously misleading entries in the financial statements.
Created: 2 months ago
A
auditor
B
egregiously misleading
C
uncovered
D
No error
• The correct answer is — ঙ) No error
• Correct sentence:
The auditor uncovered several egregiously misleading entries in the financial statements.
-
Bangla: নিরীক্ষক আর্থিক বিবরণীতে বেশ কয়েকটি গুরুতর বিভ্রান্তিকর এন্ট্রি আবিষ্কার করেছেন।
• Explanation:
-
ক) auditor — Correct noun (subject)
-
খ) egregiously misleading (গুরুতর বিভ্রান্তিকর) — Proper adjective phrase ("egregiously" intensifies "misleading")
-
গ) uncovered — Correct verb (past tense)
-
ঘ) in the financial statements — Correct prepositional phrase (location)
0
Updated: 2 months ago