Who wrote Elegy Written in a Country Churchyard?
A
Thomas Gray
B
P.B. Shelley
C
Alexander Pope
D
Samuel Butler
উত্তরের বিবরণ
Elegy Written in a Country Churchyard হলো Thomas Gray রচিত একটি বিখ্যাত Elegy বা শোকগাঁথা, যা ১৭৫১ সালে প্রকাশিত হয়। এটি একটি iambic pentameter quatrains-এ লেখা ধ্যানমূলক কবিতা এবং ইংরেজি সাহিত্যের অন্যতম প্রশংসিত এলেজি হিসেবে বিবেচিত। কবিতায় সাধারণ মানুষের প্রতি সহানুভূতি, প্রকৃতির সৌন্দর্য এবং মৃত্যুচিন্তা একত্রিত হয়ে মানবিক উচ্চতা অর্জন করেছে। এটি প্রাক-রোমান্টিক যুগের এক অনন্য সৃষ্টি।
-
লেখক: Thomas Gray
-
ধরণ: Elegy, meditative poetry
-
প্রকাশকাল: ১৭৫১
-
প্রসঙ্গ: মানুষের জীবন, মৃত্যু, প্রকৃতি এবং ধ্যান
Thomas Gray সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English poet, scholar এবং professor
-
পরিচয়: Graveyard Poet
-
১৮শ শতকের মধ্যভাগের একজন প্রভাবশালী কবি এবং Romantic movement-এর পূর্বসূরী
-
যুগ: The Age of Sensibility
Thomas Gray-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Elegy Written in a Country Churchyard
-
Ode on a Distant Prospect of Eton College
-
The Bard
-
The Progress of Poesy

0
Updated: 16 hours ago
Shakespeare composed much of his plays in what sort of verse?
Created: 2 months ago
A
Alliterative verse
B
Sonnet form
C
lambic pentameter
D
Daetylic Haxameter
Shakespeare composed much of his plays in Iambic pentameter.
Iambic Pentameter
- A rhythmic Pattern. Pentameter means a group or unit of five people or five things.
• William Shakespeare:
- তিনি জন্মগ্রহণ করেন Stratford, Warwickshire, England.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- William Shakespeare composed much of his plays in the form of poetry. Often in a meter called iambic Pentameter.
Source: Encyclopedia Britannica and Live MCQ Lecture.

1
Updated: 2 months ago
Who accompanies Elizabeth on her visit to Pemberley?
Created: 1 month ago
A
Jane
B
Lydia and Kitty
C
The Gardiners
D
Charlotte Lucas
Elizabeth তার খালা-খালু Mr. and Mrs. Gardiner-এর সঙ্গে Pemberley ভ্রমণ করে। এখানে সে Darcy-র প্রকৃত চরিত্র দেখে। গৃহপরিচারিকা Mrs. Reynolds Darcy-র দয়ার কথা বলে, আর Elizabeth দেখে Darcy কেমন ভদ্রভাবে Gardiner-দের গ্রহণ করছে। এই ভ্রমণ Elizabeth-এর দৃষ্টিভঙ্গি বদলায়। Austen বোঝাতে চেয়েছেন—বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যক্ষ পর্যবেক্ষণ প্রথম ধারণার ভুল ভাঙতে সাহায্য করে।

1
Updated: 1 month ago
'A Dictionary of the English Language' was compiled by
Created: 17 hours ago
A
Samuel Johnson
B
John Dryden
C
Alexander Pope
D
Samuel Richardson
A Dictionary of the English Language হলো প্রথম ইংরেজি অভিধান, যা Dr. Samuel Johnson দ্বারা সংকলিত। এটি The Age of Sensibility সময়ে সম্পন্ন হয় এবং Johnson-এর প্রভাবের কারণে এই যুগকে প্রায়শই The Age of Johnson বলা হয়। Johnson ইংরেজি সাহিত্যে একজন প্রভাবশালী সমালোচক হিসেবে পরিচিত এবং তিনি William Shakespeare-এর সমালোচক হিসেবেও খ্যাত। তাকে Father of English Dictionary বলা হয়।
-
লেখক: Dr. Samuel Johnson
-
উপাধি: Father of English Dictionary
-
যুগ: The Age of Sensibility / Age of Johnson
-
প্রসঙ্গ: ইংরেজি ভাষার শব্দ সংগ্রহ ও সাহিত্য সমালোচনা
Dr. Samuel Johnson-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Dictionary
-
The History of Rasselas, Prince of Abyssinia
-
Preface to Shakespeare

0
Updated: 17 hours ago