Hours of Idleness was written by
A
Lord Byron
B
John Keats
C
P.B. Shelley
D
John Milton
উত্তরের বিবরণ
Hours of Idleness হলো Lord Byron রচিত তার প্রথম কবিতা সংকলন, যা ১৮০৭ সালে প্রকাশিত হয়। তখন তিনি মাত্র ১৯ বছর বয়সী ছিলেন। কবিতাগুলো সাধারণভাবে সর্বোচ্চ মাত্রায় সাধারণ হিসেবে মূল্যায়িত হয়েছে এবং প্রতিটি কবিতার রচনার তারিখ বইয়ে উল্লেখ করা হয়। সংকলন প্রকাশের পর, "The Edinburgh Review"-এ প্রকাশিত সমালোচনামূলক নিবন্ধে Byron-এর কাজ তীব্রভাবে সমালোচিত হয়। এর প্রতিক্রিয়ায় ১৮০৯ সালে তিনি "English Bards and Scotch Reviewers" নামের একটি ব্যঙ্গাত্মক কবিতা প্রকাশ করেন, যেখানে সমালোচকদের তীব্র সমালোচনা করা হয়েছে।
-
লেখক: Lord Byron (George Gordon Byron, 1788-1824)
-
ধরণ: Poetry
-
প্রকাশকাল: ১৮০৭
-
প্রসঙ্গ: তার প্রথম কবিতা সংকলন, সমালোচনার প্রতিক্রিয়ায় ব্যঙ্গাত্মক কবিতা
Lord Byron সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন British Romantic Poet এবং Satirist
-
পরিবার: ষষ্ঠ Baron Byron, একটি দ্রুত নিস্প্রাণ হয়ে আসা অভিজাত পরিবার থেকে
-
১৭৯৮ সালে ১০ বছর বয়সে বড়-চাচা William Byron-এর উপাধি অর্জন করে আনুষ্ঠানিকভাবে Lord Byron হিসেবে স্বীকৃত হন
Lord Byron-এর উল্লেখযোগ্য কবিতাসমূহ:
-
Hours of Idleness
-
Don Juan
-
She Walks in Beauty
-
Love and Death
0
Updated: 1 month ago
From which poem is the line "April is the cruellest month" taken?
Created: 1 month ago
A
Ozymandias
B
Ode to a Nightingale
C
The Waste Land
D
The Prelude
“April is the cruellest month” লাইনটি নেওয়া হয়েছে T. S. Eliot-এর বিখ্যাত কবিতা The Waste Land থেকে। এটি আধুনিক কবিতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী মানবজীবনের হতাশা, বিভ্রান্তি ও আধ্যাত্মিক শূন্যতাকে উপস্থাপন করা হয়েছে।
-
The Waste Land একটি দীর্ঘ কবিতা, রচয়িতা T. S. Eliot।
-
কবিতার মোট লাইন সংখ্যা ৪৩৩।
-
কবিতাটি উৎসর্গ করা হয়েছিল আরেকজন খ্যাতিমান আধুনিক কবি Ezra Pound-কে।
-
এটি ২০শ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা, যা Eliot-কে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।
-
কবিতার মূল আলোচ্য বিষয় হলো প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ভাঙন ও মানবসমাজের আধ্যাত্মিক সংকট।
T. S. Eliot (Thomas Stearns Eliot)
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮৮৮, সেন্ট লুইস, মিসৌরি, যুক্তরাষ্ট্র।
-
মৃত্যু: ৪ জানুয়ারি ১৯৬৫, লন্ডন।
-
তিনি ২০শ শতকের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে স্বীকৃত।
-
১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য কবিতা:
-
The Waste Land (1922)
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
তাঁর উল্লেখযোগ্য নাটক:
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trial of a Judge
0
Updated: 1 month ago
Which poem begins with the line "April is the cruellest month"?
Created: 3 months ago
A
Ozymandias
B
Do Not Go Gentle into That Good Night
C
The Waste Land
D
The Raven
“April is the cruellest month” লাইন দিয়ে শুরু হয় T. S. Eliot-এর কবিতা The Waste Land (১৯২২)। এটি আধুনিকতার সময়ের একটি প্রভাবশালী কবিতা, যা যুদ্ধোত্তর ইউরোপের মানসিক ও সামাজিক সংকট, আধ্যাত্মিক শূন্যতা ও নৈতিক পতন তুলে ধরে। এপ্রিলকে "cruellest" বলা হয়েছে কারণ নতুন জীবনের উদয় অতীতের মৃত অবস্থার ব্যথাকে আরও গভীর করে।
উত্তর: গ) The Waste Land
0
Updated: 3 months ago
Which famous philosopher is credited with the quote about a wise man creating opportunities?
Created: 1 month ago
A
Francis Bacon
B
John Locke
C
Thomas Hobbes
D
G. B. Shaw
Francis Bacon ছিলেন একজন প্রখ্যাত ইংরেজ দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী এবং বিজ্ঞানী, যিনি জ্ঞান, ন্যায় এবং প্রায়োগিক চিন্তার ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। তাঁর দর্শনে সফলতা এবং অগ্রগতি ব্যক্তির প্রয়াস, বিচক্ষণতা এবং উদ্ভাবনী ক্ষমতার উপর নির্ভরশীল। তাঁর একটি বিখ্যাত উক্তি হলো: “A wise man will make more opportunities than he finds”, যা বোঝায় যে জ্ঞানী মানুষ কেবল সুযোগের অপেক্ষা করেন না, বরং নিজে থেকেই সুযোগ সৃষ্টি করেন। তাই Bacon কেবল তাত্ত্বিক নয়, বাস্তবমুখী দার্শনিক হিসেবেও পরিচিত।
• Francis Bacon (1561–1626):
-
তিনি Jacobean যুগের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক ও দার্শনিক।
-
পূর্ণ নাম: Francis Bacon, Viscount Saint Alban, এবং তিনি Sir Francis Bacon নামেও পরিচিত।
-
Bacon একজন English philosopher, statesman, scientist, jurist, orator, essayist এবং author ছিলেন।
-
তিনি 1618–1621 পর্যন্ত England-এর Lord Chancellor পদে নিযুক্ত ছিলেন।
-
তাকে natural philosopher হিসেবেও সম্মানিত করা হয়।
• উল্লেখযোগ্য রচনা:
-
The Essays
-
Advancement of Learning
-
The New Atlantis
• Francis Bacon-এর বিখ্যাত উক্তি:
-
“It is as natural to die as to be born; and to a little infant, perhaps, the one is as painful as the other.”
-
“There is no excellent beauty that hath not some strangeness in the proportion.”
-
“All rising to great place is by a winding stair.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
“Prosperity doth best discover vice, but Adversity doth best discover virtue.”
-
“For knowledge, too, is itself power.”
-
“It is impossible to love and be wise.”
-
“A wise man will make more opportunities than he finds.”
-
“Revenge is a kind of wild justice.”
-
“Silence is the sleep that nourishes wisdom.”
• বিখ্যাত Essays:
-
Of Revenge
-
Of Studies
-
Of Marriage and Single Life
-
Of Love
-
Of Friendship
-
Of Truth
সঠিক উত্তর: ক) Francis Bacon
0
Updated: 1 month ago