'A Dictionary of the English Language' was compiled by
A
Samuel Johnson
B
John Dryden
C
Alexander Pope
D
Samuel Richardson
উত্তরের বিবরণ
A Dictionary of the English Language হলো প্রথম ইংরেজি অভিধান, যা Dr. Samuel Johnson দ্বারা সংকলিত। এটি The Age of Sensibility সময়ে সম্পন্ন হয় এবং Johnson-এর প্রভাবের কারণে এই যুগকে প্রায়শই The Age of Johnson বলা হয়। Johnson ইংরেজি সাহিত্যে একজন প্রভাবশালী সমালোচক হিসেবে পরিচিত এবং তিনি William Shakespeare-এর সমালোচক হিসেবেও খ্যাত। তাকে Father of English Dictionary বলা হয়।
-
লেখক: Dr. Samuel Johnson
-
উপাধি: Father of English Dictionary
-
যুগ: The Age of Sensibility / Age of Johnson
-
প্রসঙ্গ: ইংরেজি ভাষার শব্দ সংগ্রহ ও সাহিত্য সমালোচনা
Dr. Samuel Johnson-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Dictionary
-
The History of Rasselas, Prince of Abyssinia
-
Preface to Shakespeare
0
Updated: 1 month ago
Robert Browning is -
Created: 2 months ago
A
Romantic poet
B
Victorian poet
C
Modern poet
D
Neoclassical poet
Robert Browning
-
Victorian যুগের একজন British poet।
-
Dramatic monologue রচনায় দক্ষতার জন্য বিখ্যাত।
Notable Works
Poems: My Last Duchess, The Pied Piper of Hamelin, Fra Lippo Lippi, Andrea del Sarto।
Play: Strafford (1837) – মাত্র পাঁচবার মঞ্চস্থ হওয়ার পর বন্ধ হয়।
0
Updated: 2 months ago
Samuel Taylor Coleridge is the composer of-
Created: 1 month ago
A
Queen Mab
B
Kubla Khan & Dejection: An Ode
C
Correct Answer: b
D
The Solitary Reaper
Samuel Taylor Coleridge ছিলেন Kubla Khan কবিতার রচয়িতা এবং একজন প্রভাবশালী ইংরেজ কবি, সমালোচক ও দার্শনিক। তিনি রোমান্টিক যুগের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং পরবর্তী অনেক কবির ওপর তার প্রভাব বিস্তৃত।
-
Kubla Khan:
-
কবিতার পুরো নাম: Kubla Khan; or, a Vision in a Dream
-
এটি একটি Romantic poem।
-
Coleridge নিজে বলেছেন, রচনার সময় তিনি নেশাগ্রস্থ ছিলেন এবং অনেক লাইন তিনি স্বপ্নাদিষ্টভাবে পেয়েছিলেন।
-
কিছু সাহিত্য গবেষকের মতে, কবিতার মূল বিষয় হলো Nature of human genius।
-
Kublai Khan ছিলেন Emperor Shizu of Yuan এবং পঞ্চম খাগান-সম্রাট, যিনি ১২৬০–১২৯৪ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
-
-
Samuel Taylor Coleridge (1772-1834):
-
তিনি ইংরেজ কবি, সমালোচক ও দার্শনিক।
-
তার কবিতায় সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইল প্রতিফলিত হয়েছে, যা পরবর্তী অনেক কবির মধ্যে প্রতিধ্বনিত হয়েছে।
-
William Wordsworth-এর সঙ্গে মিলিত হয়ে তিনি Lyrical Ballads (১৭৯৮) রচনা করেন, যার মধ্যে রয়েছে বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner এবং Frost at Midnight, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা হিসেবে বিবেচিত হয়।
-
তিনি Biographia Literaria, ২ খণ্ড (১৮১৭) রচনা করেন, যা রোমান্টিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্য সমালোচনার কাজ।
-
-
বিশিষ্ট রচনা:
-
Biographia Literaria (book)
-
Christabel (poem)
-
Dejection: An Ode (poem)
-
Frost at Midnight (poem)
-
Kubla Khan (poem)
-
Lyrical Ballads (book)
-
On the Constitution of the Church and State (book)
-
Source:
0
Updated: 1 month ago
Choose the right form of verb:
I felt relaxed as soon as I ________ the exam.
Created: 2 months ago
A
complete
B
had completed
C
had been completing
D
completed
As soon as
• Complete Sentence:
-
English: I felt relaxed as soon as I completed the exam.
-
Bangla: পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমি স্বস্তি বোধ করলাম।
• Grammar Rule (Past Indefinite Tense):
-
যদি As soon as এর পূর্বে Past Indefinite Tense থাকে, তাহলে এর পরেও Past Indefinite Tense ব্যবহার হয়।
-
অর্থাৎ, অতীতের দুটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে, দুটোই Past Indefinite Tense এ থাকবে।
-
উদাহরণ: শূন্যস্থানে সঠিক উত্তর হলো completed।
• Grammar Rule (Future Indefinite Tense):
-
Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
-
উদাহরণ: I shall ring you up as soon as I arrive.
0
Updated: 2 months ago