'Fools rush in where angels fear to _____.' Complete this quote.
A
go
B
tread
C
walk
D
step
উত্তরের বিবরণ
An Essay on Criticism হলো Alexander Pope রচিত একটি শিক্ষামূলক কবিতা, যা মূলত সাহিত্য ও সমালোচনা সম্পর্কিত দিক নির্দেশনা প্রদান করে। কবিতার বিখ্যাত লাইন "Fools rush in where angels fear to tread." নির্দেশ করে যে অভিজ্ঞতা বা বিচক্ষণতা ছাড়া কেউ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রবেশ করে। Pope এই কবিতাটি মাত্র ২২ বছর বয়সে রচনা করেন এবং এটি ১৭১১ সালে প্রকাশিত হয়।
-
লেখক: Alexander Pope (1688-1744)
-
ধরণ: Poem (Educational)
-
প্রকাশকাল: 1711
-
প্রসঙ্গ: সাহিত্য সমালোচনা এবং মানব স্বভাবের প্রতি তীক্ষ্ণ পর্যবেক্ষণ
Alexander Pope সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন poet এবং satirist
-
সমস্ত Epigrammatic ইংরেজ লেখকদের মধ্যে অন্যতম
কিছু বিখ্যাত উক্তি:
-
"Fools rush in where angels fear to tread."
-
"A little Learning is a dangerous Thing."
-
"To err is human, to forgive, divine."
Alexander Pope-এর উল্লেখযোগ্য কবিতাসমূহ:
-
An Essay on Criticism (1711)
-
The Rape of the Lock (1712-14)
-
The Dunciad (1728)
-
An Essay on Man (1733-34)
0
Updated: 1 month ago
It is time we ____ for the station.
Created: 1 month ago
A
could leave
B
have left
C
are leaving
D
left
Complete Sentence:
-
It is time we left for the station.
It is time / It is high time:
-
যখন It is time বা It is high time ব্যবহার করা হয় এবং এর পর subject বসে, তখন subject-এর পরে verb past form হয়।
-
উদাহরণ: বাক্যটির verb হলো left।
-
-
যদি It is time বা It is high time এর পরে subject না আসে, তখন verb Infinitive form হয়।
-
উদাহরণ: It is high time to change our attitude.
-
উৎস:
0
Updated: 1 month ago
"Into the valley of Death
Rode the six hundred" -
- Who quoted it?
Created: 2 months ago
A
P.B. Shelly
B
Alfred Tennyson
C
Thomas Gray
D
W.B. Yeats
“Into the valley of Death / Rode the six hundred” লাইন দুটি আলফ্রেড টেনিসনের বিখ্যাত কবিতা “The Charge of the Light Brigade” থেকে নেওয়া হয়েছে।
-
The Charge of the Light Brigade টেনিসনের রচিত একটি কবিতা যা ১৮৫৫ সালে প্রকাশিত হয়।
-
এর প্রেক্ষাপট ১৮৫৪ সালের ক্রিমিয়ান যুদ্ধের Battle of Balaklava, যেখানে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্ক একত্রে যুদ্ধ করেছিল।
-
এই যুদ্ধে ব্রিটিশ সেনাদের একটি অশ্বারোহী বাহিনী, Light Brigade, কে ভুলবশত রাশিয়ান আর্টিলারি ইউনিটের বিরুদ্ধে আক্রমণের নির্দেশ দেওয়া হয়।
-
কবিতাটি সেই ৬০০ সৈনিকের বীরত্বগাথা বর্ণনা করে, যারা ঘোড়ায় চড়ে “death valley” পেরিয়ে শত্রুর দিকে অগ্রসর হয়েছিল।
-
সৈনিকরা জানত তাদের কমান্ডারের আদেশ ছিল ভয়ানক ভুল, তবুও কেউ দ্বিধা করেনি। কারণ তাদের মতে সৈনিকের কাজ হলো “to do and die”, উত্তর দেওয়া নয়, কারণ খোঁজা নয়।
-
তারা বহু দিক থেকে শত্রুর আক্রমণের শিকার হয় এবং শেষ পর্যন্ত নিরস্ত্র অবস্থায় মৃত্যুবরণ করে, কিন্তু তাদের বীরত্ব অম্লান থেকে যায়।
-
টেনিসনের কবিতায় বলা হয়েছে, এই মহৎ ৬০০ জন সৈনিক চিরকাল সম্মান ও শ্রদ্ধার যোগ্য, তাদের গৌরব অমর।
-
Alfred, Lord Tennyson ছিলেন একজন ইংরেজ কবি, যাকে প্রায়শই ভিক্টোরিয়ান যুগের প্রধান প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়।
টেনিসনের উল্লেখযোগ্য কবিতা সমূহ
-
Oenone
-
Ulysses
-
The Lotus Eaters
-
Locksley Hall
-
Tears, Idle Tears
-
Tithonus
-
The Two Voices
-
The Lady of Shalott
-
Vision of Sin
-
Morte d’Arthur
-
The Charge of the Light Brigade
-
Crossing the Bar
-
Enoch Arden
-
Idylls of the King
-
The Falcon
-
In Memoriam (Elegy)
-
Queen Mary (Comedy)
-
Harold
0
Updated: 2 months ago
Shakespeare was not a/an-
Created: 2 months ago
A
Actor
B
Novelist
C
Playwright
D
Poet
William Shakespeare – Poet, Dramatist, Actor (Not a Novelist)
১. পরিচিতি
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পরিচিতি:
-
English poet, dramatist, actor
-
Bard of Avon
-
English National Poet
-
Dr. Samuel Johnson-এর মতে, Poet of Human Nature
-
-
মোট সাহিত্যকর্ম: ১৫৪টি Sonnet, ৩৭টি Drama
২. উল্লেখযোগ্য কাজসমূহ
Tragedy:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night’s Dream
Famous Poems / Long Poems:
-
Shall I Compare Thee to a Summer’s Day (Sonnet 18)
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
৩. গুরুত্বপূর্ণ তথ্য
-
Shakespeare কখনো কোনো নভেল লিখেননি।
-
তার প্রধান সাফল্য নাটক ও কবিতার মাধ্যমে।
0
Updated: 2 months ago