The Rime of the Ancient Mariner is written by -
A
William Wordsworth
B
S.T. Coleridge
C
P.B. Shelley
D
John Milton
উত্তরের বিবরণ
The Rime of the Ancient Mariner হলো Samuel Taylor Coleridge রচিত একটি বিখ্যাত কবিতা, যা মানুষের অপরাধবোধ, প্রায়শ্চিত্ত এবং আত্ম-উদ্ধারের গল্প বর্ণনা করে। কবিতায় একজন প্রাচীন নাবিক Albatross নামক পাখি হত্যার পাপের কারণে কঠিন ভোগান্তির মধ্য দিয়ে যান এবং শেষ পর্যন্ত প্রায়শ্চিত্ত লাভ করেন। কবিতার কেন্দ্রীয় চরিত্র একটি বিবাহোত্সবে যাওয়া তিন যুবকের মধ্যে একজনকে ধরে রাখে এবং তাকে তার যুবকালীন সমুদ্রযাত্রার অভিজ্ঞতা—Albatross হত্যা, সহকর্মী নাবিকদের মৃত্যু, তার কষ্ট এবং শেষ পর্যন্ত মুক্তি—বর্ণনা করে।
-
লেখক: Samuel Taylor Coleridge
-
প্রকাশকাল: ১৭৯৮, ‘Lyrical Ballads’-এ অন্তর্ভুক্ত
-
ধরণ: লিরিক্যাল কবিতা (৭ পার্টে বিভক্ত)
-
প্রসঙ্গ: অপরাধ, প্রায়শ্চিত্ত ও আত্ম-উদ্ধার
Samuel Taylor Coleridge সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English lyrical poet, critic এবং philosopher
-
পরিচয়: Poet of Supernaturalism
Samuel Taylor Coleridge-এর উল্লেখযোগ্য কাজ:
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book)
-
The Rime of the Ancient Mariner (Poem)

0
Updated: 17 hours ago
Hyperion is written by -
Created: 2 weeks ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
• Hyperion:
- Hyperion হলো John Keats লিখিত একটি Epic poem.
- এটি টাইটান দেবতাদের পতনের কাহিনি বলে, যারা অলিম্পিয়ানদের হাতে পরাজিত হয়।
- কবিতাটি হাইপেরিয়নের কাহিনিকে কেন্দ্র করে, যেখানে জ্ঞান ও কাব্যকলার দেবতা অ্যাপোলো তাকে পরাজিত করে। এতে মানবজীবনের দুঃখ-কষ্ট এবং তা থেকে অর্জিত জ্ঞানের ধারণা তুলে ধরা হয়েছে।
- Hyperion হচ্ছে সূর্য দেবতা।
- কবিতায় Titans এবং Olympians; দেবতাদের এই দুই দলের বিবাদ দেখানো হয়েছে।
- Hyperion হচ্ছে Titans দের প্রধান আশা ভরসার কেন্দ্রস্থল।
- Hyperion ক্ষমতা দখলের লড়াইতে এগিয়ে থাকলেও Olympians রা হাজির করে Apollo দেবতাকে।
- Apollo হচ্ছে জ্ঞান, কবিতা আর শিল্পের দেবতা।
John Keats:
- An English Romantic lyric poet who devoted his short life to the perfection of poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- He is also called the ‘Poet of Beauty’.
John Keats's famous poems are -
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- The Eve of St,
- Endmiyon,
- Ode on a Grecian Urn,
- La Belle Dame Sans Merci.
Source:

0
Updated: 2 weeks ago
Class relations and societal conflict are the key understanding of -
Created: 1 month ago
A
Feminism
B
Formalism
C
Structuralism
D
Marxism
সঠিক উত্তর: ঘ) Marxism
বিস্তারিত ব্যাখ্যা:
Marxism বা মার্ক্সবাদ:
-
এটি সমাজ ও ইতিহাস বিশ্লেষণের একটি তত্ত্ব, যা মূলত শ্রেণিগত সম্পর্ক ও সামাজিক সংঘাতের ওপর ভিত্তি করে।
-
প্রতিষ্ঠাতা: Karl Marx এবং কিছু পরিমাণে Friedrich Engels
-
মূল ধারণা: সমাজের ইতিহাস মূলত শোষক ও শোষিত শ্রেণির মধ্যকার সংঘাতের ইতিহাস। অর্থনৈতিক কাঠামো সমাজের রাজনীতি, সংস্কৃতি ও আইন নির্ধারণ করে।
মার্ক্সবাদের তিনটি মূল দিক:
-
দার্শনিক মানবতত্ত্ব (Philosophical anthropology)
-
ইতিহাস বিষয়ক তত্ত্ব (Theory of history)
-
অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মসূচি (Economic and political program)
অ্যাপ্লিকেশন:
-
১৯১৭ সালের রুশ বিপ্লবের পর, Vladimir Lenin এবং Joseph Stalin এর মাধ্যমে Marxism-Leninism হিসেবে বিকাশ লাভ।
-
মার্ক্সবাদ পরবর্তীতে বিভিন্ন সমাজতান্ত্রিক আন্দোলন ও কমিউনিস্ট পার্টির আদর্শ হয়ে ওঠে।
উপসংহার: Marxism মূলত শ্রেণি সংগ্রাম ও অর্থনৈতিক কাঠামোর প্রভাব বিশ্লেষণ করে সমাজ ও ইতিহাস বোঝার একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব।

0
Updated: 1 month ago
What is the synonym of the word 'dogmatic'?
Created: 2 weeks ago
A
Emulate
B
Enamor
C
Hasty
D
Adamant
• Correct Answer: ঘ) Adamant
Explanation:
-
Dogmatic
-
Bangla Meaning: মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন
-
English Meaning: characterized by or given to the expression of opinions very strongly or positively as if they were facts
-
-
Adamant
-
Bangla Meaning: অনমনীয়; অবিচলচিত্ত; দৃঢ়সংকল্প; অনড়
-
English Meaning: unshakable or insistent especially in maintaining a position or opinion; unyielding
-
Other options:
-
ক) Emulate – সমকক্ষ হতে বা ছাড়িয়ে যেতে চেষ্টা করা
-
খ) Enamor – মুগ্ধ/অনুরক্ত হওয়া; প্রেমমুগ্ধ হওয়া
-
গ) Hasty – ত্বরিত; চটজলদি

0
Updated: 2 weeks ago