The Rime of the Ancient Mariner is written by -
A
William Wordsworth
B
S.T. Coleridge
C
P.B. Shelley
D
John Milton
উত্তরের বিবরণ
The Rime of the Ancient Mariner হলো Samuel Taylor Coleridge রচিত একটি বিখ্যাত কবিতা, যা মানুষের অপরাধবোধ, প্রায়শ্চিত্ত এবং আত্ম-উদ্ধারের গল্প বর্ণনা করে। কবিতায় একজন প্রাচীন নাবিক Albatross নামক পাখি হত্যার পাপের কারণে কঠিন ভোগান্তির মধ্য দিয়ে যান এবং শেষ পর্যন্ত প্রায়শ্চিত্ত লাভ করেন। কবিতার কেন্দ্রীয় চরিত্র একটি বিবাহোত্সবে যাওয়া তিন যুবকের মধ্যে একজনকে ধরে রাখে এবং তাকে তার যুবকালীন সমুদ্রযাত্রার অভিজ্ঞতা—Albatross হত্যা, সহকর্মী নাবিকদের মৃত্যু, তার কষ্ট এবং শেষ পর্যন্ত মুক্তি—বর্ণনা করে।
-
লেখক: Samuel Taylor Coleridge
-
প্রকাশকাল: ১৭৯৮, ‘Lyrical Ballads’-এ অন্তর্ভুক্ত
-
ধরণ: লিরিক্যাল কবিতা (৭ পার্টে বিভক্ত)
-
প্রসঙ্গ: অপরাধ, প্রায়শ্চিত্ত ও আত্ম-উদ্ধার
Samuel Taylor Coleridge সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English lyrical poet, critic এবং philosopher
-
পরিচয়: Poet of Supernaturalism
Samuel Taylor Coleridge-এর উল্লেখযোগ্য কাজ:
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book)
-
The Rime of the Ancient Mariner (Poem)
0
Updated: 1 month ago
“Fortuitous” is best replaced by:
Created: 1 month ago
A
Serendipitous
B
Premeditated
C
Unlucky
D
Planned
The closest in meaning to 'Fortuitous' is – Serendipitous।
-
Fortuitous (adjective)
-
English Meaning: happening by chance, often in a lucky or beneficial way
-
Bangla Meaning: আকস্মিক; সৌভাগ্যজনক
-
-
Option Analysis:
-
Serendipitous: সৌভাগ্যজনক; আকস্মিকভাবে শুভ ফলপ্রসূ
-
Premeditated: পূর্বপরিকল্পিত; আগেভাগে চিন্তা করা
-
Unlucky: দুর্ভাগ্যপূর্ণ; অমঙ্গলজনক
-
Planned: পরিকল্পিত; সুশৃঙ্খলভাবে সাজানো
-
0
Updated: 1 month ago
Who is known as the Graveyard Poet?
Created: 3 months ago
A
T.S. Eliot
B
Lord Byron
C
W.B. Yeats
D
Thomas Gray
• Thomas Gray:
- তিনি একজন বিখ্যাত Graveyard Poet.
- His famous Elegy is 'Elegy Written in a Country Churchyard'
- তিনি the Age of Sensibility এর একজন গুরুত্বপূর্ন সাহিত্যিক।
• Notable Poems:
- An Elegy Written in a Country Church Yard,
- Ode on a Distant Prospect of Eton College,
- The Bard,
- The Progress of Poesy.
0
Updated: 3 months ago
She found the sleeping dog under the tree. Here 'sleeping' is -
Created: 2 months ago
A
Gerund
B
Participle
C
Main verb
D
Finite verb
She found the sleeping dog under the tree.
Here 'sleeping' is a Participle.
-
বাক্যে sleeping শব্দটি dog কে বর্ণনা করছে, অর্থাৎ এটি adjective-এর মতো কাজ করছে।
-
Participle হলো এমন একটি verb form যা adjective হিসেবে কাজ করে।
-
এখানে sleeping হলো present participle।
Definition:
-
A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
-
Participles may function as adjectives, describing or modifying nouns.
-
Participle একই সাথে Verb ও Adjective-এর কাজ করতে পারে।
Types of Participles:
-
Present Participle
-
Example: Do not disturb a sleeping dog.
-
-
Past Participle
-
Example: This is a book written by Charles Dickens.
-
-
Perfect Participle
-
Example: Having eaten rice, he went to bed.
-
0
Updated: 2 months ago