The Pilgrim's Progress is a/an -
A
elegy
B
sonnet
C
religious allegory
D
dramatic monologue
উত্তরের বিবরণ
The Pilgrim's Progress হলো John Bunyan রচিত একটি প্রসিদ্ধ religious allegory prose, যা ১৬৭৮ সালে লেখা হয়। এটি Neoclassical Period-এর অন্যতম সাহিত্যকর্ম এবং puritan ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিশদভাবে প্রকাশ করে। কবিতার মতো নয়, এটি একটি প্রতীকী কাহিনী, যা একজন ধার্মিক মানুষের জীবনের যাত্রাপথকে চিত্রিত করে। জনপ্রিয়তার দিক থেকে, The Pilgrim's Progress সাধারণ পাঠকদের মধ্যে বাইবেলের পরে দ্বিতীয় স্থান দখল করেছিল এবং মুদ্রিত কপি সমূহের মধ্যে এখনও এটি সবচেয়ে জনপ্রিয় Christian allegory।
-
লেখক: John Bunyan
-
জন্ম: 1628
-
ধরণ: Religious allegory prose
-
প্রকাশকাল: ১৬৭৮
-
প্রসঙ্গ: ধার্মিক মানুষের জীবনের প্রতীকী যাত্রা
-
উপলব্ধি: Puritan religious outlook
John Bunyan সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English minister, preacher এবং author।
-
Restoration period-এর একজন স্বনামধন্য সাহিত্যিক।
John Bunyan-এর কিছু উল্লেখযোগ্য কাজ:
-
Grace Abounding
-
The Holy War
-
The Life and Death of Mr. Badman
-
The Pilgrim’s Progress

0
Updated: 17 hours ago
Who wrote A Room with a View?
Created: 1 month ago
A
Virginia Woolf
B
E.M. Forster
C
D.H. Lawrence
D
Thomas Hardy
• A Room with a View:
- এটি E.M. Forster রচিত।
- এটি একটি novel.
- প্রকাশিত হয় 1908 সালে।
• ইতালিতে ছুটিতে থাকার সময়, ধনী তরুণী Lucy Honeychurch আবেগপ্রবণ ও উদ্যমী George Emerson-এর প্রতি আকৃষ্ট হন। তবে ইংল্যান্ডে ফিরে আসার পর, তিনি Cecil Vyse নামের এক আত্মকেন্দ্রিক ও সংস্কৃতিচর্চাকারী ব্যক্তির সাথে বাগদান করেন, যাকে ব্রিটিশ সমাজের রক্তশূন্য, শুষ্ক ঐতিহ্যের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
• কিন্তু যখন Emerson পরিবার তাদের শহরে চলে আসে, তখন Lucy বুঝতে পারেন যে তিনি এখনো George-এর প্রতি আকৃষ্ট এবং Cecil-কে সত্যিকারের ভালোবাসেন না। George-এর বাবা Lucy-কে এই সত্য উপলব্ধি করতে উৎসাহিত করেন, যদিও Lucy-র পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে ছিল।
• E.M. Forster:
- তিনি একজন British writer.
- তিনি একাধারে একজন novelist, essayist এবং social ও literary critic.
- His fame rests largely on his novels Howards End and A Passage to India and on a large body of criticism.

0
Updated: 1 month ago
What is Mr. Darcy’s annual income as described in the novel “Pride and Prejudice”?
Created: 1 month ago
A
£4,000
B
£5,000
C
£8,000
D
£10,000
Jane Austen বিস্তারিতভাবে Darcy-এর সামাজিক মর্যাদা তুলে ধরেন। তার বাৎসরিক আয় £10,000, যা Regency England-এর জন্য বিশাল সম্পদ ছিল। এই আর্থিক ক্ষমতাই Darcy-কে সমাজে “eligible bachelor” করে তোলে। Mrs. Bennet ও আশেপাশের সমাজ Darcy-কে মূলত অর্থের কারণে আকর্ষণীয় ভাবে দেখে।
Darcy-এর pride তার উচ্চ সামাজিক মর্যাদা ও সম্পদ থেকেই আসে। তবে Austen দেখান—শেষ পর্যন্ত Darcy শুধু ধনী হওয়ার কারণে নয়, তার নৈতিক উন্নতির কারণেই Elizabeth-এর কাছে গ্রহণযোগ্য হয়।

6
Updated: 1 month ago
Who of the following is known as the Poet of Nature?
Created: 3 weeks ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
William Wordsworth (1770-1850)
William Wordsworth:
-
‘Poet of Nature’ নামে পরিচিত।
-
Romantic Period এর অন্যতম প্রধান কবি।
-
প্রকৃতি কবি হিসেবে সুপরিচিত।
-
1843–1850 পর্যন্ত England এর Poet Laureate ছিলেন।
-
Wordsworth ও Coleridge এর Lyrical Ballads প্রকাশনার মাধ্যমে Romantic Period শুরু হয়।
-
Lyrical Ballads যৌথ প্রকাশনা হলেও Wordsworth এর অবদান সর্বাধিক, তাই তাকে Father of Romantic Age বলা হয়।
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
Famous Poems:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is Too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To the Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael
Only Play: The Borderers

0
Updated: 3 weeks ago