The Pilgrim's Progress is a/an -
A
elegy
B
sonnet
C
religious allegory
D
dramatic monologue
উত্তরের বিবরণ
The Pilgrim's Progress হলো John Bunyan রচিত একটি প্রসিদ্ধ religious allegory prose, যা ১৬৭৮ সালে লেখা হয়। এটি Neoclassical Period-এর অন্যতম সাহিত্যকর্ম এবং puritan ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিশদভাবে প্রকাশ করে। কবিতার মতো নয়, এটি একটি প্রতীকী কাহিনী, যা একজন ধার্মিক মানুষের জীবনের যাত্রাপথকে চিত্রিত করে। জনপ্রিয়তার দিক থেকে, The Pilgrim's Progress সাধারণ পাঠকদের মধ্যে বাইবেলের পরে দ্বিতীয় স্থান দখল করেছিল এবং মুদ্রিত কপি সমূহের মধ্যে এখনও এটি সবচেয়ে জনপ্রিয় Christian allegory।
-
লেখক: John Bunyan
-
জন্ম: 1628
-
ধরণ: Religious allegory prose
-
প্রকাশকাল: ১৬৭৮
-
প্রসঙ্গ: ধার্মিক মানুষের জীবনের প্রতীকী যাত্রা
-
উপলব্ধি: Puritan religious outlook
John Bunyan সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English minister, preacher এবং author।
-
Restoration period-এর একজন স্বনামধন্য সাহিত্যিক।
John Bunyan-এর কিছু উল্লেখযোগ্য কাজ:
-
Grace Abounding
-
The Holy War
-
The Life and Death of Mr. Badman
-
The Pilgrim’s Progress
0
Updated: 1 month ago
"I have measured out my life with coffee spoons." — Who said this?
Created: 3 months ago
A
W. B. Yeats
B
T. S. Eliot
C
Robert Frost
D
Robert Browning
0
Updated: 3 months ago
If winter comes, can spring be far behind?
Is taken from:
Created: 1 month ago
A
Queen Mab
B
Adonais
C
Ode to the West Wind
D
To a Skylark
Correct answer: Ode to the West Wind
Ode to the West Wind:
-
কবিতাটি প্রকাশিত হয় ১৮২০ সালে।
-
এই কবিতাকে গণ্য করা হয় কবির passionate language এবং symbolic imagery ব্যবহারের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে।
-
Shelley এখানে West Wind এর কাছে সাহায্য প্রার্থনা করেছেন এবং সেটিকে পরিবর্তনের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন।
-
কবিতাটি লেখা হয় Cascine Wood near Florence, Italy তে।
-
অনেকের মতে, কবিতাটি Shelley তাঁর পুত্র William এর মৃত্যুশোকে লিখেছিলেন।
-
কবি West Wind এর প্রলয়ংকারী ক্ষমতাকে সমাদর করেছেন এবং একইভাবে আশাবাদ ব্যক্ত করেছেন যেন বৈপ্লবিক চিন্তাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।
-
কবিতার বিখ্যাত শেষ লাইনটি হলো — "If Winter comes, can Spring be far behind?"
P. B. Shelley:
-
তিনি একজন English Romantic poet।
-
তাঁর personal love এবং social justice অনুসন্ধানের আবেগময় প্রয়াস তাঁর কবিতাকে ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ কাব্যসমূহের পর্যায়ে উন্নীত করেছে।
Best works:
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci
Famous quotations:
-
“Our sweetest songs are those that tell of saddest thought.” (Ode to a Skylark)
-
“If Winter comes, can Spring be far behind?” (Ode to the West Wind)
-
“The more we study, the more we discover our ignorance.” (Queen Mab)
0
Updated: 1 month ago
University wits are from -
Created: 2 months ago
A
14th century
B
15th century
C
16th century
D
17th century
University Wits (16th century, Elizabethan)
-
Pioneer English dramatists, Oxford/Cambridge graduates (except Thomas Kyd)।
-
বৈশিষ্ট্য: আগের ধারার নাটক পরিহার, আধুনিকতা ও বৈচিত্র্য।
Members:
-
Christopher Marlowe, Robert Greene, Thomas Nashe (Cambridge)
-
Thomas Lodge, George Peele, John Lyly (Oxford)
-
Thomas Kyd (no university)
0
Updated: 2 months ago