Who wrote Lycidas?
A
John Keats
B
W. Wordsworth
C
John Milton
D
P.B. Shelley
উত্তরের বিবরণ
Lycidas হলো John Milton রচিত একটি এলিজি কবিতা, যা একটি শোকগাঁথা হিসেবে লেখা হয়েছে। কবি তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু Edward King-এর জাহাজ দুর্ঘটনায় মৃত্যু উপলক্ষে এই কবিতা রচনা করেছিলেন। এটি ১৬৩৮ সালে প্রকাশিত হয় এবং Pastoral elegy-এর ধরনে লেখা।
-
লেখক: John Milton
-
প্রকাশকাল: ১৬৩৮
-
ধরণ: Pastoral elegy
-
লিখিত প্রসঙ্গ: Edward King-এর মৃত্যু, Milton-এর বন্ধু ও সহপাঠী
-
ভাষা: ইংরেজি
John Milton সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English poet, pamphleteer, এবং historian।
-
William Shakespeare-এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
-
সবচেয়ে পরিচিত রচনা: Paradise Lost, যা English সাহিত্যে সর্বশ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে widely regarded।
John Milton-এর কিছু গুরুত্বপূর্ণ কাজ:
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)
-
On Shakespeare (প্রথম প্রকাশিত কবিতা)

0
Updated: 17 hours ago
Which of the following writers belongs to the romantic period in English literature?
Created: 2 months ago
A
A. Tennyson
B
Alexander Pope
C
John Dryden
D
S.T. Coleridge
Among the options S.T. Coleridge belongs to the romantic period in English literature.
Samuel Taylor Coleridge
- তিনি একজন English lyrical poet, critic এবং philosopher.
- তাকে Poet of Supernaturalism বলা হয়।
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement, and his Biographia Literaria (1817) is the most significant work of general literary criticism produced in the English Romantic period.
• Notable Works of Samuel Taylor Coleridge:
- Biographia Literaria; (Literary criticism/autobiography)
- Christabel; ( long narrative ballad)
- Dejection: An Ode;
- Frost at Midnight;
- Kubla Khan;
- Lyrical Ballads;
- On the Constitution of the Church and State;
- The Rime of the Ancient Marine.
• অন্যদিকে,
ক) A. Tennyson - belongs to the victorian period.
খ) Alexander Pope - belongs to the Augustan age/ The Neo-classical period.
গ) John Dryden - belongs to the Restoration/ The Neo-classical period.
Source: Encyclopedia Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 2 months ago
Which of the following is a synonym for "outlet"?
Created: 1 week ago
A
Inlet
B
Exit
C
Fame
D
Naval
Outlet একটি noun, যার অর্থ কোনো জিনিস বা শক্তি প্রকাশ বা নিঃসরণ করার স্থান বা মাধ্যম, এছাড়া এটি একটি খুচরা দোকানও বোঝাতে পারে। সাধারণত পানি, বাষ্প বা মানুষ বের হওয়ার পথ হিসেবেও ব্যবহার করা হয়।
-
Outlet (noun)
English Meaning: A place or means of expressing or releasing something, such as emotions or energy; a retail store or shop where goods are sold
Bangla Meaning: পানি, বাষ্প ইত্যাদির নির্গমপথ; নির্গমদ্বার -
Correct Answer: Exit
-
Synonyms:
-
Egress (আনুষ্ঠানিক) বহির্গমনের অধিকার; প্রস্থান
-
Escape (মুক্তি পাওয়া; পালিয়ে যাওয়া; বাষ্প ইত্যাদি বেরিয়ে যাওয়া)
-
Exit ((সিনেমা হল, সভাকক্ষ ইত্যাদি থেকে) বের হওয়ার পথ; নিষ্ক্রমণ দ্বার)
-
-
Antonyms:
-
Inlet (স্থলভাগের অভ্যন্তরে প্রবেশ বা প্রবেশপথ)
-
Entrance (প্রবেশদ্বার)
-
Ingress (আনুষ্ঠানিক প্রবেশ; প্রবেশন; প্রবেশাধিকার)
-
-
Other Options:
-
Fame (খ্যাতি; যশ)
-
Naval (নৌবাহিনীসংক্রান্ত; রণতরিসংক্রান্ত)
-
-
Example Sentences:
-
He plugged the charger into the wall outlet to recharge his phone.
-
The new Nike outlet at the mall offers last season's sneakers at discounted prices.
-
-
Source:

0
Updated: 1 week ago
"Songs of Innocence" was written by -
Created: 1 week ago
A
Lord Byron
B
Jane Austen
C
G. B. Shaw
D
William Blake
“Songs of Innocence” হলো William Blake-এর লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যা প্রকাশিত হয় ১৭৮৯ সালে। এটি শিশুদের সরলতা, নিষ্পাপতা এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে লেখা এবং পৃথিবীকে কোমল ও আত্মিক দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করে। Blake-এর আরেকটি কাব্যগ্রন্থ Songs of Experience (1794) হলো এর প্রত্যুত্তর, যেখানে ২৬টি কবিতা রয়েছে। ১৭৯৪ সালে তিনি দুটি কাব্যগ্রন্থকে একত্রিত সংস্করণে প্রকাশ করেছিলেন।
-
Songs of Innocence-এ ১৯টি কবিতা রয়েছে।
-
কবিতাগুলি শিশুদের নির্দোষ দৃষ্টিভঙ্গি ও মানবিক ভাবনাকে কেন্দ্র করে।
William Blake (1757–1827)
-
ইংরেজ কবি, চিত্রশিল্পী এবং দার্শনিক।
-
Early Romantic era-এর একজন প্রখ্যাত visionary।
-
তার মূল পেশা ছিল engraver এবং watercolor artist/painter।
-
Blake-এর কবিতা ও চিত্রশিল্পে ধর্ম, প্রতীকী ভাষা এবং কল্পনাশক্তি লক্ষ্য করা যায়।
-
জীবদ্দশায় কম জনপ্রিয় হলেও, মৃত্যুর পর ইংরেজ সাহিত্যে তিনি গুরুত্বপূর্ণ কবি হিসেবে স্বীকৃতি পান।
উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Songs of Innocence
-
Songs of Experience
-
The Marriage of Heaven and Hell
-
Milton, a poem
-
The Divine Image
-
A Vision of the Last Judgment
-
Jerusalem
-
London
-
The Tyger
-
The Lamb
-
The Everlasting Gospel
-
The First Book of Urizen
-
Visions of the Daughters of Albion

0
Updated: 1 week ago