দেয়ালে টানানো একটি ছবির দিকে ইঙ্গিত করে পুলক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে" । ছবির ব্যক্তিটি সম্পর্কে পুলকের কী হয়?
A
পুলকের পিতা
B
পুলকের সন্তান
C
পুলকের ভাই
D
পুলক নিজে
উত্তরের বিবরণ
প্রশ্ন: দেয়ালে টানানো একটি ছবির দিকে ইঙ্গিত করে পুলক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে" । ছবির ব্যক্তিটি সম্পর্কে পুলকের কী হয়?
সমাধান:
ছবির ব্যক্তিটি সম্পর্কে পুলকের সন্তান হয়।
পুলকের মায়ের একমাত্র ছেলে হলো পুলক নিজে।
ছবির ব্যক্তির পিতা হলো পুলক।
অর্থাৎ ছবির ব্যক্তিটি পুলকের সন্তান।
0
Updated: 1 month ago
স্থির পানিতে নৌকার বেগ ৬ কি.মি/ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত?
Created: 1 month ago
A
৪ কি.মি/ঘণ্টা
B
৩ কি.মি/ঘণ্টা
C
১ কি.মি/ঘণ্টা
D
২ কি.মি/ঘণ্টা
প্রশ্ন: স্থির পানিতে নৌকার বেগ ৬ কি.মি/ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত?
সমাধান:
ধরি,
স্রোতের বেগ = ক
∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ = (৬ + ক) কি.মি/ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = নৌকার বেগ - স্রোতের বেগ = (৬ - ক) কি.মি/ঘণ্টা
প্রশ্নমতে,
(৬ + ক) = ২(৬ - ক)
বা, ৬ + ক = ১২ - ২ক
বা, ২ক + ক = ১২ - ৬
বা, ৩ক = ৬
বা, ক = ৬/৩ = ২
অতএব, স্রোতের বেগ = ২ কি.মি/ঘণ্টা
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 2 months ago
A
8
B
9
C
10
D
22
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 10
প্রথম চিত্রে,
(112/7) × 2
= 16 × 2
= 32
দ্বিতীয় চিত্রে,
(128/4) × 2
= 32 × 2
= 64
তৃতীয় চিত্রে,
(55/11) × 2
= 5 × 2
= 10
0
Updated: 2 months ago
Indignant শব্দটির সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
Angry
B
Improper
C
Unskilled
D
Money
Indignant শব্দটির সমার্থক হলো Angry।
-
Indignant: রুষ্ট, ক্ষুদ্ধ
-
Angry: রাগান্বিত, ক্রুদ্ধ, রুষ্ট
অর্থাৎ, উভয় শব্দই একই ধরনের রাগ বা ক্ষোভ প্রকাশ করে।
অন্যদিকে:
-
Unskilled: অদক্ষ
-
Improper: অনুচিত
-
Money: টাকা
উৎস:
0
Updated: 1 month ago