যদি ৫ + ৩ = ২৮, ৮ + ৭ = ১১৫, ১০ + ৫ = ৫১৫ হয়, তবে ১২ + ৩ =?
A
১৫৫
B
৯১৫
C
৮১৬
D
১৫৯
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি ৫ + ৩ = ২৮, ৮ + ৭ = ১১৫, ১০ + ৫ = ৫১৫ হয়, তবে ১২ + ৩ =?
সমাধান:
এখানে
৫ + ৩ = ২৮ ⇒ ৫ - ৩ = ২, ৫ + ৩ = ৮
৮ + ৭ = ১১৫ ⇒ ৮ - ৭ = ১, ৮ + ৭ = ১৬
১০ + ৫ = ৫১৫ ⇒ ১০ - ৫ = ৫, ১০ + ৫ = ১৫
একইভাবে,
১২ - ৩ = ৯, ১২ + ৩ = ১৫
সুতরাং, ১২ + ৩ = ৯১৫

0
Updated: 18 hours ago
40 ওয়াট লেখা একটি বাল্ব দৈনিক 15 ঘণ্টা চললে 2 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
Created: 18 hours ago
A
0.12 Kwh
B
1.2 Kwh
C
0.6 Kwh
D
6 Kwh
প্রশ্ন: 40 ওয়াট লেখা একটি বাল্ব দৈনিক 15 ঘণ্টা চললে 2 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
সমাধান:
দেওয়া আছে,
ক্ষমতা, P = 40 ওয়াট
সময়, t = 15 × 2 = 30 ঘণ্টা
আমরা জানি,
W = Pt
= 40 × 30
= 1200 W-h
= 1200/1000 Kw-h
= 1.2 Kw-h

0
Updated: 18 hours ago
কোন রেলপথে মোট ২৫টি স্টেশন আছে। প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে। স্টেশনগুলোকে সব মিলিয়ে মোট কত ধরনের টিকেট রাখতে হবে?
Created: 1 week ago
A
৭০০টি
B
৪০০টি
C
৫০০টি
D
৬০০টি
প্রশ্ন: কোন রেলপথে মোট ২৫টি স্টেশন আছে। প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে। স্টেশনগুলোকে সব মিলিয়ে মোট কত ধরনের টিকেট রাখতে হবে?
সমাধান:
যেহেতু, প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে,
তাই প্রত্যেক যাত্রী টিকেট কিনতে পারবে = (২৫ - ১) = ২৪টি [নিজ স্টেশনের টিকেট কিনার প্রয়োজন নেই তাই মোট স্টেশন থেকে ১ বিয়োগ করা হয়েছে]
∴ মোট টিকেট রাখতে হবে = (২৫ × ২৪)টি
= ৬০০টি

0
Updated: 1 week ago
Insert the arithmetical signs, if (28 ? 4 ? 8 ÷ 2 = 116)
Created: 18 hours ago
A
+, -
B
÷, -
C
×, +
D
none of the above
প্রশ্ন: Insert the arithmetical signs, if (28 ? 4 ? 8 ÷ 2 = 116)
সমাধান:
25 × 3 + 6 ÷ 2
= 25 × 3 + 3
= 75 + 3
= 78

0
Updated: 18 hours ago