মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র কোনটি?
A
ল্যাকটোমিটার
B
ট্যাকোমিটার
C
ফ্যাদোমিটার
D
ওডোমিটার
উত্তরের বিবরণ
প্রশ্ন: মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র কোনটি?
সমাধান:
মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র - ওডোমিটার (Odometer)।
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র - ট্যাকোমিটার (Tachometer)।
সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র - ফ্যাদোমিটার (Fathometer)।
দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র - ল্যাকটোমিটার (Tachometer)।

0
Updated: 18 hours ago