ভারসাম্য বজায় রাখতে B প্রান্তে কত কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে?
A
26 Kg
B
20 Kg
C
18 Kg
D
28 Kg
উত্তরের বিবরণ
প্রশ্ন: ভারসাম্য বজায় রাখতে B প্রান্তে কত কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে?
সমাধান:
ধরি,
P প্রান্তে ভর স্থাপন করতে হবে = x কেজি
প্রশ্নমতে,
32 × 14 = 16x
⇒ 16x = 448
⇒ x = 448/16
⇒ x = 28
অতএব লিভার টি তে ভারসাম্য বজায় রাখতে P প্রান্তে 28 কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে।

0
Updated: 18 hours ago
বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ভর প্রয়োগ করতে হবে?
Created: 2 weeks ago
A
26.5 kg
B
23.5 kg
C
18 kg
D
28.5 kg
প্রশ্ন: বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ভর প্রয়োগ করতে হবে?
সমাধান:
দেওয়া আছে,
বস্তুটির সাথে যুক্ত রশির সংখ্যা = 6 টি
∴ রশির মুক্তপ্রান্তে প্রযুক্ত ভর = বস্তুর ভর/বস্তুর সাথে যুক্ত রশির সংখ্যা
= 141/6
= 23.5 kg

0
Updated: 2 weeks ago
উভয় পাশে ভারসাম্য রক্ষা করতে হলে '?' চিহ্নিত বস্তুর ভর কত হতে হবে?
Created: 3 weeks ago
A
10 kg
B
9 kg
C
8 kg
D
7 kg
সমাধান:
ভারসাম্য রক্ষার ক্ষেত্রে উভয় পাশের দূরত্ব ও ভরের মোট গুণফল সমান হতে হয়।
তাহলে,
(৭ + ?) × ৯ = ১২ × ১২
⇒ ৭ + ? = ১৪৪/৯
⇒ ৭ + ? = ১৬
⇒ ? = ১৬ - ৭
∴ ? = ৯
∴ বস্তুর ভর ৯ কেজি হতে হবে।

0
Updated: 3 weeks ago