গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২ : ০০ টা। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
A
সকাল ৫ টা
B
সকাল ১১ টা
C
সন্ধ্যা ৬ টা
D
বিকাল ৫ টা
উত্তরের বিবরণ
প্রশ্ন: গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২ : ০০ টা। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
উত্তর:
পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
৪৫° দ্রাঘিমার জন্য সময়ের প্রার্থক্য হবে = ৪৫ × ৪ = ১৮০ মিনিট বা ৩ ঘণ্টা।
পূর্বদিকে সময় বাড়ে,
সুতরাং স্থানীয় সময় = ২ : ০০ + ৩ : ০০ = বিকাল ৫ : ০০

0
Updated: 18 hours ago