পলাশীর যুদ্ধে কোন ফরাসি সেনানায়ক বাংলার নবাবের পক্ষে লড়াই করে?
A
আল বুকার্ক
B
সিন ফ্রে
C
মেজর মনরো
D
ভান্সিটার্ট
উত্তরের বিবরণ
পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানে সংঘটিত হয়, যেখানে স্বাধীন বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। এই পরাজয়ের ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়। প্রতি বছর ২৩ জুন পলাশী দিবস হিসেবে স্মরণ করা হয়। যুদ্ধটি বাংলার শেষ স্বাধীন নবাব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশী নামক স্থানে সংঘটিত হওয়ায় এটি পলাশীর যুদ্ধ নামে পরিচিত।
-
১৭৫৭ সালে রবার্ট ক্লাইভ সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করে কলকাতা দখল করেন।
-
নবাবের পরাজয়ের ফলে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের পথ উন্মুক্ত হয়।
-
নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন জগৎশেঠ, মীরজাফর, রায়দুর্লভ ও উমিচাদ।
-
নবাবের পক্ষে যুদ্ধ করেন মীরমদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিন ফ্রে।
-
২৩ জুন পলাশী দিবস হিসেবে প্রতি বছর স্মরণ করা হয়।
0
Updated: 1 month ago
গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র কোনটি?
Created: 1 month ago
A
ফ্যাদোমিটার
B
ব্যারোমিটার
C
হাইগ্রোমিটার
D
ম্যানোমিটার
বিভিন্ন প্রকারের পরিমাপক যন্ত্র এবং তাদের ব্যবহার নিম্নরূপ:
-
দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র: ল্যাকটোমিটার
-
সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্র: ফ্যাদোমিটার
-
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র: সিসমোগ্রাফ
-
ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র: রিখটার স্কেল
-
বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র: ব্যারোমিটার
-
গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র: ম্যানোমিটার
-
আর্দ্রতা পরিমাপের যন্ত্র: হাইগ্রোমিটার
-
উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র: পাইরোমিটার
-
তাপমাত্রা মাপার যন্ত্র: থার্মোমিটার
0
Updated: 1 month ago
Which is the largest haor in Bangladesh?
Created: 1 month ago
A
Tanguar Haor
B
Hail Haor
C
Hakaluki Haor
D
Nikli Haor
হাকালুকি হাওর বাংলাদেশের সবচেয়ে বড় হাওর, যা তার বিস্তৃত এলাকা, বৈচিত্র্যময় জীববৈচিত্র্য এবং ভৌগোলিক গুরুত্বের জন্য পরিচিত।
-
হাওরটি মৌলভীবাজার এবং সিলেট জেলায় অবস্থিত।
-
এর ভৌগোলিক অবস্থান ২৪°৩৫´-২৪°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০১´-৯২°০৯´ পূর্ব দ্রাঘিমাংশ।
-
হাকালুকি হাওরের আয়তন প্রায় ১৮১.১৫ বর্গকিমি।
-
এটি ৫টি উপজেলা ও ১১টি ইউনিয়ন নিয়ে বিস্তৃত।
-
হাওরের এলাকা অনুযায়ী: ৪০% বড়লেখা, ৩০% কুলাউড়া, ১৫% ফেঞ্চুগঞ্জ, ১০% গোলাপগঞ্জ এবং ৫% বিয়ানীবাজার।
-
হাওরের প্রধান জলপ্রবাহ হলো জুরী ও পানাই নদী।
-
হাওরে প্রায় ২৩৮টি বিল রয়েছে।
-
জীববৈচিত্র্য অনুযায়ী হাওরে রয়েছে ১৫০ প্রজাতির মিঠা পানির মাছ, ১২০ প্রজাতির জলজ উদ্ভিদ, এবং ২০ প্রজাতির সরীসৃপ বিলুপ্ত প্রায়।
-
প্রতি বছর শীতকালে প্রায় ২০০ প্রজাতির বিরল অতিথি পাখি হাওরে আসে।
0
Updated: 1 month ago
বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
Created: 1 month ago
A
হাশেম খান
B
এ.কে.এম আব্দুর রউফ
C
কামরুল ইসলাম
D
সমরজিৎ রায় চৌধুরী
বাংলাদেশের সংবিধান হাতে লেখা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ.কে.এম. আব্দুর রউফ, যার নিকট সংবিধানের মূল রচনা তৈরি হয়।
-
১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে গণপরিষদের সদস্যরা হাতে লেখা সংবিধানের কপিতে স্বাক্ষর প্রদান করেন।
-
বাংলাদেশ সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ থেকে।
-
একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেননি।
-
হস্তলিখিত সংবিধানে মোট ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
-
হস্তলিখিত সংবিধানের মূল লেখক হলেন এ.কে.এম. আব্দুর রউফ।
উল্লেখযোগ্য তথ্য:
-
হাশেম খান বাংলাদেশের একজন খ্যাতিমান চিত্রশিল্পী, যিনি ১৯৯২ সালে একুশে পদক লাভ করেন।
-
কামরুল হাসান "পটুয়া" হিসাবেও পরিচিত।
উৎস:
0
Updated: 1 month ago