উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেন কে?
A
আবদুল হামিদ খান ভাসানী
B
নূরুল আলম
C
ধীরেন্দ্রনাথ দত্ত
D
কামাল ফারুক
উত্তরের বিবরণ
ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন শিক্ষিত আইনজীবী ও কংগ্রেস দলীয় রাজনীতিক, যিনি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব উত্থাপন করেন।
-
ধীরেন্দ্রনাথ দত্ত ১৮৮৬ সালের ২ নভেম্বর (১২৯৩ বঙ্গাব্দের ১৬ কার্তিক) ব্রাহ্মণবাড়িয়ার উত্তরে রামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তাঁর পিতা জগবন্ধু দত্ত মুনসেফ কোর্টের সেরেস্তাদার ছিলেন।
-
শিক্ষাজীবন: ১৯০৪ সালে নবীনগর হাই স্কুল থেকে প্রবেশিকা পাশ, ১৯০৮ সালে কলকাতা রিপন কলেজ থেকে বি.এ এবং ১৯১০ সালে একই কলেজ থেকে বি.এল পরীক্ষা উত্তীর্ণ।
-
১৯১১ সালে তিনি কুমিল্লা জেলা বারে যোগদান করেন।
-
১৯০৭ সালে তিনি ত্রিপুরা হিতসাধনী সভার সেক্রেটারি নির্বাচিত হন।
-
১৯৪৮ সালে গণপরিষদের অধিবেশনে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেন।
-
১৬ ফেব্রুয়ারি, ১৯৫৬ সালে পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
-
১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
0
Updated: 1 month ago
’ব্রিজটাউন’ কোন দেশের রাজধানী?
Created: 1 month ago
A
কিউবা
B
বার্বাডোস
C
জ্যামাইকা
D
ব্রাজিল
বার্বাডোস দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যা তার সমৃদ্ধ সংস্কৃতি ও পর্যটনের জন্য পরিচিত। রাজধানী এবং বৃহত্তম শহর ব্রিজটাউন, যা দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবেও গুরুত্বপূর্ণ। দেশের জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান এবং সরকারী ভাষা হলো ইংরেজি।
-
অবস্থান: দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগর।
-
রাজধানী ও বৃহত্তম শহর: ব্রিজটাউন।
-
প্রধান ধর্ম: খ্রিস্টান।
-
সরকারী ভাষা: ইংরেজি।
অন্য দেশের রাজধানীসমূহ:
-
কিউবার রাজধানী: হাভানা।
-
ব্রাজিলের রাজধানী: ব্রাসিলিয়া।
-
জ্যামাইকার রাজধানী: কিংস্টন।
0
Updated: 1 month ago
বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কত সালে?
Created: 1 month ago
A
১৯৭৫ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৩ সালে
D
১৯৭৬ সালে
বাংলাদেশ ওআইসির (OIC) সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে, যা দেশের আন্তর্জাতিক ইসলামি সহযোগিতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।
ওআইসি সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation
-
একটি ইসলামি সহযোগিতা সংস্থা, যা মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট হিসেবে কাজ করে।
-
গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে
-
প্রথম শীর্ষ সম্মেলন: রাবাত, মরক্কো (১৯৬৯)
-
অফিসিয়াল যাত্রা: ১৯৭২ সালে
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি
-
বর্তমান সদস্য: ৫৭টি [আগস্ট, ২০২৫]
-
সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব
উল্লেখযোগ্য তথ্য:
-
বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা (১২তম)
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফরাসি
-
OIC-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? (আগস্ট-২০২৫)
Created: 1 month ago
A
চামড়া-চামড়াজাত পণ্য
B
হস্তশিল্প
C
নীট পোষাক
D
প্রাকৃতিক গ্যাস
বাংলাদেশের রপ্তানি খাতসমূহ ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের আয়ের ভিত্তিতে নিম্নরূপ:
-
নীট পোষাক:
-
রপ্তানি আয়: ২১,১৫৯.০৮ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৪৩.৮২%
-
উল্লেখযোগ্য: বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য
-
-
ওভেন পোষাক:
-
রপ্তানি আয়: ১৮,১৮৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৩৭.৬৭%
-
-
হোম টেক্সটাইল:
-
রপ্তানি আয়: ৮৭১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ১.১৮%
-
-
চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা:
-
রপ্তানি আয়: ১,১৪৫.০৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ২.৩৭%
-
উৎস:
0
Updated: 1 month ago