কর্নওয়ালিসের সময় বিচার ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা হয়?
A
২ ভাগে
B
৩ ভাগে
C
৪ ভাগে
D
৫ ভাগে
উত্তরের বিবরণ
বিচার ব্যবস্থা কর্নওয়ালিসের সময়ে সংস্কার করা হয় এবং এটি দুইটি প্রধান ভাগে বিভক্ত হয়—ফৌজদারি ও দেওয়ানি। ১৭৯০ খ্রিস্টাব্দে এই সংস্কারের ফলে সদর নিজামত আদালত মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করা হয়। বাংলায় এবং বিহার ও উড়িষ্যা অঞ্চলে মোট ১২টি বিভাগ গঠিত হয় এবং প্রতিটি বিভাগের জন্য একটি ভ্রাম্যমান কোর্ট স্থাপন করা হয়। এই আদালতগুলিতে প্রত্যেকটিতে দুজন ইংরেজ বিচারক এবং আইন ব্যাখ্যার জন্য কাজি ও মুফতি নিযুক্ত থাকতেন। লর্ড বেটিঙ্ক সর্বপ্রথম বিচার কার্য ও রাজস্ব আদায়ের দায়িত্ব দেশীয়দের ওপর ন্যস্ত করেন। তিনি ১৮৩২ খ্রিস্টাব্দে বাংলায় সর্বপ্রথম জুড়ি ব্যবস্থা প্রবর্তন করেন, যেখানে ভারতীয়দের জুরির সদস্য হিসেবে নিযুক্ত করা হয়।
-
কর্নওয়ালিসের সময় বিচার ব্যবস্থা দুই ভাগে বিভক্ত: ফৌজদারি ও দেওয়ানি।
-
১৭৯০ খ্রিস্টাব্দে সদর নিজামত আদালত মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত।
-
বাংলা, বিহার ও উড়িষ্যা ১২টি বিভাগে বিভক্ত ও প্রতিটি বিভাগের জন্য ভ্রাম্যমান কোর্ট স্থাপন।
-
আদালতে প্রত্যেকটিতে দুজন ইংরেজ বিচারক এবং কাজি ও মুফতি নিযুক্ত।
-
লর্ড বেটিঙ্ক দেশীয়দের বিচার কার্য ও রাজস্ব আদায়ের দায়িত্ব প্রদান।
-
১৮৩২ খ্রিস্টাব্দে বাংলায় জুড়ি ব্যবস্থা প্রবর্তন এবং ভারতীয়দের জুরির সদস্য হিসেবে নিযুক্ত।
0
Updated: 1 month ago
The most species-rich group in the animal kingdom is:
Created: 1 month ago
A
Echinodermata
B
Arthropoda
C
Porifera
D
Cnidaria
প্রাণিজগতের মধ্যে সবচেয়ে বেশি প্রজাতি-সমৃদ্ধ গ্রুপ হলো আর্থ্রোপোডা (Arthropoda)। এই গ্রুপের অন্তর্ভুক্ত প্রাণীদের মধ্যে রয়েছে পোকা, ক্রাস্টেসিয়ান, আর্কেনিড এবং মিলিপেড। এদের দেহ সাধারণত সেগমেন্টেড এবং এক্সোস্কেলিটন দ্বারা আবৃত, যা সুরক্ষা দেয় এবং চলাচল সহজ করে। আর্থ্রোপোডরা পৃথিবীর প্রায় সব পরিবেশে বাস করে, যেমন মাটি, জল এবং বাতাস। বৈচিত্র্য এবং অভিযোজন ক্ষমতার কারণে তারা প্রাণিজগতের সবচেয়ে বিস্তৃত ও প্রজাতি-সমৃদ্ধ গ্রুপ, এবং প্রায় ১০ লাখেরও বেশি প্রজাতি এই গ্রুপে অন্তর্ভুক্ত বলে বিজ্ঞানীরা মনে করেন।
আর্থ্রোপোডা (Arthropoda) সম্পর্কে তথ্য:
-
নামকরণ: Arthro শব্দের অর্থ “সন্ধি”, Poddos শব্দের অর্থ “পা” থেকে নামকরণ।
-
প্রকৃতি: প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব।
-
পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করতে সক্ষম।
-
বহু প্রজাতি অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী হিসেবে বাস করে।
-
স্থলে, স্বাদু পানিতে এবং সমুদ্রে বাস করে।
-
অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উড়তে পারে।
সাধারণ বৈশিষ্ট্য:
-
দেহ মাথা, বক্ষ ও উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে।
-
মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে।
-
নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত।
-
ম্যালপিজিয়ান নালিকা নামক রেচন অঙ্গ বিদ্যমান।
-
দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।
উদাহরণ: প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া।
0
Updated: 1 month ago
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয় কতবার?
Created: 1 month ago
A
৩বার
B
২বার
C
৪বার
D
৫বার
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছে দুইবার, যা দেশের আন্তর্জাতিক কূটনীতি ও দায়িত্বশীল অবস্থানের পরিচায়ক।
জাতিসংঘ সম্পর্কিত তথ্য:
-
প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
দাপ্তরিক ভাষা: ৬টি
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস [আগস্ট, ২০২৫]
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি
-
বর্তমান সদস্য: ১৯৩টি [আগস্ট, ২০২৫]
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)
বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত দুইবার।
-
প্রথম মেয়াদ: ১৯৭৯-১৯৮০, যেখানে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
-
দ্বিতীয় মেয়াদ: ২০০০-২০০১।
উৎস:
0
Updated: 1 month ago
প্রাচীন বাংলার জনপদ ’সমতট’ বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত?
Created: 1 month ago
A
ঢাকা
B
বগুড়া
C
কুমিল্লা
D
সিলেট
সমতট হলো পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলার একটি অঞ্চল, যা বঙ্গের পাশাপাশি অবস্থিত। এটি প্রাচীন ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এলাকা, যেখানে বিভিন্ন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে।
-
সমতটের রাজধানী বড় কামতা এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত।
-
এলাকা বিস্তৃত গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চল এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশকে ধরা হয় সমতট হিসেবে।
-
কুমিল্লার ময়নামতিতে প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে শালবন বিহার অন্যতম।
-
বর্তমান কুমিল্লা ও নোয়াখালি অঞ্চল প্রাচীন সমতট জনপদের অন্তর্গত।
উৎস:
0
Updated: 1 month ago