'তাহরিক ই মুহম্মদীয়া' আন্দোলনের নেতৃত্ব দেন কে?
A
হাজী শরিয়ত উল্লাহ
B
দুদু মিয়া
C
টিপু সুলতান
D
তিতুমীর
উত্তরের বিবরণ
তিতুমীর ছিলেন বাংলার প্রতিরোধ আন্দোলনের একজন প্রভাবশালী নেতা, যিনি পশ্চিমবঙ্গে ইসলামী সংস্কার আন্দোলন তথা তাহরিক ই মুহম্মদীয়া–কে শক্তিশালী রূপে পরিচালনা করেন। তার নেতৃত্বে স্থানীয় জনগণ উপনিবেশী শোষণের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়।
-
মীর নিসার আলী বা তিতুমীর জন্মগ্রহণ করেন চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে।
-
উত্তর ভারত ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে যখন ওয়াহাবি আন্দোলনের জোয়ার বইছে, তখন পশ্চিম বঙ্গের বারাসাত অঞ্চলে তিতুমীরের নেতৃত্বে তাহরিক ই মুহম্মদীয়া প্রবল আকার ধারণ করে।
-
ওয়াহাবি আন্দোলন ছিল উত্তর ভারতের সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত।
-
তিতুমীর হজ করার জন্য মক্কা শরিফ যান এবং ১৮২৭ খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন।
-
১৮৩১ খ্রিস্টাব্দে নারিকেলবাড়িয়া গ্রামে তিনি তার প্রধান ঘাটি স্থাপন করেন এবং নির্মাণ করেন ইতিহাসখ্যাত বাঁশের কেল্লা।
-
একই বছর ইংরেজ সরকার তিতুমীরের বিরুদ্ধে একটি বিশাল সুশিক্ষিত সেনাবাহিনী প্রেরণ করে, যা মেজর স্কটের নেতৃত্বে নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লা আক্রমণ করে।
-
এই যুদ্ধে তিতুমীর নিহত হন।

0
Updated: 19 hours ago
In which country was the city of Pompeii located?
Created: 2 weeks ago
A
Greece
B
France
C
Turkey
D
Italy
- পম্পেই ইতালির ক্যাম্পানিয়ায় অবস্থিত ছিলো।
ইতালি:
- ইতালি ১৮৬১ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- এক দশকের বিপ্লবের পর ইউরোপের তুরিনে ইতালি রাজ্য প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা আসে।
- প্রথম রাজা হিসেবে ভিক্টর ইমানুয়েল তাতে অধিষ্ঠিত হন।
- বর্তমানের ইতালির রাজধানী রোম, এটা প্রাচীন রোমান সাম্রাজ্যেরও রাজধানী ছিল।
- ইতালির মুদ্রার নাম ইউরো এবং রোমের সীমানার ভেতরে ভ্যাটিকান সিটি অবস্থিত।
- এছাড়া, রোমের কাছেই ভিসুভিয়াস পর্বতের পাদদেশে প্রাচীন পম্পেই নগরির ধ্বংসাবশেষও রয়েছে।
সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো।

0
Updated: 2 weeks ago
পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
Created: 2 days ago
A
মিসিসিপি
B
ইয়াংজি
C
নীল নদ
D
আমাজন
নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং এটি পৃথিবীর দীর্ঘতম নদী।
-
দৈর্ঘ্য: ৬,৬৫০ কিমি
-
উৎস: আফ্রিকার লেক ভিক্টোরিয়া
-
প্রবাহ: ১১টি দেশের মধ্য দিয়ে ভূ-মধ্যসাগরে পতিত হয়
-
অববাহিকা: মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া
-
উপনদী: সাদা নীল ও নীল নীল
অন্যান্য দীর্ঘতম নদীসমূহ:
-
আমাজন নদী: ৬,৪০০ কিমি
-
ইয়াংজি নদী: ৬,৩০০ কিমি
-
মিসিসিপি নদী: ৫,৯৭১ কিমি
-
কঙ্গো নদী: ৪,৭০০ কিমি

0
Updated: 2 days ago
প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা কোথায় উত্তোলিত হয়?
Created: 3 weeks ago
A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
B
সোহরাওয়ার্দী উদ্যানে
C
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
D
কালুরঘাট বেতার কেন্দ্রে
জাতীয় পতাকা প্রথম উত্তোলন
-
১৯৭১ সালের ২ মার্চ, বিভিন্ন ছাত্র সংগঠন মিলে 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করে।
-
একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় অনুষ্ঠিত একটি ছাত্রসভায় ডাকসু ভিপি আ. স. ম. আবদুর রব প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
-
এই গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণে রেখে প্রতি বছর ২ মার্চ উদযাপন করা হয় 'জাতীয় পতাকা দিবস' হিসেবে।
জাতীয় পতাকার বৈশিষ্ট্য
-
বাংলাদেশের জাতীয় পতাকা অন্যান্য দেশের মতো কিছু নির্দিষ্ট আকৃতি, গঠন, রং এবং উত্তোলনের নিয়ম অনুসরণ করে।
-
পতাকা বিধি (১৯৭২) অনুযায়ী:
-
পতাকার রং হবে গাঢ় সবুজ।
-
আয়তক্ষেত্রাকার পতাকার অনুপাত ১০:৬।
-
সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে।
-
লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
-
বৃত্তের কেন্দ্রবিন্দু পতাকার দৈর্ঘ্যের ৯/২০ অংশ এবং প্রস্থের মধ্যদিয়ে টানা আনুভূমিক রেখার ছেদবিন্দুতে অবস্থান করবে।
-
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago