'তাহরিক ই মুহম্মদীয়া' আন্দোলনের নেতৃত্ব দেন কে?
A
হাজী শরিয়ত উল্লাহ
B
দুদু মিয়া
C
টিপু সুলতান
D
তিতুমীর
উত্তরের বিবরণ
তিতুমীর ছিলেন বাংলার প্রতিরোধ আন্দোলনের একজন প্রভাবশালী নেতা, যিনি পশ্চিমবঙ্গে ইসলামী সংস্কার আন্দোলন তথা তাহরিক ই মুহম্মদীয়া–কে শক্তিশালী রূপে পরিচালনা করেন। তার নেতৃত্বে স্থানীয় জনগণ উপনিবেশী শোষণের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়।
-
মীর নিসার আলী বা তিতুমীর জন্মগ্রহণ করেন চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে।
-
উত্তর ভারত ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে যখন ওয়াহাবি আন্দোলনের জোয়ার বইছে, তখন পশ্চিম বঙ্গের বারাসাত অঞ্চলে তিতুমীরের নেতৃত্বে তাহরিক ই মুহম্মদীয়া প্রবল আকার ধারণ করে।
-
ওয়াহাবি আন্দোলন ছিল উত্তর ভারতের সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত।
-
তিতুমীর হজ করার জন্য মক্কা শরিফ যান এবং ১৮২৭ খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন।
-
১৮৩১ খ্রিস্টাব্দে নারিকেলবাড়িয়া গ্রামে তিনি তার প্রধান ঘাটি স্থাপন করেন এবং নির্মাণ করেন ইতিহাসখ্যাত বাঁশের কেল্লা।
-
একই বছর ইংরেজ সরকার তিতুমীরের বিরুদ্ধে একটি বিশাল সুশিক্ষিত সেনাবাহিনী প্রেরণ করে, যা মেজর স্কটের নেতৃত্বে নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লা আক্রমণ করে।
-
এই যুদ্ধে তিতুমীর নিহত হন।
0
Updated: 1 month ago
ইউরোপীয় পরিবেশ সংস্থার সদস্য সংখ্যা কত? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 month ago
A
৩২টি
B
৩৫টি
C
৩৮টি
D
৩০টি
• ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):- গঠন - ১৯৯৪ সালে।- সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।- সদস্য সংখ্যা -৩২টি। - ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ। 

0
Updated: 1 month ago
কিসের মাধ্যমে মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটে?
Created: 1 month ago
A
মানবিকতার মাধ্যমে
B
সহমর্মিতার মাধ্যমে
C
শৃঙ্খলাবোধের মাধ্যমে
D
আচার-আচরণ মাধ্যমে
একজন ব্যক্তির মূল্যবোধ তার আচার-আচরণের মধ্য দিয়েই প্রকাশ পায়, যা সমাজে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ও পরিবেশের মাধ্যমে গড়ে ওঠে।
-
মূল্যবোধ হলো একটি অর্জিত বিষয়, যা সমাজে দীর্ঘ সময় বসবাসের মাধ্যমে একজন ব্যক্তির মধ্যে বিকশিত হয়।
-
একজন ব্যক্তির মূল্যবোধের প্রকৃতি নির্ভর করে সমাজের পারিপার্শ্বিক অবস্থা ও বিভিন্ন উপাদানের উপর।
-
এই পারিপার্শ্বিক উপাদানগুলোই মূল্যবোধের ভিত্তি বা উপাদান গঠন করে।
-
ব্যক্তির আচার-আচরণই তার মূল্যবোধের বহিঃপ্রকাশ।
-
সৌজন্যবোধ মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ অংশ।
-
ব্যক্তির আচার-ব্যবহার, সৌজন্য ও শালীনতা মূল্যবোধ থেকে সৃষ্ট।
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন দেশের মুদ্রার নাম দিনার?
Created: 2 months ago
A
কুয়েত
B
কাতার
C
ওমান
D
ইয়েমেন
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।
দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।
দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।
পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।
তথ্যসূত্র - Britannica.com
0
Updated: 2 months ago