ঢাকার শেষ নবাব ছিলেন -
A
খাজা আতিকুল্লাহ বাহাদুর
B
খাজা নাজিমুদ্দিন বাহাদুর
C
খাজা সলিমুল্লাহ বাহাদুর
D
খাজা হাবিবুল্লাহ বাহাদুর
উত্তরের বিবরণ
নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর ছিলেন ঢাকার নবাবপরিবারের শেষ নবাব, যিনি ঢাকা ও তার চারপাশের অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক জীবনে একটি যুগান্তকারী সময়ের সাক্ষী ছিলেন। তার শাসনামলে নবাবপরিবারের সম্পদ ও প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে।
-
নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর জন্মগ্রহণ করেন ২৬ এপ্রিল, ১৮৯৫ সালে।
-
তিনি ঢাকার পঞ্চম ও শেষ নবাব।
-
তার পিতা ছিলেন নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর।
-
তার শাসনামলে ঢাকার নবাবপরিবারের সম্পদ ও জৌলুশ ধীরে ধীরে কমতে থাকে।
-
১৯৫২ সালে ইস্ট পাকিস্তান এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্টের মাধ্যমে নবাবপরিবারের সম্পদ চূড়ান্তভাবে বর্জন করা হয়।
-
২১ নভেম্বর ১৯৫৮ সালে নবাব খাজা হাবিবুল্লাহ মৃত্যুবরণ করেন।

0
Updated: 19 hours ago
আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
Created: 2 days ago
A
লিবিয়া
B
মিশর
C
সুদান
D
আলজেরিয়া
আলজেরিয়া আফ্রিকার বৃহত্তম দেশ এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ।
-
আয়তন: ২,৩৮১,৭৪১ বর্গকিমি
-
রাজধানী: আলজিয়ার্স
-
ভাষা: আরবি (অফিসিয়াল), তামাজিট (জাতীয়), ফরাসি
-
ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)
-
মুদ্রা: আলজেরিয়ান দিনার

0
Updated: 2 days ago
IMF এর বর্তমান সদস্য সংখ্যা কতটি? (আগস্ট-২০২৫)
Created: 1 day ago
A
১৯০টি
B
১৯১টি
C
১৯৩টি
D
১৮৯টি
International Monetary Fund (IMF) হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যা ১৯৪৪ সালে ব্রিটন উডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় এবং ১৯৪৭ সালের ১লা মার্চ থেকে কার্যক্রম শুরু করে। এর প্রধান লক্ষ্য হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা। সংস্থার সদরদপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে। আগস্ট ২০২৫ অনুযায়ী, IMF-এর সদস্য সংখ্যা ১৯১টি এবং বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হলেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৪৪, ব্রিটন উডস সম্মেলন
-
কার্যক্রম শুরু: ১লা মার্চ ১৯৪৭
-
সদস্য সংখ্যা: ১৯১টি (আগস্ট ২০২৫)
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৭২ সালের ১৭ আগস্ট
-
প্রধান কাজ: আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা

0
Updated: 1 day ago
ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন কে?
Created: 19 hours ago
A
কর্নওয়ালিস
B
রবার্ট ক্লাইভ
C
কার্টিয়ার
D
ওয়াটসন
রবার্ট ক্লাইভ উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এবং ব্রিটিশ শাসনের ইতিহাসে তাঁর স্থান বিশেষ গুরুত্বপূর্ণ। তরুণ বয়সে মাদ্রাজে (বর্তমান চেন্নাই) ঈস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকুরি গ্রহণ করে তিনি স্বীয় দক্ষতা ও কর্মপরিশ্রমের মাধ্যমে উপমহাদেশে ইংরেজ শাসনের ভিত্তি স্থাপন করেন। ১৭৬৫ খ্রিস্টাব্দে সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেউয়ানি লাভ করে এবং দ্বৈত শাসন প্রবর্তন করে। রবার্ট ক্লাইভের ব্যক্তিগত চারিত্রিক দোষ থাকা সত্ত্বেও উপমহাদেশে ইংরেজ শক্তির প্রতিষ্ঠায় তাঁর অবদান অস্বীকার করা যায় না।
-
রবার্ট ক্লাইভ উপমহাদেশে ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠাতা।
-
তরুণ বয়সে মাদ্রাজে (বর্তমান চেন্নাই) ঈস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকুরি গ্রহণ।
-
১৭৬৫ খ্রিস্টাব্দে সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর।
-
চুক্তির মাধ্যমে কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেউয়ানি লাভ এবং দ্বৈত শাসন প্রবর্তন।
-
চারিত্রিক দোষ থাকা সত্ত্বেও উপমহাদেশে ইংরেজ শক্তির প্রতিষ্ঠায় অবদান অস্বীকারযোগ্য নয়।
-
প্রথম পর্যায়ে তিনি দাক্ষিণাত্যে কোম্পানিকে রক্ষা করেন।
-
দ্বিতীয় পর্যায়ে বাংলা জয় করেন।
-
তৃতীয় পর্যায়ে নবাব ও সম্রাটকে নিয়ন্ত্রণ করে সার্বভৌম ক্ষমতার অধিকারী হন।
-
উপমহাদেশের ইতিহাসে ব্রিটিশ সাম্রাজ্যের স্থপতি ও প্রতিষ্ঠাতা হিসেবে লর্ড ক্লাইভের নাম অমর।

0
Updated: 19 hours ago