ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন -
A
মজনু শাহ
B
সৈয়দ আহমদ
C
দুদু মিয়া
D
তিতুমীর
উত্তরের বিবরণ
ফরায়েজি আন্দোলন ছিল উনিশ শতকের প্রথমার্ধে ভারতীয় মুসলিম সমাজে উদ্ভূত একটি ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন। এটি মূলত ইসলামের মৌলিক নীতিমালা অনুসরণের মাধ্যমে ধর্মীয় জীবন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত হয়।
-
ফরায়েজি আন্দোলনের সূত্রপাত করেন হাজী শরীয়তুল্লাহ, যিনি ১৭৮২ খ্রিস্টাব্দে বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন।
-
ফরায়েজি শব্দটি এসেছে আরবি ‘ফরজ’ (অবশ্য কর্তব্য) থেকে; যারা ফরজ পালন করে, তারাই ফরায়েজি।
-
হাজী শরীয়তুল্লাহ পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি ফরজ মৌলনীতিতে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
-
তিনি ভারতবর্ষকে ‘দারুল হারব’, অর্থাৎ বিধর্মীর রাজ্য, বলে ঘোষণা করেন।
-
জমিদার শ্রেণি ফরায়েজি প্রজাদের উপর নানা অত্যাচার চালালে, হাজী শরীয়তুল্লাহ প্রজাদের রক্ষার জন্য লাঠিয়াল বাহিনী গঠন করেন।
-
১৮৩৯ খ্রিস্টাব্দে তার উপর পুলিশি নিষেধাজ্ঞা জারি করা হয়।
-
১৮৪০ খ্রিস্টাব্দে হাজী শরীয়তুল্লাহ মৃত্যুবরণ করেন।
-
তাঁর মৃত্যুর পর ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন মুহম্মদ মুহসিন উদ্দীন আহমদ বা দুদু মিয়া, যিনি ১৮১৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
-
দুদু মিয়া ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপ দেন।
-
১৮৬২ খ্রিস্টাব্দে দুদু মিয়া মৃত্যুবরণ করলে যোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে।

0
Updated: 20 hours ago
Who is the current president of the World Bank? (August, 2025)
Created: 4 days ago
A
Robert McNamara
B
Kristalina Georgieva
C
David Malpass
D
Ajay Banga
বিশ্ব ব্যাংক হলো বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক, যা ১৯৪৪ সালে ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় এবং ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে। এর সদর দপ্তর ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রে অবস্থিত। বর্তমান সময়ে (আগস্ট ২০২৫) এর সদস্য সংখ্যা ১৮৯টি, এবং বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা।
-
বিশ্ব ব্যাংক বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে।
-
বিশ্ব ব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত, যা হলো:
-
IBRD
-
IDA
-
IFC
-
ICSID
-
MIGA
-
তথ্যসূত্র:

0
Updated: 4 days ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে?
Created: 2 weeks ago
A
অনুচ্ছেদ ৯২
B
অনুচ্ছেদ ৯৩
C
অনুচ্ছেদ ৯৪
D
অনুচ্ছেদ ৯৫
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।

0
Updated: 2 weeks ago
CAMELS মডেল মূলত কোন খাতের মূল্যায়নে ব্যবহৃত হয়?
Created: 1 week ago
A
Capital Adequacy
B
Cash Flow
C
Current Ratio
D
Collateral Value
CAMELS সম্পর্কিত তথ্য নিম্নরূপ:
CAMELS ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য ও ঝুঁকি মূল্যায়নের একটি পদ্ধতি। এতে ছয়টি মানদণ্ড বিবেচনা করা হয়।
-
Capital Adequacy (মূলধনের পর্যাপ্ততা): কোনো ব্যাংকের কাছে যথেষ্ট মূলধন আছে কিনা তা বোঝায়, যা দিয়ে তারা আর্থিক ক্ষতি, ঋণ খেলাপি বা বাজার ঝুঁকির মতো পরিস্থিতি সামাল দিতে পারবে। মূলধন যত বেশি মজবুত হবে, ব্যাংক তত বেশি নিরাপদ ও স্থিতিশীল থাকবে। এই মূল্যায়ন ব্যাংকের দীর্ঘমেয়াদি টিকে থাকা এবং গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।
-
Asset Quality (সম্পদের মান): ব্যাংকের সম্পদ বা ঋণের মান।
-
Management Quality (ব্যবস্থাপনার মান): ব্যাংকের পরিচালন দক্ষতা ও নীতি।
-
Earnings (আয়): ব্যাংকের আয় এবং লাভজনকতা।
-
Liquidity (তরলতা): ব্যাংকের অর্থ বা নগদ প্রবাহের সহজলভ্যতা।
-
Sensitivity to Market Risk (বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতা): ব্যাংকের বাজার ঝুঁকির প্রতি প্রতিক্রিয়া বা সংবেদনশীলতা।
CAMELS এর পূর্ণরূপ:
C = Capital Adequacy
A = Asset Quality
M = Management Quality
E = Earnings
L = Liquidity
S = Sensitivity to Market Risk

0
Updated: 1 week ago