কোন শিক্ষা কমিশনের বিরুদ্ধে 'বাষট্টির শিক্ষা আন্দোলন' সংঘটিত হয়?
A
নূর খান শিক্ষা কমিশন
B
আকরাম খাঁ শিক্ষা কমিশন
C
আতাউর রহমান খান শিক্ষা কমিশন
D
শরীফ শিক্ষা কমিশন
উত্তরের বিবরণ
বাষট্টির শিক্ষা আন্দোলন ছিল আইয়ুব খানের শিক্ষা সংস্কার এবং শরিফ শিক্ষা কমিশনের সুপারিশের বিরুদ্ধে বাংলাদেশে সংঘটিত এক গুরুত্বপূর্ণ ছাত্র আন্দোলন। এটি মূলত ছাত্র সমাজের রাজনৈতিক সচেতনতা এবং শিক্ষাগত নীতি নিয়ে তাদের অসন্তোষের প্রকাশ।
-
১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর আইয়ুব খান শিক্ষা সংস্কারের উদ্দেশ্যে একটি শিক্ষা কমিশন গঠন করেন।
-
কমিশনের সভাপতি ছিলেন এস.এম. শরীফ, এবং এতে ১১ জন সদস্য ছিলেন; তাই এটিকে শরিফ কমিশন বলা হয়।
-
কমিশন ১৯৫৯ সালের ২৬ আগস্ট তাদের সুপারিশ প্রকাশ করে। উল্লেখযোগ্য সুপারিশগুলো ছিল:
-
তিন বছরের বি.এ কোর্স চালু করা (এর আগে ছিল দু'বছরের বি.এ পাস কোর্স)
-
স্কুল ও কলেজের সংখ্যা সীমিত রাখা
-
শিক্ষা ব্যয়ের ৮০% খরচ অভিভাবককে বহন করতে হবে
-
৬ষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি স্তর পর্যন্ত ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে
-
-
কমিশনের রিপোর্টের বিরুদ্ধে ছাত্রসমাজ বিক্ষুব্ধ হয়।
-
ঢাকা কলেজে সর্বপ্রথম আন্দোলনের সূত্রপাত ঘটে।
-
ওই কলেজের ছাত্ররা ‘ডিগ্রি স্টুডেন্টস ফোরাম’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে।
-
এই সংগঠনের মাধ্যমে ঢাকা শহরের অন্যান্য কলেজের ছাত্ররা আন্দোলনে যুক্ত হয়।
-
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও আন্দোলনে যোগ দেন।
-
তখন সংগঠনের নাম পরিবর্তন করে করা হয় ‘ইস্ট পাকিস্তান স্টুডেন্টস ফোরাম’।
-
এক পর্যায়ে আন্দোলনের নেতৃত্ব ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের যৌথ নেতৃত্বের হাতে চলে যায়।

0
Updated: 20 hours ago
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে কোনটি?
Created: 2 days ago
A
বাব এল-মান্দেব প্রণালী
B
সুয়েজ খাল
C
মালাক্কা প্রণালী
D
হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করে এবং আরব উপদ্বীপকে ইরান থেকে পৃথক করে। এটি জ্বালানী তেল পরিবহনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি জলপথ।
-
হরমুজ প্রণালীর দৈর্ঘ্য প্রায় ৩৪ কিলোমিটার।
-
জাহাজ চলাচলের জন্য এতে দুটি লেন রয়েছে, প্রতিটি লেনের প্রস্থ প্রায় দুই মাইল।
-
প্রণালীটি সংকীর্ণ হলেও এটি পৃথিবীর সবচেয়ে বড় জাহাজগুলো চলাচলের জন্য সক্ষম।
-
পৃথিবীতে রপ্তানি হওয়া মোট জ্বালানী তেলের প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়।

0
Updated: 2 days ago
কোন রঙের আলাের
তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
Created: 3 weeks ago
A
বেগুনি
B
নীল
C
কমলা
D
লাল
আলোর তরঙ্গদৈর্ঘ্য
-
দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
-
তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
-
তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়।
-
লাল আলো: তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।
-
বেগুনি আলো: তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশি।

0
Updated: 3 weeks ago
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? (আগস্ট-২০২৫)
Created: 4 days ago
A
চামড়া-চামড়াজাত পণ্য
B
হস্তশিল্প
C
নীট পোষাক
D
প্রাকৃতিক গ্যাস
বাংলাদেশের রপ্তানি খাতসমূহ ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের আয়ের ভিত্তিতে নিম্নরূপ:
-
নীট পোষাক:
-
রপ্তানি আয়: ২১,১৫৯.০৮ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৪৩.৮২%
-
উল্লেখযোগ্য: বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য
-
-
ওভেন পোষাক:
-
রপ্তানি আয়: ১৮,১৮৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৩৭.৬৭%
-
-
হোম টেক্সটাইল:
-
রপ্তানি আয়: ৮৭১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ১.১৮%
-
-
চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা:
-
রপ্তানি আয়: ১,১৪৫.০৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ২.৩৭%
-
উৎস:

0
Updated: 4 days ago