মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ জারি করেন কে?
A
আইয়ুব খান
B
জুলফিকার আলী ভুট্টো
C
মোহাম্মদ আলী জিন্নাহ
D
ইস্কান্দার মির্জা
উত্তরের বিবরণ
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ ছিল আইয়ুব খানের শাসনামলে প্রবর্তিত এক গুরুত্বপূর্ণ আইন যা মুসলিম সমাজের পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য গৃহীত হয়। এ আইনকে কেন্দ্র করে উত্তরাধিকার, বিবাহ, তালাক ও দেনমোহরসহ নানা বিধান নির্ধারণ করা হয়।
-
১৯৬১ সালে আইয়ুব খান মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ জারি করেন।
-
এই আইনে উত্তরাধিকার, বিবাহ রেজিস্ট্রেশন, বহুবিবাহ, তালাক, বিবাহবিচ্ছেদ, দেনমোহর, স্ত্রীর ভরণপোষণ প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
-
উত্তরাধিকার সংক্রান্ত বিধান অনুযায়ী, কারো পিতা মৃত্যুবরণ করলে সে তার দাদার সম্পত্তির অংশ পাবে, যদিও দাদার আগে পিতা মারা গিয়েছে।
0
Updated: 1 month ago
সুনামি কোথায় সৃষ্টি হয়?
Created: 1 month ago
A
পুুকুর
B
হ্রদ
C
সাগর
D
লেক
সুনামি হলো এক ধরনের বিশাল সমুদ্র ঢেউ, যা সাধারণত সমুদ্রের তলদেশে সংঘটিত ভূমিকম্প বা অন্যান্য ভূতাত্ত্বিক ঘটনার কারণে সৃষ্টি হয়। শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে, যেখানে “সু” মানে পোতাশ্রয় (বন্দর) এবং “নামি” মানে ঢেউ—অর্থাৎ এর শাব্দিক অর্থ “পোতাশ্রয়ের ঢেউ”।
• সুনামি (Tsunami) শব্দটি জাপানি উৎস থেকে এসেছে।
• এটি এমন এক প্রাকৃতিক দুর্যোগ, যেখানে সমুদ্র তলদেশে প্রবল ভূমিকম্পের ফলে বিশাল ঢেউ সমুদ্রপৃষ্ঠে সৃষ্টি হয়।
• সুনামির প্রধান কারণ হলো সমুদ্রতলের ভূমিকম্প।
• তাছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, পারমাণবিক বিস্ফোরণ, ভূমিধ্বস, এমনকি উল্কাপিণ্ডের পতন থেকেও সুনামি সৃষ্টি হতে পারে।
• ইতিহাসে সুনামির প্রথম লিপিবদ্ধ উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে।
• সুনামি সাধারণত উপকূলীয় অঞ্চলসমূহে ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটায়, তাই এটি একটি উপকূলীয় দুর্যোগ হিসেবে বিবেচিত।
0
Updated: 1 month ago
When was the International Criminal Court (ICC) established through the Rome Statute?
Created: 1 month ago
A
1998
B
2000
C
2002
D
2005
ICC (International Criminal Court) হলো বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক ফৌজদারী আদালত, যা মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যা ও আগ্রাসনের অপরাধের বিচার করে থাকে। এটি আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে বিবেচিত। নিচে এর বিস্তারিত তথ্য তুলে ধরা হলো—
-
পূর্ণরূপ: International Criminal Court (আন্তর্জাতিক অপরাধ আদালত)।
-
প্রতিষ্ঠা: ১৭ জুলাই, ১৯৯৮ — রোম সংবিধি (Rome Statute) স্বাক্ষরের মাধ্যমে গঠিত।
-
কার্যক্রম শুরু: ১ জুলাই, ২০০২।
-
সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১২৫টি।
-
১২৫তম সদস্য দেশ: ইউক্রেন।
-
বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানে (২০২৪–২০২৭)।
-
প্রেসিডেন্সির মেয়াদ: সদস্যরা ৩ বছরের জন্য নির্বাচিত হন।
-
রোম সংবিধির প্রেক্ষাপট:
-
১৯৯৮ সালের ১৫ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত ইতালির রোমে একটি আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের ১২০টি দেশের প্রতিনিধি অংশ নেন।
-
১২০–৭ ভোটের ব্যবধানে রোম সংবিধি গৃহীত হয়।
-
পর্যাপ্ত সংখ্যক রাষ্ট্র সংবিধি অনুমোদন করার পর ২০০২ সালের ১ জুলাই থেকে ICC আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
-
-
রোম সংবিধির কাঠামো: এতে মোট ১৩টি অধ্যায় ও ১২৮টি অনুচ্ছেদ রয়েছে, যা আদালতের ক্ষমতা, কাঠামো ও কার্যপ্রণালী নির্ধারণ করে।
-
ICC আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকারের সুরক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0
Updated: 1 month ago
যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয় তাদেরকে কী বলা হয়?
Created: 2 months ago
A
আইসোমার
B
আইসোটোপ
C
আইসোটোন
D
আইসোবার
আইসোবার
-
যে সকল নিউক্লিয়াসের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোবার বলা হয়।
আইসোমার
-
যে সকল নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান, তাদেরকে আইসোমার বলা হয়।
আইসোটোন
-
যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান, তবে ভর সংখ্যা সমান নয়, তাদেরকে আইসোটোন বলা হয়।
আইসোটোপ
-
যে সকল নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলা হয়।
উৎস: রসায়ন, নবম–দশম শ্রেণি
0
Updated: 2 months ago