মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ জারি করেন কে?
A
আইয়ুব খান
B
জুলফিকার আলী ভুট্টো
C
মোহাম্মদ আলী জিন্নাহ
D
ইস্কান্দার মির্জা
উত্তরের বিবরণ
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ ছিল আইয়ুব খানের শাসনামলে প্রবর্তিত এক গুরুত্বপূর্ণ আইন যা মুসলিম সমাজের পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য গৃহীত হয়। এ আইনকে কেন্দ্র করে উত্তরাধিকার, বিবাহ, তালাক ও দেনমোহরসহ নানা বিধান নির্ধারণ করা হয়।
-
১৯৬১ সালে আইয়ুব খান মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ জারি করেন।
-
এই আইনে উত্তরাধিকার, বিবাহ রেজিস্ট্রেশন, বহুবিবাহ, তালাক, বিবাহবিচ্ছেদ, দেনমোহর, স্ত্রীর ভরণপোষণ প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
-
উত্তরাধিকার সংক্রান্ত বিধান অনুযায়ী, কারো পিতা মৃত্যুবরণ করলে সে তার দাদার সম্পত্তির অংশ পাবে, যদিও দাদার আগে পিতা মারা গিয়েছে।

0
Updated: 20 hours ago
'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?
Created: 3 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
অস্ট্রেলিয়া
D
কানাডা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- অ্যামনেস্টির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- প্রতিষ্ঠা করেন ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসন।
- অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
তথ্যসূত্র - অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।

0
Updated: 3 weeks ago
জোয়ারভাটায় বিধৌত লবণাক্ত সমতলভূমিকে বলা হয়-
Created: 1 week ago
A
পার্বত্য বন
B
শালবন
C
মধুপুর বন
D
ম্যানগ্রোভ বন
ম্যানগ্রোভ বন হলো জোয়ারভাটায় প্লাবিত বিস্তীর্ণ লবণাক্ত সমতলভূমি, যা জোয়ারের প্রভাবে নিয়মিত জলমগ্ন হয়।
-
বাংলাদেশের সুন্দরবন হলো এমন একটি ম্যানগ্রোভ বন, যা সমুদ্রের লোনা পানির জোয়ার-ভাটায় বিস্তৃত।
-
এই আন্তপ্লাবিত জলাভূমি বিভিন্ন স্তরের পারস্পরিক নির্ভরশীল উপাদান দ্বারা গঠিত, যেমন: পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তু।
অন্য বনাঞ্চল:
-
পার্বত্য বন: সাধারণত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি।
-
মধুপুর বন: মধুপুর শালবনের একটি অংশ, যা টাঙ্গাইল ও গাজীপুর জেলায় বিস্তৃত।
-
শালবন: এক ধরনের বনভূমি যেখানে শালগাছ প্রধান উদ্ভিদ প্রজাতি।
উৎস:

0
Updated: 1 week ago
Where was the Anti-Ballistic Missile Treaty signed?
Created: 4 days ago
A
Paris
B
Geneva
C
Washington, D.C.
D
Moscow
Anti-Ballistic Missile Treaty (ABM Treaty) হলো একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি, যা যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়। এটি Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems নামেও পরিচিত।
-
স্বাক্ষরের তারিখ: ২৬ মে, ১৯৭২
-
কার্যকরের তারিখ: ৩ অক্টোবর, ১৯৭২
-
স্বাক্ষরের স্থান: মস্কো, রাশিয়া
-
বিষয়: দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ
-
চুক্তি বাতিল হয় ২০০২ সালে
তথ্যসূত্র:

0
Updated: 4 days ago