মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন সংঘটিত হয় কত সালে?
A
১৯১১ সালে
B
১৯১৮ সালে
C
১৯২০ সালে
D
১৯২৮ সালে
উত্তরের বিবরণ
অসহযোগ আন্দোলন ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি মূলত খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে সর্বভারতীয় পর্যায়ে ব্যাপক গণআন্দোলনের রূপ নেয়। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস পথ অবলম্বন করা হলেও পরবর্তীতে সহিংসতার কারণে আন্দোলন স্থগিত হয়ে যায়।
-
১৯২০ খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের নেতৃবৃন্দ যৌথ কর্মসূচির মাধ্যমে এক দুর্বার আন্দোলন শুরু করেন।
-
মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন শুরু হয় ১৯২০ সালে।
-
১৯২১-২২ খ্রিস্টাব্দে এ আন্দোলন সর্বভারতীয় গণআন্দোলনে পরিণত হয়।
-
১৯২১ সালে উত্তর প্রদেশের চৌরিচোরা এলাকায় অহিংস আন্দোলন সহিংসতায় পরিণত হলে গান্ধী হঠাৎ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।
-
১৯২২ সালে গান্ধীর গ্রেফতারের পর আন্দোলন ধীরে ধীরে স্তিমিত হয়ে যায়।

0
Updated: 20 hours ago
গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন-
Created: 4 days ago
A
সমুদ্রগুপ্ত
B
প্রথম চন্দ্রগুপ্ত
C
বিজয়গুপ্ত
D
চন্দ্রগুপ্ত মৌর্য
গুপ্ত সম্রাজ্য ভারতে সাম্রাজ্যবাদী গুপ্তদের শাসন ৩২০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয়। এ সময় বাংলায় কিছু স্বাধীন রাজ্যের উত্থান ঘটে।
-
সম্রাজ্যের প্রথম শাসক ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত।
-
তাঁর পুত্র সমুদ্র গুপ্ত বিজয়ের মাধ্যমে সাম্রাজ্যের প্রসার ঘটান।
-
গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্যে দক্ষিণ-পূর্ব বাংলার সমতট রাজ্য ও পশ্চিম বাংলার পুষ্করণ রাজ্য উল্লেখযোগ্য।
-
প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালেই বাংলার উত্তরাংশের কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধীনে আসে।
-
সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমগ্র বাংলা অধিকৃত হলেও সমতট একটি করদ রাজ্য হিসেবে বিবেচিত হয়।
-
সমুদ্রগুপ্তের রাজত্বকাল থেকে ছয় শতকের মাঝামাঝি পর্যন্ত বাংলার উত্তরাংশ গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ একটি ‘প্রদেশ’ বা ‘ভুক্তি’ হিসেবে পরিগণিত হতো।
-
গুপ্তদের রাজধানী ছিল মহাস্থানগড়ের পুঞ্জনগর, যেমন মৌর্যদের।
উৎস:

0
Updated: 4 days ago
'MERCOSUR' is a trade bloc of which region?
Created: 4 days ago
A
Africa
B
Europe
C
North America
D
South America
MERCOSUR হলো দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী, যা ২৬ মার্চ, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে অবস্থিত। প্রতিষ্ঠাকালীন চুক্তি হলো ‘Treaty of Asuncion’, যা প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নে স্বাক্ষরিত হয়।
-
প্রতিষ্ঠাকালীন সদস্যরা ছিলেন আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
-
বর্তমান সদস্য সংখ্যা (আগস্ট ২০২৫) ৫টি: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং বলিভিয়া।
-
ভেনেজুয়েলার সদস্যপদ বর্তমানে স্থগিত।
-
সহযোগী সদস্য সংখ্যা (আগস্ট ২০২৫) ৭টি।
তথ্যসূত্র:

0
Updated: 4 days ago
সার্ক কোন দেশসমূহের একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম?
Created: 1 day ago
A
দক্ষিণ-পূর্ব এশিয়ার
B
দক্ষিণ- পশ্চিম এশিয়ার
C
দক্ষিণ এশিয়ার
D
দক্ষিণ-উত্তর এশিয়ার
দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের উদ্দেশ্যে গঠিত একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠন হলো South Asian Association for Regional Cooperation (SAARC)। এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
-
সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায়।
-
সদরদপ্তর অবস্থিত কাঠমান্ডু, নেপাল।
-
সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি দেশ।
-
সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
-
বর্তমান মহাসচিব হলেন গোলাম সারওয়ার।
-
সার্কের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৭টি দেশ।
-
বর্তমান সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।
-
সর্বশেষ সদস্য আফগানিস্তান, যা ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

0
Updated: 1 day ago