মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন সংঘটিত হয় কত সালে?
A
১৯১১ সালে
B
১৯১৮ সালে
C
১৯২০ সালে
D
১৯২৮ সালে
উত্তরের বিবরণ
অসহযোগ আন্দোলন ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি মূলত খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে সর্বভারতীয় পর্যায়ে ব্যাপক গণআন্দোলনের রূপ নেয়। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস পথ অবলম্বন করা হলেও পরবর্তীতে সহিংসতার কারণে আন্দোলন স্থগিত হয়ে যায়।
-
১৯২০ খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের নেতৃবৃন্দ যৌথ কর্মসূচির মাধ্যমে এক দুর্বার আন্দোলন শুরু করেন।
-
মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন শুরু হয় ১৯২০ সালে।
-
১৯২১-২২ খ্রিস্টাব্দে এ আন্দোলন সর্বভারতীয় গণআন্দোলনে পরিণত হয়।
-
১৯২১ সালে উত্তর প্রদেশের চৌরিচোরা এলাকায় অহিংস আন্দোলন সহিংসতায় পরিণত হলে গান্ধী হঠাৎ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।
-
১৯২২ সালে গান্ধীর গ্রেফতারের পর আন্দোলন ধীরে ধীরে স্তিমিত হয়ে যায়।
0
Updated: 1 month ago
’মায়া সভ্যতা’ কোন মহাদেশে গড়ে উঠে?
Created: 1 month ago
A
এশিয়া
B
আমেরিকা
C
ইউরোপ
D
আফ্রিকা
মায়া সভ্যতা হলো মেসোআমেরিকার অন্যতম বিখ্যাত ও প্রাচীন ধ্রুপদী সভ্যতা, যার বিস্তার বর্তমান গুয়াতেমালা, বেলিজ, মেক্সিকো, এল সালভাদর ও হন্ডুরাসে দেখা যায়।
-
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান থেকে জানা যায়, আনুমানিক ২৬০০ খ্রিস্টপূর্বাব্দে মায়ারা উত্তর আমেরিকা থেকে গুয়াতেমালার উচ্চভূমিতে স্থানান্তরিত হয়।
-
উন্নত কৃষি কৌশল প্রয়োগ করে তারা ২৫০ খ্রিস্টাব্দের দিকে সমৃদ্ধ কৃষি সম্প্রদায় গড়ে তোলে।
-
মায়ারা জটিল লোগোসিলাবিক লিখনপদ্ধতি তৈরি করে, যা প্রাক-কলম্বিয়া আমেরিকার অন্যতম উন্নত লিপি।
-
গণিতে শূন্যের ধারণা প্রবর্তন করে এবং জ্যোতির্বিজ্ঞানে বিশেষ দক্ষতা অর্জন করে, স্বর্গীয় চক্র পর্যবেক্ষণের জন্য উন্নত ক্যালেন্ডার প্রণয়ন করে।
-
আনুষ্ঠানিক নগর কেন্দ্রগুলোতে ছিল চিত্তাকর্ষক মন্দির, উঁচু পিরামিড, বিশাল প্রাসাদ ও মানমন্দির, যা ধাতব সরঞ্জাম ছাড়া নির্মিত।
-
মায়ারা নগর-রাষ্ট্রে সংগঠিত ছিল, যেমন টিকাল, প্যালেনক, কোপান ও চিচেন ইৎজা।
-
মায়া সভ্যতার ক্লাসিক যুগ (২৫০–৯০০ খ্রিস্টাব্দ) শিল্প, স্থাপত্য ও বিজ্ঞানে অসামান্য সাফল্যের সময়কাল ছিল।
-
পরবর্তী সময়ে অনেক প্রধান নগর পতিত হলেও, পোস্টক্লাসিক যুগে মায়া সম্প্রদায় টিকে ছিল এবং আজও লক্ষ লক্ষ মায়া বংশধর মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চলে বসবাস করছে।
উৎস:
0
Updated: 1 month ago
জাতিসংঘের কোন বিশেষায়িত প্রতিষ্ঠান শিশু তহবিল, বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে?
Created: 1 month ago
A
UNESCO
B
UNEP
C
UNICEF
D
UNDP
UNICEF বা United Nations Children's Fund হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা ও উন্নয়নের জন্য কাজ করে। এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
-
প্রতিষ্ঠার তারিখ: ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর।
-
প্রাথমিক নাম: United Nations International Children's Emergency Fund।
-
বর্তমান নাম: ১৯৫৩ সালে নাম পরিবর্তন করে United Nations Children's Fund রাখা হয়।
-
সদরদপ্তর: যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক।
-
বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল।
-
সদস্য রাষ্ট্র: ১৯৩ টি দেশ।
-
কার্যক্রমের এলাকা: বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চল।
0
Updated: 1 month ago
BIMSTEC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
নয়া দিল্লি
B
জেনেভা
C
কলম্বো
D
ঢাকা
সাধারণ জ্ঞান
BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation
সাধারণ জ্ঞান
BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation)
-
প্রতিষ্ঠা: ১৯৯৭ সালে, থাইল্যান্ডে।
-
সদস্য রাষ্ট্রের সংখ্যা: ৭টি (মে ২০২৫ পর্যন্ত)।
-
সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মিয়ানমার।
-
সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
-
বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ (আগস্ট ২০২৫ পর্যন্ত)।
-
প্রতিষ্ঠাকালীন সভাপতি দেশ: বাংলাদেশ।
উৎস: BIMSTEC ওয়েবসাইট
0
Updated: 2 months ago