'Governance: Sound Development Management' শীর্ষক রিপোর্টে কোন সংস্থা 'সুশাসন' সম্পর্কে আলোচনা করে?
A
UNDP
B
ADB
C
World Bank
D
IMF
উত্তরের বিবরণ
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) সুশাসনকে উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করে। ১৯৯৫ সালে ADB 'Governance: Sound Development Management' শীর্ষক রিপোর্টে সুশাসনের ধারণা ও এর উপাদানসমূহ নিয়ে বিশদভাবে আলোচনা করে।
-
Asian Development Bank (ADB) অনুসারে সুশাসনের প্রধান চারটি উপাদান হলো:
-
জবাবদিহিতা (Accountability)
-
স্বচ্ছতা (Transparency)
-
অংশগ্রহণ (Participation)
-
ভবিষ্যৎবাণী (Predictability)
-
0
Updated: 1 month ago
জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয়?
Created: 1 month ago
A
৩১ জানুয়ারি ২০০৩
B
৩১ অক্টোবর ২০০৬
C
৩১ অক্টোবর ২০০৩
D
২১ ফেব্রুয়ারি ২০০৮
৩১ অক্টোবর ২০০৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশন গৃহীত হয়, যা UNCAC নামে পরিচিত। অন্যান্য অপশনগুলো এই প্রসঙ্গে সঠিক নয়।
-
UNCAC এর পূর্ণরূপ হলো United Nations Convention Against Corruption।
-
এটি একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী বহুপাক্ষিক চুক্তি।
-
জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত তারিখ: ৩১ অক্টোবর ২০০৩।
-
কনভেনশনটি কার্যকর হয়: ১৪ ডিসেম্বর ২০০৫।
-
স্বাক্ষরস্থল: মেরিডা, মেক্সিকো।
-
বাংলাদেশ কনভেনশনটি স্বাক্ষর করে: ২০০৭ সালে।
0
Updated: 1 month ago
United Nations Human Rights Council (UNHRC)-এর মতে, সুশাসনের মূল উপাদান কয়টি?
Created: 1 month ago
A
৪টি
B
৫টি
C
৬টি
D
৮টি
জাতিসংঘ মানবাধিকার কমিশন বা United Nations Human Rights Council (UNHRC)-এর মতে, সুশাসনের জন্য কিছু মৌলিক উপাদান অপরিহার্য। এ উপাদানগুলো রাষ্ট্র ও সমাজে ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও জনগণমুখী শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
সুশাসনের মূল উপাদান (UNHRC অনুযায়ী):
-
স্বচ্ছতা (Transparency)
-
দায়বদ্ধতা (Responsibility)
-
জবাবদিহিতা (Accountability)
-
অংশগ্রহণ (Participation)
-
সংবেদনশীলতা (Responsiveness)
-
0
Updated: 1 month ago
আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
Created: 2 months ago
A
সত্য ও ন্যায়
B
সার্থকতা
C
শঠতা
D
অসহিষ্ণুতা
মূল্যবোধ
-
Value শব্দটি মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ।
-
মানুষের চিন্তা-ভাবনা, উদ্দেশ্য, সংকল্প, আদর্শ ও জীবনের লক্ষ্য একসাথে মিলে তার আচরণ ও কর্মকাণ্ডকে পরিচালনা করে—এসবের সমষ্টিকেই মূল্যবোধ বলা হয়।
-
মূল্যবোধের মাধ্যমেই আমরা ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, নৈতিকতা-অনৈতিকতা, সততা, সৌজন্যবোধ, শিষ্টাচার, সহনশীলতা, সহমর্মিতা ইত্যাদি বিচার করতে পারি।
-
আমাদের স্থায়ী বা চিরন্তন মূল্যবোধ হলো সত্য ও ন্যায়।
-
বিপরীতে, শঠতা, অসহিষ্ণুতা, অসততা ইত্যাদি হলো চিরন্তন মূল্যবোধের বিরোধী বৈশিষ্ট্য।
উৎস: পৌরনীতি ও সুশাসন, ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি), প্রফেসর মোঃ মোজাম্মেল হক
0
Updated: 2 months ago