'Governance: Sound Development Management' শীর্ষক রিপোর্টে কোন সংস্থা 'সুশাসন' সম্পর্কে আলোচনা করে?
A
UNDP
B
ADB
C
World Bank
D
IMF
উত্তরের বিবরণ
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) সুশাসনকে উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করে। ১৯৯৫ সালে ADB 'Governance: Sound Development Management' শীর্ষক রিপোর্টে সুশাসনের ধারণা ও এর উপাদানসমূহ নিয়ে বিশদভাবে আলোচনা করে।
-
Asian Development Bank (ADB) অনুসারে সুশাসনের প্রধান চারটি উপাদান হলো:
-
জবাবদিহিতা (Accountability)
-
স্বচ্ছতা (Transparency)
-
অংশগ্রহণ (Participation)
-
ভবিষ্যৎবাণী (Predictability)
-

0
Updated: 20 hours ago
অধ্যাপক ডাইসির মতে, আইনের শাসনের কয়টি মৌলিক শর্ত রয়েছে?
Created: 1 week ago
A
একটি
B
দুইটি
C
তিনটি
D
চারটি
আইনের শাসন
-
অধ্যাপক ডাইসির মতে, আইনের শাসনের মৌলিক তিনটি শর্ত রয়েছে—
ক) আইনের দৃষ্টিতে সবাই সমান।
খ) আইনের আশ্রয় গ্রহণের সুযোগ বিদ্যমান থাকা।
গ) শুনানি গ্রহণ ছাড়া কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা। -
এই তিনটি শর্ত পূরণ হলেই বলা যায় যে, আইনের শাসন কার্যকর হয়েছে।
-
আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন—
-
ন্যায়পরায়ণ আচরণ,
-
নিপীড়নমুক্ত স্বাধীন পরিবেশ,
-
নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ।
-

0
Updated: 1 week ago
‘কর্তব্যের জন্য কর্তব্য’-ধারণাটির প্রবর্তক কে?
Created: 2 weeks ago
A
ইমানুয়েল কান্ট
B
হার্বার্ট স্পেন্সার
C
বার্ট্রান্ড রাসেল
D
অ্যারিস্টটল
ইমানুয়েল কান্টকে আধুনিক নীতিশাস্ত্রে 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তিনি একজন প্রখ্যাত জার্মান নীতিবিজ্ঞানী, যিনি নৈতিকতার মূলনীতিকে কর্মের ফলাফলের চেয়ে কর্মের ধরণ ও উদ্দেশ্যের উপর গুরুত্বারোপ করেছেন।
তাঁর নীতিবিদ্যার মূল কনসেপ্ট তিনটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য এবং শর্তহীন আদেশ। বিশেষভাবে, কান্টের কর্তব্যের নৈতিকতার দর্শন বলে যে কোনো কর্মের মূল্য তার ফলাফলের উপর নয়, বরং সেই কর্মের নৈতিক উদ্দেশ্য এবং স্বভাবের উপর নির্ভর করে। তিনি সততার জন্য সদিচ্ছা এবং কর্তব্যের জন্য কর্তব্যের ধারণার প্রবর্তক।
-
কর্তব্যমুখী নৈতিকতা বা কর্তব্যের নৈতিকতা যে কোনো কর্মের ফলাফলের বদলে কর্মের প্রকৃতির ওপর গুরুত্ব দেয়।
-
সৎ ইচ্ছা হলো নৈতিক ক্রিয়ার মূল ভিত্তি।
-
কর্তব্যের জন্য কর্তব্য বোঝায়, যে কাজ আমরা করি তা শুধুমাত্র নৈতিক দায়বদ্ধতার কারণে করা উচিত।
-
শর্তহীন আদেশ বা কাতেগরিক্যাল ইম্পেরেটিভ নৈতিকতার একটি মূলনীতি, যা নির্দেশ করে যে নৈতিক আইন সবক্ষেত্রেই প্রযোজ্য।
নিশ্চিতভাবে তাঁর নীতিশাস্ত্রের উপর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো:
-
Groundwork for the Metaphysics of Morals
-
Critique of Pure Reason
-
Critique of Practical Reason
-
Critique of Judgement

0
Updated: 2 weeks ago
নৈতিক শক্তির প্রধান উপাদান কি?
Created: 1 month ago
A
সততা ও নিষ্ঠা
B
কর্তব্যপরায়ণতা
C
মায়া ও মমতা
D
উদারতা
নৈতিক শক্তির প্রধান উপাদান সততা ও নিষ্ঠা।
নৈতিকতা (Morality):
- Morality শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Moralitas থেকে।
- নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।
- নৈতিক অনুশাসনের প্রভাবে মানুষ আইন মানে, শৃঙ্খলা পরিপন্থী কাজ করে না এবং রাষ্ট্রের অনুশাসনকে শ্রদ্ধা করে।
- বিবেক, চিন্তা, বুদ্ধি ও ন্যায়পরায়ণতা হচ্ছে নৈতিকতার উৎস।
- নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র সমাজ।
- নৈতিকতার মানকে আদর্শ করে উপযুক্ত শিক্ষা।
- নৈতিক শক্তির প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা।
- নৈতিকতা বলতে আমরা বুঝি মানুষের সদাচরণ, সচ্চরিত্র, সততা ও নিষ্ঠার বহিঃপ্রকাশ।
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 1 month ago