নিম্নের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে?
A
শাসন প্রক্রিয়া ও মানব উন্নয়ন
B
শাসন প্রক্রিয়া এবং সুশাসন
C
শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন
D
শাসন প্রক্রিয়া এবং নৈতিক শাসন প্রক্রিয়া
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক ও সুশাসন
বিশ্বব্যাংক ১৯৯২ সালে প্রকাশিত "Governance and Development" শীর্ষক রিপোর্টে সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে। রিপোর্ট অনুযায়ী,
“Governance is the manner in which power is exercised in the management of a country's economic and social resources for development.” অর্থাৎ, সুশাসন হলো দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতি।
-
‘সুশাসন’ ধারণাটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা।
-
১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় প্রথমবার ‘সুশাসন’ (Good Governance) শব্দটি ব্যবহৃত হয়।
-
একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে সেখানে টেকসই উন্নয়ন সম্ভব হয়।
-
১৯৯৪ সালে বিশ্বব্যাংক সংজ্ঞায় উল্লেখ করেছে যে, সার্বিক উন্নয়নের লক্ষ্যে দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভর্নেন্স।
-
২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে, সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসন চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল।
-
বিশ্বব্যাংক ঘোষিত সুশাসনের চারটি স্তম্ভ:
১. দায়িত্বশীলতা (Accountability)
২. স্বচ্ছতা (Transparency)
৩. আইনি কাঠামো (Rule of Law)
৪. অংশগ্রহণ (Participation)

0
Updated: 23 hours ago
সুশাসনের ধারণাটি কেমন?
Created: 1 week ago
A
একমাত্রিক
B
দ্বিমাত্রিক
C
বহুমাত্রিক
D
কোনোটিই নয়
সুশাসন (Good Governance)
-
সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Good Governance।
-
এর অর্থ হচ্ছে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন।
-
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বারবার কোনাবল প্রথম "Good Governance" শব্দটি ব্যবহার করেন।
সুশাসনের ধারণা:
-
সুশাসনের ধারণাটি বহুমাত্রিক।
-
এটি চার ধরনের ধারণা নির্মাণ করে:
১. রাজনৈতিক সুশাসন
২. সামাজিক সুশাসন
৩. অর্থনৈতিক সুশাসন
৪. সাংস্কৃতিক সুশাসন
অতিরিক্ত বৈশিষ্ট্য:
-
সুশাসনের ধারণাটি আপেক্ষিক।
-
সুশাসন ধারণাটির উদ্ভাবক হলো বিশ্বব্যাংক।
-
বিশ্বব্যাংক প্রথম ১৯৮৯ সালে Good Governance শব্দটি ব্যবহার করে।

0
Updated: 1 week ago
সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে -
Created: 1 month ago
A
সুসম্পর্ক গড়ে তোলে
B
আস্থার সম্পর্ক গড়ে তোলে
C
শান্তির সম্পর্ক গড়ে তোলে
D
কোনোটিই নয়
সুশাসন (Good Governance)
সুশাসন বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যা শাসক ও শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলে।
ম্যাককরনী (Mac’ Corney) এর মতে, “সুশাসন হলো রাষ্ট্র ও সুশীল সমাজ, সরকার ও জনগণ, শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ককে বোঝানো।”
সংক্ষেপে বলা যায়, প্রশাসনে যদি নিম্নলিখিত বিষয়গুলো কার্যকর থাকে, তবে সেই শাসনকে সুশাসন বলা যায়:
-
প্রশাসনের জবাবদিহিতা (Accountability)
-
প্রশাসনের বৈধতা (Legitimacy)
-
স্বচ্ছতা (Transparency)
-
জনগণের অংশগ্রহণের সুযোগ
-
বাকস্বাধীনতা ও সকল রাজনৈতিক স্বাধীনতার সুরক্ষা
-
বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন (Rule of Law)
-
আইনসভার নিকট শাসন বিভাগের দায়িত্বশীলতা
যে শাসন ব্যবস্থায় এ সব বৈশিষ্ট্য বজায় থাকে, সেটাই হলো সত্যিকার অর্থে সুশাসন।
উৎস: মো: মোজাম্মেল হক, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 1 month ago
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-
Created: 14 hours ago
A
বিনিয়ােগ বৃদ্ধি পায়
B
দুর্নীতি দূর হয়
C
প্রতিষ্ঠানের সুনাম হয়
D
যােগাযােগ বৃদ্ধি পায়
সুশাসনের গুরুত্ব অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য। এটি শুধুমাত্র একটি নীতিমালা নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়নের জন্য মূল ভিত্তি হিসেবে কাজ করে।
-
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত হলে অর্থনৈতিক উন্নয়ন দ্রুত হয়। Good governance ensures transparency and accountability, যা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করে।
-
এটি পুঁজি বিনিয়োগ এবং শিল্পকারখানা স্থাপনে আগ্রহ বৃদ্ধি করে। As a result, কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়।
-
অর্থনীতি সরাসরি বিনিয়োগের উপর নির্ভরশীল। তাই অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং দেশের আর্থিক স্বাস্থ্য শক্তিশালী হবে।

0
Updated: 14 hours ago